টুকরো খবর
সিপিকে নির্দেশ হাইকোর্টের
কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ও বৌবাজার থানার তদন্তকারী অফিসারের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে পুলিশ কমিশনারকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ব্যাঙ্কশাল কোর্ট সুরেন্দ্র কপূর নামে এক ব্যক্তির পারিবারিক সমস্যার বিষয়ে বৌবাজার থানাকে ২০১২-র অগস্টে কেস রেজিস্টার করার নির্দেশ দেয়। পুলিশ ২০১৩-র মার্চে সেটি রেজিস্টার করে। আদালতের নির্দেশ থাকার পরেও কেন একটি কেস রেজিস্টার করতে ৮ মাস লাগল, তা জানতে চায় কোর্ট। সুরেন্দ্রবাবু পুলিশের এই আচরণের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন। আবেদনকারীর আইনজীবী কিশোর দত্ত বলেন, “দেরির কারণ হিসেবে কলকাতা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের রিপোর্টে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেন।” কেস রেজিস্টার করতে যদি এত সময় লাগে, তবে মানুষ পুলিশের প্রতি কী করে আস্থা রাখবে, এটাই আদালতের জিজ্ঞাসা। পরে বিচারপতি পুলিশ কমিশনারকে নির্দেশ দেন। বলা হয়, ১৫ দিনের মধ্যে ডিসি সেন্ট্রাল ও বৌবাজার থানার অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশ কমিশনার কী ব্যবস্থা নিয়েছেন, তা আদালতকে জানাতে হবে।

পিজিতে প্রবোধ
মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার রাতে প্রবীণ এসইউসি নেতা প্রবোধ পুরকায়েতকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দীর্ঘদিন ধরে জেলবন্দি প্রবোধবাবু স্নায়ু ও হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছেন। একাধিক বার তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষার পরে জেলে ফেরানো হয়েছে। গত রবিবারেও তা-ই হয়। বুধবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন এসইউসি-র রাজ্য সম্পাদক সৌমেন বসু ও দলীয় বিধায়ক তরুণ নস্কর। তাঁদের আবেদন ছিল, হাসপাতালে রেখে প্রবোধবাবুর চিকিৎসা দরকার। তার পরেই প্রবোধবাবুকে পিজি-র মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়। তাঁর জন্য হাসপাতাল-কর্তৃপক্ষকে মেডিক্যাল বোর্ড গড়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

বেহালায় দোকানে আগুন
আগুনে পুড়ে গেল কাঠের আসবাব তৈরির দু’টি দোকান। বুধবার, বেহালার ডায়মন্ড হারবার রোডে। দমকল জানায়, সকাল সওয়া ৬টা নাগাদ একটি দোকানে আগুন লাগে। প্রচুর কাঠের তক্তা মজুত ছিল সেখানে। দ্রুত আগুন ছড়ায় পাশের দোকানেও। একটি গ্যাস সিলিন্ডার দ্বিতীয় দোকানে ছিল। সেটি ফেটে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে আচমকাই বন্ধ দোকানগুলি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। তখন রাস্তায় বেশি লোকজন ছিলেন না। দোকানের মধ্যে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণের পরে আগুন আরও ছড়ায়। দমকলের ১০টি ইঞ্জিন ঘণ্টা তিনেকে আগুন নিয়ন্ত্রণ করে। ওই দু’টি দোকানের লাগোয়া একটি ওষুধের দোকানও সামান্য ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তদন্তে দমকলের বক্তব্য, দোকানগুলিতে আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিল না।

শিক্ষক খুনে খোঁজ ২ বন্ধুর
টালিগঞ্জের রিজেন্ট পার্কের ইন্দ্রজিৎ চক্রবর্তীর দুই ঘনিষ্ঠ বন্ধুর খোঁজে নেমেছে পুলিশ। সোমবার রাতে ইন্দ্রজিৎকে তাঁর ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানায়, পেশায় শিক্ষক ও সিরিয়ালের অভিনেতা ওই যুবকের সঙ্গে তাঁর ফ্ল্যাটে কিছু বন্ধুও ছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী শ্বাসরোধ করে মারা হয় ইন্দ্রজিৎকে। সেই সময়ে তাঁর ফ্ল্যাটে থাকা তিন বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁদের দাবি, ঘটনার আগে ইন্দ্রজিৎ তাঁদের ঘরে ঢুকিয়ে বাইরে থেকে বন্ধ করে দেন। পুলিশের সন্দেহ ওই সময়ে আরও দু’জন দেখা করেন ইন্দ্রজিতের সঙ্গে। ওই দু’জনই পলাতক। পুলিশের দাবি, তাঁদের একজনকে চিহ্নিত করা হয়েছে। যদিও তাঁর মোবাইল বন্ধ। মোবাইলের কল রেকর্ড ঘেঁটে পুলিশ জেনেছে, তিনি উত্তর কলকাতার বাসিন্দা। দ্বিতীয় ব্যক্তির এখনও হদিশ মেলেনি।

পুরনো খবর:

পুলিশ হেফাজত
সম্প্রতি এক আইরিশ তরুণীকে যৌন নিগ্রহের ঘটনায় ধৃত সুজয় মিত্রকে বুধবার আদালতে তোলা হলে তাঁকে ১০ জুন পর্যন্ত পুলিশ হেফাজত দেন বিচারক। ধৃত ব্যক্তি মাদকাসক্ত কি না, তা দেখতে নির্দেশ দিয়েছে আদালত। শনিবার ওই তরুণী কালীঘাট থানায় অভিযোগ করেন, সুজয় মিত্র নামে এক যুবক তাঁর যৌন নিগ্রহ করেছে। ওই রাতেই তাঁকে গ্রেফতার করা হয়।

পুরনো খবর:

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
পেশায় ফ্যাশন ডিজাইনার এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। বুধবার ঘটনাটি ঘটে লেক থানা এলাকার মতিলাল নেহরু রোডের এক বাড়িতে। মৃত যুবকের নাম ঋতব্রত দত্ত (৩৬)।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল ওই যুবকের। তাঁর বাবা সুব্রত দত্ত বেলা সাড়ে এগারোটা নাগাদ ছেলেকে বারবার ডেকেও সাড়া না পেয়ে দরজায় ধাক্কা দেওয়া শুরু করেন। দরজা কিছুটা ফাঁক হলে ঘরের মধ্যে তিনি ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। এর পরে পরিবারের অন্যান্যদের সাহায্যে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢোকেন। মৃতের ঘর থেকে একটি সুইসাইড নোটও মিলেছে। তা দেখে পুলিশের অনুমান, পছন্দমাফিক কাজ না পাওয়াতেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন ঋতব্রত, তার জেরেই আত্মঘাতী হয়েছেন তিনি।

ডুবে মৃত্যু
জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। বুধবার, রবীন্দ্র সরোবরে। মৃতের নাম আরবাজ খান। তার বন্ধু শেখ মৈনুদ্দিনকে উদ্ধার করা হয়েছে। পাম অ্যাভিনিউয়ের বাসিন্দা দু’জনেই পার্ক সার্কাসের একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। পুলিশ জানায়, এ দিন ওই দুই কিশোর রবীন্দ্র সরোবরে স্নান করতে গিয়ে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা মৈনুদ্দিনকে উদ্ধার করে। অচৈতন্য আরবাজকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.