প্রত্যন্ত এলাকা থেকে প্রতিভা তুলে আনতে সিএবি এবং জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ)-র উদ্যোগে মহকুমা স্তরে বিনা খরচে ক্রিকেট কোচিং শুরু হয়েছে। গত ৩০ মে মুর্শিদাবাদের ৫টি মহকুমায় অনুর্ধ্ব ১৪ এবং অনুর্ধ্ব ১৬ বিভাগে শুরু হওয়া এই কোচিং চলবে ১২ জুন পর্যন্ত। জেলায় ৫টি মহকুমায় অনুর্ধ্ব ১৪ বিভাগে ১২৫ জনকে এবং অনুর্ধ্ব ১৬ বিভাগে ১২৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থা (এমডিএসএ)-র সম্পাদক তরুণ দত্ত বলেন, “২৫০ জনকে জেলার ৫টি মহকুমার ৫টি মাঠে সকালে ৩ ঘণ্টা ও বিকেলে ৩ ঘণ্টা করে কোচিং দেওয়া হচ্ছে। ক্রিকেট সরঞ্জাম, দু’বেলা টিফিন দিচ্ছে সিএবি। এক একটি মাঠের জন্য একজন কোচ ও দু’ জন সহকারি কোচ পাঠিয়েছে তারা।” |
স্থানীয় ‘বান্ধব সমিতি’ ক্লাবের সহায়তায় লালবাগ মহকুমার কোচিং হচ্ছে স্থানীয় আস্তাবল মাঠে। মাঠের কোচ স্বপন সরকার বলেন, “১৪ দিনের কোচিং শেষ হওয়ার পর প্রতি মহকুমার অনুর্ধ্ব ১৪-র এবং অনুধ্বর্র্ ১৬-র একটি টিম গড়া হবে। ৬ মাসের জন্য প্রতিটি টিমের দায়িত্বে থাকবেন সিএবি-র নিয়োগ করা একজন সহকারি কোচ। ওই সব টিমের মধ্যে আন্তঃমহকুমা টুর্নামেন্ট হবে। তারপর কৃতী টিমগুলির মধ্যে আন্তঃজেলা টুর্নামেন্টও হবে। তাদের থেকে বাছাই করা ক্রিকেটাররা সিএবি-র রাজ্য স্তরের বিভিন্ন খেলায় সুযোগ পাবে।”
‘বান্ধব সমিতি’র সম্পাদক বৈকুণ্ঠ মণ্ডল বলেন, “জিয়াগঞ্জ ও লালগোলার এক ঝাঁক কিশোর ক্রিকেটার লালবাগ মহকুমার কোচিং শিবিরে যোগ দিয়েছে। সিএবি-র এই উদ্যোগের ফলে প্রত্যন্ত গ্রামীণ এলাকার সম্ভবনাময় ছেলেরা স্বপ্ন দেখতে শুরু করেছে।” |