টুকরো খবর
প্রতারনায় ধৃত বাবা ও ছেলে
কলকাতা পুলিশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম অশোক সাহা ও বলরাম সাহা। বুধবার বিকেলে হাবরা থানার বানীপুর এলাকা থেকে শঙ্কর দে নামে স্থানীয় এক যুবকের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বাড়ি ওই এলাকাতেই। শঙ্করবাবুর অভিযোগ, “চাকরি দেওয়ার নাম করে আমার কাছ থেকে ওঁরা দু’লক্ষ টাকা নিয়েছিল।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা মাস তিনেক আগে স্থানীয় সাত জন যুবককে কলকাতা পুলিশে চাকরি দেবে বলে মোট ১৫ লক্ষ টাকা নেয়। তাঁদের বলা হয়, টাকার বিনিময়ে তাঁদের সরাসরি চাকরি দেওয়া হবে। কোনও পরীক্ষা দিতে হবে না। জেরায় ধৃতেরা পুলিশকে জানিয়েছে, সোদপুরের এক ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে তাদের অর্থ তুলতে বলেছিল। বিনিময়ে তাদের কমিশন দেওয়া হবে বলে জানানো হয়েছিল। পুলিশ ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে।

বধূকে ‘মেরে’ মৃত্যু যুবকের
প্রতিবেশী এক গৃহবধূকে শাবল দিয়ে পিটিয়ে খুন করে পালানোর অভিযোগ ছিল এক যুবকের বিরুদ্ধে। গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় তারও ঝুলন্ত মৃতদেহ মিলল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার, বারুইপুর থানার শিখরবালির ঘটনা। পুলিশ জানায়, মৃত বধূর নাম সুষমা ডি রোজারিও (৩২)। যুবকের নাম খোকন সরকার (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশী রোজারিও-র বাড়িতে মাঝেমধ্যেই যেত অবিবাহিত খোকন। মঙ্গলবার রাত ১০টা নাগাদ ওই বাড়িতে যায় সে। তখন উঠোনে কাজ করছিলেন সুষমা। আচমকা শাবল দিয়ে সুষমার মাথায় ও মুখে মারতে থাকে খোকন। সুষমার চিৎকারে বাড়ির সকলে ছুটে এলে পালায় সে। গুরুতর জখম সুষমাকে বারুইপুর মহকুমা হাসপাতালে মৃত বলে ঘোষণা করেন। পরে এলাকার একটি দোকানের বারান্দায় খোকনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

কংগ্রেস ছেড়ে যোগ তৃণমূলে
প্রায় দু’হাজার কংগ্রেস কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূলে। সম্প্রতি স্বরূপনগরের বালতি স্কুল মাঠে এক কর্মীসভায় বালতি-নিত্যানন্দকাটি পঞ্চায়েত প্রধান, উপপ্রধান-সহ প্রায় হাজার দুয়েক সদস্য-সদস্যা তৃণমূলে যোগ দেন। উপস্থিত ছিলেন স্বরূপনগরের বিধায়ক বীনা মণ্ডল, তৃণমূলের রাজ্য পঞ্চায়েত সেলের আহ্বায়ক নারায়ন গোস্বামী, ব্লক সভাপতি রমেন সর্দার প্রমুখ। পঞ্চায়েত প্রধান মেহেদি হাসান সর্দার বলেন, “সিপিএমের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে এবং দিদির সততা ও লড়াইয়ে অনুপ্রেরিত হয়ে আমরা তৃণমূলে যোগ দিলাম।” অন্যদিকে, তৃণমূলের রাজ্য পঞ্চায়েত সেলের আহ্বায়ক নারায়ন গোস্বামী বলেন, “ রাজ্য নেতৃত্বের অনুমোদনেই কংগ্রেসীদের দলে নেওয়া হয়েছে। পঞ্চায়েতে যাতে তাঁরা দলের হয়ে লড়াই করতে পারে, সে বিষয়টিও দেখা হচ্ছে।”

স্কুল নির্বাচন
দুটি ভিন্ন স্কুল পরিচালক কমিটির নির্বাচনে জয়ী হল সিপিএম এবং তৃণমূল। সম্প্রতি হাড়োয়ার আটপুকুরে করঞ্জতলা হাইস্কুলে মনোনয়ন জমাকে কেন্দ্র করে সিপিএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনার কারণে ভোটের দিন পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল ওই স্কুলে। গণনার পর দেখা যায়, তৃণমূলকে ০-৬ ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছে সিপিএম। অন্য দিকে, বসিরহাটের পানিতোর হাইস্কুলে ৬-০ আসনে জয়ী হয়েছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ফলাফল যথেষ্ট তাত্‌পর্যপূর্ণ বলে স্বীকার করছে রাজনৈতিক মহল।

প্রৌঢ় খুন
ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ফ্রেজারগঞ্জ গ্রামে মেছো ভেড়ির কুঁড়েঘর থেকে এক প্রৌঢ়ের দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে। নিহতের নাম গোপাল মিস্ত্রি (৫৫)। বাড়ি কুলপির নিশ্চিন্তপুর গ্রামে। ফ্রেজারগঞ্জের এক বাসিন্দার মেছোভেড়ি দেখাশোনা করতেন গোপালবাবু। ওই ভেড়িরই কুঁড়েঘরে থাকতেন তিনি। এ দিন সকালে ওই কুঁড়েঘরেই তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.