সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলের টিকিটেই মনোনয়ন জমা দিলেন সিঙ্গুর জমি আন্দোলনের নেতা মানিক দাস। চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠায় আসন্ন পঞ্চায়েত ভোটে তাঁকে টিকিট দিতে রাজি ছিল না দলেরই একাংশ। তা নিয়ে রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর সুপারিশও গিয়েছিল রাজ্য নেতৃত্বের কাছে। যদিও শেষমেশ সেই আপত্তি ধোপে টিঁকল না। বুধবার সিঙ্গুরের বড়া এলাকার জন্য জেলা পরিষদ আসনে মনোনয়ন জমা দেন মানিকবাবু।
|
নির্বাচনের ফল বেরোনোর পরই অশান্তি ছড়াল হাওড়ার সাঁকরাইলে। পুলিশ জানায়, জয়ের আনন্দে বুধবার বেলা ৩টে নাগাদ সাঁকরাইলের ধুলাগড়ি শিউলিপাড়ায় বাজি ফাটিয়ে আনন্দ করছিল এক দল তৃণমূল কর্মী-সমর্থক। অভিযোগ, সে সময়ে সিপিএমের কিছু লোক বোমা ফাটাতে শুরু করে। খবর পেয়ে পুলিশ আসে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে দু’দলের ১৩ জনকে আটক করেছে পুলিশ।
|
প্রয়াত চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের স্মরণসভা অনুষ্ঠিত হল বাগনানে। আয়োজক বসুবৈধ উত্সপ্রাণ পত্রিকা। উপস্থিত ছিলেন নাট্যকার শ্যামল মিত্র, কবি তাপস সেন, সাহিত্যিক চিত্র পাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌরেন্দু শেখর বিশ্বাস।
|
সম্প্রতি রবীন্দ্র-নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হল উদয়নারায়নপুরে। অনুষ্ঠানটি হয় স্থানীয় ভবানীপুর মাল্টিপারপাস সভাঘরে। উদ্যোক্তা ছিল গড়ভবানীপুর সংস্কৃতি পরিষদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিমাই আদক।
|
ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটের বয়লারে পাইপ ফেটে যাওয়ায় দু’জন ঠিকা শ্রমিক গুরুতর আহত হন। রাজ্য বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ সূত্রের খবর, বুধবার সকালে শ্রমিকেরা বয়লারের ‘স্টিম লাইন’-এ ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। হঠাৎই পাইপ ফেটে যাওয়ায় গরম বাষ্পে দুই শ্রমিক ঝলসে যান। অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়ে দেন। বিদ্যুৎকেন্দ্রের তরফে জানানো হয়, ওই দু’জন বেসরকারি সংস্থা নিকো ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের শ্রমিক। ওই সংস্থা পরে তাঁদের হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। |