অবসরের পর অনেকটাই সময় পেলের কেটেছে মারাদোনার সঙ্গে ভাবমূর্তি রক্ষার লড়াইয়ে। ফুটবল সম্রাট আবার নেমে পড়েছেন ব্রাজিলের ‘পরবর্তী পেলে’ নেইমারের ভাবমূর্তি গঠনে। এবং এ বারও প্রতিদ্বন্দ্বী মারাদোনার দেশেরই লিও মেসি। এক বছর আগে নেইমারের প্রাক্তন ক্লাব স্যান্টোসের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে করা মন্তব্য ফের এ দিন টেনে এনেছেন পেলে। বলেছেন, “কেউ যখন ওদের দু’জনের মধ্যে কে সেরা জানতে চায় আমি একটাই কথা বলি নেইমারের দশ বছর ক্লাব ফুটবলে খেলার অভিজ্ঞতা নেই মেসির মতো। তবে গত দু’বছরে নেইমার অনেক উন্নতি করেছে। তা ছাড়া ও দু’টো পা-ই সুন্দর ব্যবহার করতে পারে আর উঁচু বলেও ভাল। মেসিকেও আমি ভালবাসি। তবে দু’জনের মধ্যে তুলনা করলে বলব, মেসির থেকে ভাল খেলার ক্ষমতা আছে নেইমারের।” মেসির ক্লাবেই নেইমারের সই করা নিয়ে পেলে প্রথমে মজা করে বলেছেন, “আমি খুশি হইনি। স্যান্টোস এক জন ভাল ফুটবলার হারাল।” তার পর অবশ্য বলেন, “নেইমারের জন্য বার্সোলোনায় সই করাটা ভালই হয়েছে। এখন ব্রাজিলে ও-ই সেরা ফুটবলার। দেশের বাইরে খেললে ওর অভিজ্ঞতা আরও বাড়বে। দক্ষিণ আমেরিকায় ক্লাব ফুটবল খেলার চেয়ে ইউরোপে খেলায় কিছুটা তো পার্থক্য আছে। ইউরোপের ফুটবল অনেক বেশি টাফ।”
|
রাজ্য সাব-জুনিয়র ক্লাব চ্যাম্পিয়নশিপ ভলিবলে সেমিফাইনালে গেল বর্ধমানের অরবিন্দ কোচিং সেন্টার। বুধবার কোয়ার্টার ফাইনালে তারা হাওড়ার তেঁতুলিয়া স্পোর্টিং ক্লাবকে ২৫-২২, ২৫-১৯, ২৫-১২ পয়েন্টে হারায়। এর আগে লিগের খেলায় অরবিন্দ কোচিং সেন্টার নৈহাটি অ্যাথলেটিক ক্লাব, বড়িষা সবুজ সঙ্ঘ ও হাওড়া অন্নপূর্ণা সঙ্ঘকে ৩-০ সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। বৃহস্পতিবার সেমিফাইনালে বর্ধমান খেলবে বক্সা ও নতুন পাড়া যুবক সঙ্ঘের মধ্যে বিজয়ীর সঙ্গে। খেলা হচ্ছে কলকাতার ভলিবল অ্যাসোসিয়েশনের মাঠে।
|
রিষড়া সুইমিং ক্লাবে আয়োজিত রাজ্য বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় বর্ধমান জেলা থেকে যোগ দেবেন ৩১ জন। প্রতিযোগিতা চলবে ৬-৯ জুন। পাড়ার পুকুরেই প্রস্তুতি শুরু করেছেন সাঁতারুরা। কারণ, বর্ধমানের একমাত্র ভাল মানের কল্পতরু সুইমিং পুলটি এক সাঁতারুর অপমৃত্যুর জেরে বন্ধ রয়েছে।
|
বিশ্বের দু’নম্বর টেনিস কন্যা মারিয়া শারাপোভার সঙ্গে এটিপি র্যাঙ্কিংয়ে ২৮ নম্বর বালগেরিয়ান তারকা গ্রেগর দিমিত্রভের প্রেমের খোঁজ প্রথম পাওয়া যায় গত বছর নভেম্বরের শেষাশেষি। যখন ফ্যাশন সিটি হিসাবে বিখ্যাত মিলানের শপিংমলে যুগলের কেনাকাটার ছবি ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা। তার পাঁচ মাসের মধ্যেই শারাপোভা-দিমিত্রভ তাঁদের ‘লাভ ম্যাচ’ প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন মাদ্রিদের রাস্তায় প্রকাশ্যে পরস্পরকে চুম্বন করে। এর আগের দিনই মাদ্রিদ মাস্টার্সে জকোভিচকে হারিয়ে দিমিত্রভ তাঁর জীবনের সেরা জয় পান। |
প্রেমিককে পুরস্কারস্বরূপ শারাপোভা নীল রঙের পোর্শে গাড়ি দেন। যে বিলাসবহুল গাড়িটি মাত্র দু’সপ্তাহ আগে শারাপোভা পেয়েছিলেন স্টুটগার্টে খেতাব জিতে। শারাপোভার আগের প্রেমিক স্লোভানিয়ান এনবিএ বাস্কেটবল তারকা সাশা ভুজাচিচের সঙ্গে রুশ টেনিস সুন্দরীর দু’বছরের সম্পর্ক গত বছর অগস্টে ভেঙে যাওয়ার তিন মাসের মধ্যেই তাঁর জীবনে দিমিত্রভের প্রবেশ।
|
রোলাঁ গারোয় শারাপোভার বুধবারের কোয়ার্টার ফাইনালের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই আসলে বহু পুরাতন। সেই ফ্লোরিডায় দু’জনেই যখন নিক বলতিয়েরির অ্যাকাডেমিতে টেনিস পাঠ নিতে গিয়েছিলেন। শারাপোভা তখন ন’বছরের বালিকা। বেলগ্রেডের জেলেনা জাঙ্কোভিচ বারো। পেশাদার সার্কিটে দু’জনের সাক্ষাতে শারাপোভা ৭-১ এগিয়ে থাকলেও এ দিনই দু’জনে প্রথম ক্লে কোর্টে মুখোমুখি হলেন। দু’জনেই প্রাক্তন এক নম্বর। তবে শারাপোভার কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম আছে। সেখানে জাঙ্কোভিচের গ্র্যান্ড স্ল্যামে সেরা পারফরম্যান্স ২০০৮ যুক্তরাষ্ট্র ওপেন রানার্স হওয়া। ছোটবেলার স্মৃতি টেনে শারাপোভার মন্তব্য, “জুনিয়র লেভেলে আমরা পরস্পরের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছি। দু’জনে একসঙ্গে প্রচুর সময় কাটিয়েছি। বলতিয়েরির অ্যাকাডেমিতে আমরা একই গ্রুপে ছিলাম। একে অন্যের খেলার শক্তি-দুর্বলতা সব জানি।”
|
আইপিএল সিক্স জিতে আইপিএল থেকে অবসর নিয়ে ফেললেও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারেন সচিন তেন্ডুলকর। ১৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ভারতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগে হয়তো পাওয়া যাবে না রিকি পন্টিংকে। মুম্বই ইন্ডিয়ান্সের এক কর্তা জানিয়েছেন, টুর্নামেন্ট যেহেতু এ বার ভারতেই হচ্ছে তাই তাঁরা সচিনকে খেলার অনুরোধ করেন।
|
সিএবি প্রথম ডিভিশন চ্যাম্পিয়নশিপ প্লে-অফের সেমিফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম দিন ইস্টবেঙ্গল তুলল ৩০৫-৯। রান পেয়েছেন অরিন্দম দাস (৭৩), বিদ্যুৎ অধিকারী (৫৩) এবং সন্দীপন দাস (৪৩)। মোহনবাগানের হয়ে চার উইকেট নিয়েছেন সৌরাশিস লাহিড়ী (৪-৬১)। এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে কালীঘাটের বিরুদ্ধে ২৮৩ অলআউট পুলিশ অ্যাথলেটিক। আদিল বাকার ৮৪ এবং রাকেশ কৃষ্ণন ৭১ রান। |