এক দিনে নজিরবিহীন পতন টাকার। বুধবার ২৯ পয়সা পড়ে সপ্তাহের একটি দিনের হিসেবে আগেকার পতনের সব রেকর্ড ভাঙল টাকা। দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৫৬.৭৩ টাকা।
মূলত আমদানিকারীদের বিপুল পরিমাণ ডলারের চাহিদার জেরেই টাকার দাম পড়ছে বলে বাজার সূত্রের খবর। যার অন্যতম তেল ছাড়াও সোনা আমদানি। এই পরিপ্রক্ষিতে সোনার উপর আমদানি শুল্ক এ দিনই এক ধাক্কায় ৬% থেকে বাড়িয়ে ৮% করল কেন্দ্র। একই হারে বেড়েছে প্ল্যাটিনামের শুল্কও। এর আগে জানুয়ারিতে সোনায় আমদানি শুল্ক ৪ থেকে বাড়িয়ে ৬% করা হয়।
মঙ্গলবারও সোনা আমদানিতে নিষেধাজ্ঞা ব্যাঙ্ক ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের উপর জারি করেছে আরবিআই। বৈদেশিক বাণিজ্যে চলতি খাতে লেনদেনে বিপুল ঘাটতির উপর রাশ টানতেই এই উদ্যোগ। শুধু মে মাসেই সোনা আমদানি ছুঁয়েছে ১৬২ টন। চলতি খাতে ঘাটতি লাগামছাড়া বেড়ে ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে দাঁড়িয়েছে জাতীয় আয়ের ৬.৭%। এ দিন শেয়ার বাজার অবশ্য তিন দিনের পতন কাটিয়ে কিছুটা চাঙ্গা হয়ে ওঠে।
|