১) প্লেয়াররা মুখে যতই বলুক কিছু এসে-যায় না, স্পট-ফিক্সিংয়ের ভূত ওদের তাড়া করতে বাধ্য। ‘এক্সেস ব্যাগেজে’র মতো এটা নিয়েই খেলতে হবে ধোনিদের।
২) দুই ওপেনার শিখর ধবন আর মুরলী বিজয় আইপিএলে বিশেষ ব্যাট করার সুযোগ পায়নি। তৃতীয় ওপেনার হিসেবে নেওয়া কার্তিককে মিডলঅর্ডারে রাখতেই হবে। শিখর-মুরলী ব্যর্থ হলে ওপেন কে করবে?
৩) ইশান্ত-উমেশ ডেথ ওভারে প্রচুর রান দিয়েছে। আইপিএলে তো ইশান্তকে ডেথে বলই দেওয়া হত না। ডে’ভিলিয়ার্স-মিলারদের বিরুদ্ধে ডেথ বোলিং তাই চিন্তার ব্যাপার। |
১) স্টেইন-মর্কেল-ফিলান্ডার ত্রয়ী নিয়ে বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণ। স্টেইন অনিশ্চিত শুনছি। কিন্তু ওকে যা চিনি, দাঁড়াতে পারলেই ও ঠিক খেলে দেবে।
২) দুর্দান্ত মিডল অর্ডার। এবি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফিনিশার। আর মিলার দুরন্ত ফর্মে। এই ডানহাতি-বাঁহাতি জুটি একসঙ্গে দশ ওভার ব্যাট করলেও কী হবে বুঝতে পারছেন?
৩) গোটা টিমটা পরিবারের মতো। ম্যাচের আগে-পরে সবাই একসঙ্গে থাকে, গল্প করে। পেশাদারিত্বের বাইরেও একে অন্যের জন্য প্রাণ দিতে তৈরি। |