টুকরো খবর
মেয়েদের জন্য বিপণি বাটা-র
দেশের বাজারে মেয়েদের জুতোর চাহিদা ক্রমশ বাড়ছে। আর এ কথা মাথায় রেখেই শুধু মহিলা ক্রেতাদের জন্য বিশেষ বিপণি (কনসেপ্ট স্টোর) খোলার কথা ভাবছে বাটা ইন্ডিয়া। পাশাপাশি ব্যবসা বাড়াতে নিচ্ছে আরও একগুচ্ছ কৌশল। যেমন, চলতি বছরে ১০০টি বিপণি খোলা, বাটানগর-সহ তিনটি কারখানার আধুনিকীকরণ ইত্যাদি। সব মিলিয়ে এ জন্য ১০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা নিয়েছে সংস্থা। সম্প্রতি বার্ষিক সভার পরে সংস্থার কর্তারা জানান, আগে তাঁদের ব্যবসার প্রায় ২২% আসত মেয়েদের জুতো বিক্রি করে। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৫%। এটা ৩০% করাই লক্ষ্য। বাটার ব্যবসা বৃদ্ধির হার ২০%। এর মধ্যে মেয়েদের জুতো বিক্রি বেশি হারে বাড়ছে বলে জানান সংস্থার চেয়ারম্যান উদয় খন্না। বছর দেড়েকের মধ্যেই মেয়েদের জন্য বিপণি খোলার কথা জানিয়েছেন, বাটা ইন্ডিয়ার গ্রুপ-এমডি রাজীব গোপালকৃষ্ণনও। তিনি বলেন, “৬০০-৮০০ বর্গফুটের ওই সব বিপণি বাটার ব্র্যান্ডই ব্যবহার করবে।” ২০১২-র জন্য শেয়ারে ৬ টাকা ডিভিডেন্ড দেবে সংস্থা।

ইন্ডিগোর নয়া উড়ান
আন্তর্জাতিক ও ঘরোয়া রুটে উড়ান বাড়াচ্ছে ইন্ডিগো। সংস্থা জানিয়েছে, ১৬ জুন শুরু হচ্ছে মুম্বই থেকে মাসকটের উড়ান। প্রাথমিক ভাবে ওই রুটে যাতায়াতের জন্য টিকিটের দাম ধার্য হয়েছে ১০ হাজার টাকা। চলতি এবং আগামী বছরে মোট ২৮টি এয়ারবাস ৩২০ বিমান কিনতে কেন্দ্রের সায় পেয়েছে ইন্ডিগো। সংস্থার কর্তা আদিত্য ঘোষ কলকাতায় জানিয়েছেন, এই শহর থেকে দিল্লি, মুম্বই, গুয়াহাটি, বেঙ্গালুরু, চেন্নাই, পটনা, ইম্ফল, ডিব্রুগড়ের উড়ান বাড়বে। কলকাতা থেকে সরাসরি গোয়া ও পুণের উড়ানের কথাও ভাবা হচ্ছে।

বেআইনি অথর্লগ্নি সংস্থার নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্ক
সারদা কাণ্ডের পরিপ্রেক্ষিতে বেআইনি অথর্লগ্নি সংস্থার কাজকর্মের ওপর আরও বিধিনিষেধ আনার প্রয়োজনীয়তার কথা কবুল করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আজ এখানে ব্যাঙ্কিং সংক্রান্ত এক সভায় শীর্ষ ব্যাঙ্কের গভর্নর ডি সুব্বারাও বলেন, “আরও কড়া আইন এনে তা কার্যকর করতে হবে। নিয়ন্ত্রণ এড়িয়ে জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা তুলছে, এমন সংস্থাকেও নজরে আনা চাই।” সারদা কাণ্ডের প্রতি ইঙ্গিত করে তাঁর মন্তব্য, সাম্প্রতিক কেলেঙ্কারির ঘটনা এই ধরনের বেআইনি সংস্থাকে কেন্দ্র করেই। পূর্বাঞ্চলেই এ রকম সংস্থা বেশি বলেও তিনি উল্লেখ করেন।

পেটেন্ট যুদ্ধে বিপাকে অ্যাপল
আইফোন ও আইপ্যাডের পেটেন্ট নিয়ে চলতে থাকা লড়াইয়ে এ বার প্রতিদ্বন্দ্বী অ্যাপলকে বেকায়দায় ফেলে দিল স্যামসাং।মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য কমিশন জানিয়েছে, সিলিকন ভ্যালির তথ্যপ্রযুক্তি সংস্থাটি দক্ষিণ কোরীয় স্যামসাংয়ের নিজস্ব পেটেন্টে অনধিকার হস্তক্ষেপ করে আইন ভেঙেছে। তাই অ্যাপলের পুরনো সংস্করণের কিছু আইফোন ও আইপ্যাড বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে তারা। এর মধ্যে আছে আইফোন ৪ এবং ৩জিএস, আইপ্যাড ৩জি এবং ২ ৩জি। মডেলগুলি আমদানি ও বিক্রির দায়িত্বে এটিঅ্যান্ডটি। সংশ্লিষ্ট সূত্রে খবর বছর খানেকের পুরনো হলেও সেগুলির চাহিদা এখনও বেশি। কমিশনের নির্দেশ বারাক ওবামার কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য।

রিকোর তথ্যকেন্দ্র
দীর্ঘ দিন পরে তথ্যপ্রযুক্তি শিল্পের হাত ধরেই জাপানি বহুজাতিক রিকোর ব্যবসায়িক পরিকল্পনায় জায়গা করে নিল পশ্চিমবঙ্গ। কলকাতায় তৈরি হল সংস্থাটির ডেটা সেন্টার বা তথ্যকেন্দ্র। ভারতে রিকোর প্রধান তেতসুয়া তাকানো জানান, এখান থেকে ক্লাউড পরিষেবা দেবেন তাঁরা। তথ্য নিরাপত্তার হাব হিসেবেও কাজ করবে সল্টলেক সেক্টর ফাইভের এই নয়া পরিকাঠামো। এই কেন্দ্রে সংস্থার হার্ডওয়্যার ব্যবসাও চলবে। জেস্টেটনার অধিগ্রহণ করার সূত্রে এ রাজ্যে উপস্থিতি রয়েছে তাদের।

সস্তায় বিমান টিকিট
গ্রীষ্মে সস্তায় টিকিট দেবে সিঙ্গাপুর এয়ার। কলকাতা থেকে এই সংস্থা ও তাদের সহযোগী সিল্ক এয়ার নিয়মিত উড়ান চালাচ্ছে সিঙ্গাপুরে। এ মাসে টিকিট কাটলে তা জুলাই-সেপ্টেম্বরে ব্যবহার করা যাবে। কলকাতা-সিঙ্গাপুর যাতায়াতের টিকিট মিলছে ২২ হাজার টাকায়। ৩৮ হাজার ও ৩৭ হাজারে যাতায়াত করা যাবে যথাক্রমে বেজিং ও ইন্দোনেশিয়ায়। তিনি ভেটো না-দিলে তা কার্যকর হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.