টুকরো খবর

সিপিএমের প্রার্থী লড়বেন জেল থেকেই


জেলে বসেই পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন সিপিএমের প্রার্থী লক্ষণ ঘোষ। কালনা ১ ব্লকের আটঘোরিয়া-সিমলন পঞ্চায়েতের আটঘোরিয়া গ্রামের বাসিন্দা তিনি। বুধবার তিনি মনোনয়ন জমা করেন। সিপিএমের রাজ্য কমিটির সদস্য অঞ্জু কর বলেন, “মিথ্যা মামলায় ফাঁসিয়ে লক্ষণবাবুকে জেলে পাঠানো হয়েছে। জামিন না মেলায় জেলে বসেই মনোনয়ন জমা দেন তিনি। জেল থেকেই নির্বাচনেও লড়বেন।” সিপিএমের দাবি, ২৯ মে লক্ষণবাবু ও আরও কয়েকজন মনোনয়নপত্রের খুঁটিনাটি জানতে ধাত্রীগ্রামে দলীয় কার্যালয়ে আসছিলেন। পথে তৃণমূলের লোকেরা তাঁদের হুমকি দেয়, মারধর করেও বলে অভিযোগ। এ দিনই রাতে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন তরফদার মোটরবাইকে বাড়ি ফেরার পথে তাঁর বাইকের সামনে বোমাবাজি হয়। বোমায় জখমও হন জিতেনবাবু। বোমা ফাটার ঘটনায় রাতেই লক্ষণবাবুকে গ্রেফতার করে পুলিশ। তবে মিথ্যা অভিযোগের কথা মানতে নারাজ তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা চঞ্চল সিংহ রায় বলেন, “সিপিএম একজন জেলবন্দিকে প্রার্থী করেছে শুনে আমরা অবাক। লক্ষণ ঘোষ বোমা ছোঁড়ার ঘটনায় জড়িত।”

ধরা দিল যুবক
পুলিশের তাড়া খেয়ে আদালতে আত্মসমর্পণ করল অভিযুক্ত এক যুবক। বুধবারের ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম ফজল শেখ। বাড়ি কালনা ১ ব্লকের সুলতানপুর পঞ্চায়েতের তেঁতুলগ্রামে। ৬টি মামলায় অভিযুক্ত ছিল সে। পুলিশের দাবি, এ দিন ফজল প্রথমে সিপিএমের এক প্রার্থীর প্রস্তাবক হিসেবে মহকুমাশাসকরে দফতরে আসে। সেখান থেকে আইনজীবীর সঙ্গে দেখা করে প্রয়োজনীয় কিছু কাজ মেটাতে চায়। তখনই পুলিশ তার উপর নজর রাখছে দেখে সে আদালতে আত্মসমর্পণ করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.