প্রচারের আলোয় আসেনি একবিংশ শতকের বিশিষ্ট ব্যক্তিত্ব নীলকমল মিত্রের বিশাল কর্মকাণ্ড। তাঁর জন্ম হুগলি জেলায় নালিকুলের পাশে বন্দিপুর গ্রামে। তবে কর্মযোগী এই মানুষটির কর্মস্থল ছিল উত্তরপ্রদেশের ইলাহাবাদে। ইলাহাবাদে জেলা গভর্মেন্ট স্কুল, ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়, ইলাহাবাদ পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা তিনি। কাশী ও ইলাহাবাদের মধ্যে প্রথম ঘোড়ার গাড়ির ডাক ব্যবস্থা প্রবর্তন করে ছিলেন। বন্দিপুর গ্রামেও উচ্চশিক্ষার জন্যে বহু অর্থ ব্যয় করেছেন তিনি। বন্দিপুর-নালিকুলের মাঝে কানা নদীর উপর একটি সেতুও তৈরি করে দিয়েছিলেন তিনি। শেওড়াফুলি-তারকেশ্বর রেলপথ প্রতিষ্ঠার উদ্যোগও তাঁর। তাই স্বরাষ্ট্র দফতর, রেল দফতর এবং রেল বোর্ডের কাছে কাছে আবেদন, নালিকুল স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হোক ‘নীলকমল মিত্র নগর’। প্রস্তাবটি সহানুভূতির সঙ্গে বিবেচনা করলে নীলকমলবাবুর স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। একই সঙ্গে স্টেশনে এই মনীষীর আবক্ষ মৃর্তি প্রতিষ্ঠা করলে এই রেলপথের সকল যাত্রী অত্যন্ত কৃতজ্ঞ থাকবে।
ধীরেশ বাগ, নালিকুল, হুগলি। |