|
|
|
|
পরিবেশ বাঁচানোর বার্তা কর্মসূচিতে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার জেলা জুড়ে নানা কর্মসূচি পালিত হল। সকালে মেদিনীপুর শহরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এক পদযাত্রা বের হয়। পরে তা শহরের নানা পথ পরিক্রমা করে। মঞ্চের মেদিনীপুর শহর কেন্দ্রের সম্পাদক বাবুলাল শাসমলের কথায়, “পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই আমাদের এই কর্মসূচি। সকলেরই উচিত, পরিবেশকে দূষণমুক্ত রাখতে পদক্ষেপ করা।”
বীকন সায়েন্স ক্লাবের উদ্যোগেও শহরে পদযাত্রা বের হয়। সকালে পঞ্চুরচকে রবীন্দ্রমূর্তির পাদদেশে এক সভা হয়। সভায় বক্তব্য রাখেন অধ্যাপক দেবাশিস আইচ। বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষার উপরই জোর দেন তিনি। |
অনুষ্ঠান পূর্বেও। পথে প্রতিবন্ধীরা। |
পরে পরিবেশ সম্পর্কিত একগুচ্ছ দাবি নিয়ে পুরসভায় ডেপুটেশন দেওয়া হয়। নেতৃত্বে ছিলেন ক্লাবের সম্পাদক তপন দাস, কুমারেশ দে প্রমুখ। এঁদের বক্তব্য, জেলার সদর শহর মেদিনীপুর। শহরে নতুন বসতি গড়ে উঠছে। জনসংখ্যা বাড়ছে। সঙ্গে বাড়ছে আবর্জনা। দূষণ সমস্যা দূর করতে পুর-কর্তৃপক্ষ পদক্ষেপই করছেন না। মাঝেমধ্যেই রাস্তার ধারে ধারে আবর্জনার স্তূপ চোখে পড়ে। নিয়মিত পরিষ্কার না হলে সেখান থেকে দূষণ ছড়ায়। তপনবাবুর কথায়, “শহরের বেশ কিছু এলাকায় আবর্জনা ফেলার জন্য ভ্যাট আছে। নিয়মিত পরিস্কার না হওয়ার ফলে ভ্যাটের আবর্জনা প্রায়ই রাস্তায় চলে আসে। পুরসভাকে উদ্যোগী হতে হবে।” |
|
|
|
|
|