ধস নামল রানিগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বাঁশরা গ্রামে তোলা নিজস্ব চিত্র। |
ধসের আওয়াজে ঘুম ভাঙল রানিগঞ্জের কুনস্তরিয়া এরিয়ার বাঁশরা কোলিয়ারি এলাকার বাসিন্দাদের। বুধবার ভোরে বাঁশরা গ্রামের কাছে খনিকর্মী আবাসন থেকে ২০০ ফুট দূরে বেশ কিছুটা এলাকা জুড়ে ধস নামে। এলাকায় মাটি ভরাট করছে ইসিএল।
|
রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনের অনুষ্ঠান শুরু হল জামুড়িয়া রবীন্দ্রনাথ কলোনিতে। প্রতি সন্ধ্যায় রবীন্দ্র ও নজরুলের নানা রচনা নিয়ে অনুষ্ঠান হবে। বুধবার উৎসবের সূচনা করেন শোনপুর বাজারি প্রকল্পের জিএম হরিসাধন মুখোপাধ্যায়। আয়োজক সংস্থার পক্ষে গৌতম চক্রবর্তী জানান, উৎসব ১৭ বছরে পা দিল এ বার।
|
বুদবুদ
লীলা কীর্তন। ভীড়সিন গ্রাম। রাত ৯টা। উদ্যোগ: ভীড়সিন গ্রাম হরিনাম সংকীর্তন কমিটি।
দুর্গাপুর
বিবেকানন্দের উপর পোস্টার প্রদর্শনী। তথ্য কেন্দ্র। সকাল ১১ টা
থেকে বিকাল ৫টা। উদ্যোগ: মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর।
হিরাপুর
ফুটবল প্রতিযোগিতা। ২ নম্বর মাঠ। বিকাল ৪টা। উদ্যোগ: নিউ টাউন ফুটবল কমিটি। |