টুকরো খবর
বর্ধিত বেতন চেয়ে ধর্মঘটে সাফাইকর্মীরা
মজুরি বৃদ্ধি ও নিয়মিত বেতনের দাবিতে বুধবার থেকে ধর্মঘটে নেমেছেন আসানসোল পুরসভার সাফাইকর্মীদের একাংশ। এ দিন সকাল থেকে সারা দিন শহরের আবর্জনা পরিষ্কার না হওয়ায় সমস্যায় পড়েছেন শহরবাসী। ওই কর্মীদের ডেকে সমাধানের রাস্তা বের করা হবে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি। এ দিন সকাল থেকে পুরসভায় বিক্ষোভ শুরু করেন ওই সাফাইকর্মীরা। তাঁদের তরফে সাগর রুইদাস অভিযোগ করেন, দু’মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। ন্যূনতম মজুরিও তাঁদের দেওয়া হয় না। বেশ কিছু দিন ধরেই তাঁরা মজুরি বাড়ানো ও নিয়মিত বেতনের দাবি করে আসছেন বলে জানান।

চলছে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।
অভিযোগ, পুর কর্তৃপক্ষ আবেদনে সাড়া দেননি। দু’মাসের বেতন হাতে না পাওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না বলে দাবি করেছেন তাঁরা। পুরসভার চেয়ারম্যান জিতেন্দ্রবাবু জানান, সাফাইকর্মীদের বেতন ব্যাঙ্কের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুর কর্তৃপক্ষ। কারিগরি পরিকাঠামো সংক্রান্ত কিছু সমস্যা দেখা দেওয়ায় বেতন পেতে দেরি হয়েছে। শীঘ্র সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন তিনি।

মাঠ-জলাশয় বাঁচাতে পদযাত্রা

বুধবার বিশ্ব পরিবেশ দিবসে সবুজ, খেলার মাঠ ও জলাশয় রক্ষার দাবিতে বরাহনগরের মালিবাগান মাঠ থেকে প্রগতি সংঘের মাঠ পর্যন্ত পদযাত্রা হয়। বৃক্ষরোপণ, প্রতিটি ওয়ার্ডে পুকুরের তালিকা টাঙানো, ৪০ মাইক্রনের নীচে পলিপ্যাক নিষিদ্ধ করা, নিয়োগী পাড়ার ঝিল ঘিরে ইকো- ট্যুরিজিম পার্ক, সিঁথি ময়দানে স্টেডিয়াম, মালিবাগানে সাধারণের জন্য খেলার মাঠ ইত্যাদির দাবিতে ছাত্রছাত্রী, জিমন্যাস্ট, হকি খেলোয়াড়, প্রাক্তন ফুটবলার গৌতম সরকার, ঝণ্টু দে প্রমুখ পদযাত্রায় যোগ দেন। বরাহনগর পুরসভার চেয়ারপার্সন তৃণমূল-নেত্রী অপর্ণা মৌলিক, বিরোধী দলনেতা অশোক রায়-সহ সিপিএম ও তৃণমূলের কাউন্সিলরেরা একসঙ্গে পদযাত্রায় অংশ নিয়ে জানান, প্রতিটি দাবির সঙ্গেই তাঁরা সহমত।

জঞ্জাল সংগ্রহে এ বার ব্যাটারিচালিত গাড়ি
কলকাতা পুরসভার ৮৫ নম্বর ওয়ার্ড এলাকায় আর কোনও ভ্যাট থাকবে না। রোজ সকালে ব্যাটারিচালিত হাইড্রলিক গাড়ি বাড়ি বাড়ি সমস্ত আবর্জনা তুলে আনবে। বুধবার ওই গাড়ি উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন পুরসভার দুই মেয়র পারিষদ দেবাশিস কুমার এবং দেবব্রত মজুমদার।

গাছে জল দিতে এল ব্যাটারিচালিত
গাড়ি। ছবি: সুদীপ আচার্য

যাত্রা শুরু: শহরে চালু হল আবর্জনা
সংগ্রহের এই নতুন গাড়ি। —নিজস্ব চিত্র
ওই অনুষ্ঠানেই গাছে জল দেওয়ার একটি ব্যাটারিচালিত গাড়িরও উদ্বোধন করা হয়। স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ দেবাশিসবাবু বলেন, “এটিই শহরের প্রথম ভ্যাট-মুক্ত ওয়ার্ড হিসেবে চিহ্নিত হল। ১০টি ব্যাটারিচালিত গাড়ি এখানে আবর্জনা তুলে আনবে।” পুরসভা সূত্রের খবর, এক বেসরকারি সংস্থা ওই গাড়িগুলি দিয়েছে। তবে গাড়ি চালানোর খরচ জোগাবে পুরসভা।

মুখ্যমন্ত্রীর বাড়িতে গাছ পুঁতল পড়ুয়ারা

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের বাগানে আম, কমলালেবু, নানারকম ফুলের গাছ রোপণ করল স্কুলপড়ুয়ারা। রাজধানীতেই অন্য একটি অনুষ্ঠানে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের ‘পাঠ’ নিলেন পুলিশকর্মীরা। পরিবেশ দিবসে এমনভাবেই সবুজ রক্ষার ‘শপথ’ নিল অসম। গুয়াহাটিতে এক কর্মশালায় পরিবেশ সংরক্ষণে পুলিশকর্মীদের আরও উদ্যোগী হওয়ার কথা বলা হয়। তাঁদের শেখানো হয় বন্যপ্রাণী সংরক্ষণ আইনের খুঁটিনাটিও। রাজ্য পুলিশের আইজি (মধ্য ও পশ্চিমাঞ্চল) এল আর বিষ্ণোই বলেন, “অসম-সহ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে অরণ্য ক্রমশ কমে আসছে। ভবিষ্যতের স্বার্থেই জঙ্গল এবং পশুপাখিদের রক্ষায় সবাইকে একজোট হতে হবে। সেই কাজে সময়মতো আইন রক্ষকদের সাহায্য পেলেই সংরক্ষণের ক্ষেত্রে সাফল্য আসবে।”

বৃক্ষরোপণ

বুধবার বিশ্ব পরিবেশ দিবল উপলক্ষে একশো’টি গাছ লাগাল নিউ কেন্দা কোলিয়ারি কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের রানিগঞ্জ শাখাও ১৫০ জন প্রতিযোগা নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে।

পরিবেশ দিবস পালন
কল্যাণী পুরসভার উদ্যোগে পরিবেশ দিবসে বুধবার সেন্ট্রাল পার্কে ভাষা শহিদ উদ্যান থেকে একটি ট্যাবলো শহর পরিক্রমা করে। পুরপ্রধান নীলিমেশ রায়চৌধুরী বলেন, “দৃশ্য দূষণ রোধে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সরানো হবে হোডিং।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.