দুঃস্বপ্নের শুরু করেও স্বর্ণালী শেষ করলেন মারিয়া শারাপোভা, বাল্যবন্ধু-কাম-চিরশত্রু জেলেনা জাঙ্কোভিচের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ! গত বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন বুধবার রোলাঁ গারোয় প্রথম সেটে একটাও গেম না পেয়েও শেষ পর্যন্ত ম্যাচ বার করে নিলেন ০-৬, ৬-৪, ৬-৩’এ। ‘হেড-টু-হেডে’ ৮-১ এগিয়ে থাকলেও শারাপোভা স্বীকার করেছেন, “শুরু থেকে জেলেনা অসাধারণ খেলেছে। আগাগোড়া আক্রমণাত্মক ছিল। ক্লে তে ইদানীং ও সত্যিই ভাল খেলছে। প্রথম সেটের পর ঠিকই করেছিলাম, ওই অধ্যায়টা মাথা থেকে ঝেড়ে ফেলে এগিয়ে যাব। ঠিক সেটাই হল।” |
ভিক্টোরিয়া আজারেঙ্কা এ দিন আবার তাঁর প্রথম ফরাসি ওপেন সেমিফাইনালে উঠলেন। নিজের বরাবরের ডাবলস পার্টনার মারিয়া কিরলেঙ্কোকে ৭-৬ (৭-৩), ৬-২ হারিয়ে শুক্রবার আর এক মারিয়ার সামনে আজারেঙ্কা। “সার্কিটের সঙ্গীকে হারিয়েও আমি খুশি। কারণ রোলাঁ গারোয় তৃতীয় চেষ্টায় কোয়ার্টার ফাইনাল হার্ডল টপকাতে পারলাম।” এ সবের মধ্যেই রোলাঁ গারোয় বহু প্রতীক্ষিত নাদাল বনাম জকোভিচ লাইন আপ দাঁড়িয়ে গেল। ফেডেরারকে প্রিয় ক্লে কোর্ট গ্র্যান্ড স্ল্যামে এ বার না পেয়ে নাদাল ফেডেরারের দেশের ওয়ারিঙ্কার বিরুদ্ধেই যেন এ দিন সেই তুরীয় মেজাজে খেলে তাঁকে উড়িয়ে দিলেন ৬-২, ৬-৩, ৬-১। অন্য কোয়ার্টার ফাইনালে জকোভিচ বর্ষীয়ান জার্মান টমি হাসকে ৬-৩, ৭-৬ (৭-৫), ৭-৫ হারাতে শুধু যে কষ্টই করলেন তা নয়, শনিবারের সেমিফাইনালে বিশ্বের এক নম্বর যেন আন্ডারডগ থাকছেন। |
যে সেমিফাইনাল টেনিসমহলের চোখে কার্যত ২০১৩ ফরাসি ওপেন ফাইনাল! বিশ্বসেরা আর ক্লে কোর্ট সম্রাট, দুই মহারথীই অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে। ছয় গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচ তাঁর একমাত্র অধরা গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেন এ বার জিততে পারলে টেনিস ইতিহাসের অষ্টম পুরুষ হিসাবে ‘কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম’ পূর্ণ করবেন। আর নাদাল রোলাঁ গারোয় এ বারও চ্যাম্পিয়ন হলে টেনিস গ্রহের প্রথম প্লেয়ার হবেন যিনি আট বার কোনও একটি গ্র্যান্ড স্ল্যাম জিতবেন! |