তাঁদের সাপে-নেউলে সম্পর্কের কথা কে না জানে?
তারকা কোচ হোসে মোরিনহো বনাম তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ‘অ্যাকশন-প্যাকড্’ খবর লিখে লিখে ক্লান্ত ইউরোপের ফুটবল মিডিয়াও। কিন্তু এত দিন তাঁদের প্রশ্রয় দেননি মোরিনহো। জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করাটা যে মোটেই নিরাপদ নয়, তা তিনি খুব ভাল করেই জানেন। তাই দলবদল করার পর অবশেষে মুখ খুললেন চেলসির নতুন কোচ। বরং বলা উচিত রোনাল্ডোকে বেশ একহাত নিলেন তিনি। বললেন, “ও সবজান্তা”।
রোনাল্ডোর সঙ্গে তাঁর অম্লমধুর সম্পর্ক নিয়ে মোরিনহোর ব্যাখ্যা, “রোনাল্ডোর সঙ্গে আমার একটাই সমস্যা ছিল। |
খুব সহজ আর সোজাসাপ্টা। যে কোনও কোচই তার দলের পারফরম্যান্সের উন্নতির জন্য নিজের কোনও খেলোয়াড়ের ট্যাকটিকাল সমস্যার সমালোচনা করতেই পারে। আমিও করেছিলাম এবং সেটাই রোনাল্ডো ভাল মনে মেনে নিতে পারেনি। কারণ, ও হয়তো ভাবে, ও-ই সব জেনে বসে আছে আর কোচের কাছ থেকে ওর কিছু শেখার নেই।” তাই বলে অবশ্য রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন তাঁর দলের সেরা ফুটবলারের প্রশংসা করতেও ভোলেননি মোরিনহো। “রোনাল্ডোর সঙ্গে তিনটে দারুণ মরশুম কাটিয়েছি। হয়তো এই সময়টাই ওর কেরিয়ারের সেরা। তবে নিজেকে মেলে ধরার আর সেরা জায়গায় নিয়ে যাওয়ার মতো সুযোগ ওকে আমরাই করে দিয়েছি, এ নিয়ে সন্দেহ নেই।” |