দুর্নীতির অভিযোগে পোস্টার রামপুরহাটে
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
এক বাস্তুহীনকে দু’শতক জায়গা জায়গা দিয়েছিল পুরসভা। সেই জায়গায় দলীয় কার্যালয় গড়ে তোলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগে ডিওয়াইএফআই রামপুরহাট পুরসভা চত্বর, মহকুমা প্রশাসনিক কার্যালয়ে ঢোকার মূল গেটের পাঁচিল-সহ বিভিন্ন জায়গায় পোস্টারিং করেছে। বুধবার সকালে একশোর বেশি পোস্টার দেখতে পাওয়া যায়। তাতে জায়গা দখলের অভিযোগ ছাড়াও পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও করা হয়েছে।
তৃণমূল পুরপ্রধান অশ্বিনী তিওয়ারি বলেন, “ওই জায়গায় নানা রকম অসামাজিক কাজকর্ম চলত। তাই বাস্তুহীন দুঃস্থ নাগরিককে দীর্ঘ মেয়াদি লিজের ভিত্ততে বাসস্থান গড়ে তোলার জন্য জায়গা দেওয়া হয়েছে। সেখানে এখন কী হয়েছে আমার জানা নেই।” যদিও তৃণমূলের জেলা চেয়ারম্যান তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, দলের শহর সভাপতি সুশান্ত বন্দ্যোপাধ্যায় দলীয় কার্যালয় গড়ে তোলার কথা স্বীকার করে নিয়েছেন। তাঁদের দাবি, “এক জন লিজ প্রাপক কার্যালয় গড়ে তোলার জন্য দলকে জায়গাটি দিয়েছেন। সেই জায়গায় দলীয় কার্যালয় গড়ে তোলা হচ্ছে।” |
পুরসভার প্রবেশপথে পোস্টার। —নিজস্ব চিত্র। |
এ ক্ষেত্রে আইনগত বাধা এলে সেখানে দলীয় কার্যালয় গড়ে তোলা হবে না বলে জানান আশিসবাবু। সুশান্তবাবুর পাল্টা অভিযোগ, “আজকে যারা নীতির প্রশ্ন তুলেছে, তাদেরই দলীয় সংগঠন সিটু শহর জুড়ে সরকারি জায়গা দখল করে কার্যালয় গড়েছে।” এ প্রসঙ্গে ডিওয়াইএফআই-এর রামপুরহাট শাখার সম্পাদক অমিতাভ সিংহ বলেন, “এলাকায় দলের অন্যান্য সংগঠনের অফিস বেআইনি ভাবে থাকলে পুরসভা ব্যবস্থা নিতে পারে।”
পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০১২ ,সালের ৪ জুলাই বোর্ড অব কাউন্সিলের সভায় ১৭ জন কাউন্সিলরের মধ্যে ১৫ জনের উপস্থিতিতে ১৩ নম্বর ওয়ার্ডের বাজারপাড়ার বাসিন্দা জাবিদ হোসনকে বাস্তুহীন বলে (দাগ নম্বর ১৫৫৪/২৭০৩) দু’শতক জায়গা দেওয়া হয়েছে পুরসভা থেকে। অমিতাভবাবুর অভিযোগ, “পুরসভার টাকায় তৃণমূলের কার্যালয় গড়ে উঠছে। নিশ্চিন্তপুর পাম্পিং স্টেশন এলাকায় কাটা গাছের প্রায় ২০ লক্ষ টাকার কোনও হদিশ নেই।”
পুরসভার টাকায় দলীয় কার্যালয় গড়ার অভিযোগ অস্বীকার করেছেন অশ্বিনীবাবু। তাঁর দাবি, “দরপত্র ডেকেই ৭ লক্ষ ৫০ হাজার টাকার গাছ কাটা হয়েছে। ওই টাকা উন্নয়নমূলক খাতে জমা আছে।” জনস্বাস্থ্য কারিগরি দফতর থেকে পাম্পিং স্টেশন হস্তান্তর হওয়ার পরে পাঁচিল দেওয়ার জন্য গাছ কাটার প্রয়োজন ছিল। নির্দেশ মতো ওই জায়গায় গাছ লাগানো হবে বলে জানিয়েছেন পুরপ্রধান। পুরসভার বিরোধী দলনেতা সিপিএমের সঞ্জীব মল্লিক বলেন, “এ বিষয় নিয়ে সভায় কোনও আলোচনা হয়নি।” |