রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের চোখে তিনি ‘ভাল ছেলে’। সেই ভাল ছেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-ই কিনা পিঠ ব্যথার ‘অজুহাত’ দেখিয়ে খেলেননি ওসাসুনা-র বিরুদ্ধে। যা ছিল রিয়ালে মোরিনহোর বিদায়ী ম্যাচ। উলটে সেই ম্যাচের দিনই রাতভর নাইটক্লাবে নাচগান করে বিতর্ক আরও উসকে দিয়েছেন ফুটবলের গ্ল্যামার বয়!
মাদ্রিদ আপাতত জমজমাট ফুটবলের ‘স্পেশ্যাল ওয়ান’-এর সঙ্গে সিআর সেভেনের মধ্যে এই ঘটনা ঘিরে। স্প্যানিশ ফুটবলের আঁতুরঘরের খবর রাখা কেউ কেউ এই ঘটনাকে সামনে রেখে ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছেন, রিয়ালে কোচিংয়ের শেষ লগ্নে এসে মোরিনহোর সঙ্গে দূরত্ব বেড়েছিল রোনাল্ডো-সহ বেশ কয়েক জন সিনিয়র ফুটবলারের।
|
মাঠে এসেছিলেন। ম্যাচে খেলেননি। |
কী হয়েছিল ওসাসুনার বিরুদ্ধে মোরিনহোর বিদায়ী ম্যাচে? জানা গিয়েছে, ওই ম্যাচের আগে পিঠে ব্যথা বলে নিজেদের সরিয়ে নিয়েছিলেন রোনাল্ডো-সহ রিয়ালের আরও দুই তারকা ফুটবলার। তাঁরা হলেন গোলকিপার কাসিয়াস এবং ডিফেন্ডার পেপে। যাঁদের সম্পর্কে টিভি ক্যামেরার সামনে মোরিনহো ঝানু কূটনীতিবিদের মতো বলেছিলেন, “যে তিন জন সে দিন দলে ছিল না, তাদের ক্লাব ডাক্তার আহত ঘোষণা করেননি। ওই তিন জন নিজেরাও নিজেদের আহত বলে জানায়নি। কেবল অনুশীলন না করে বলেছিল পিঠে ব্যথা রয়েছে। তাই ওদের বাদ দেওয়া হয়।” |
|
|
বেরিয়ে পড়লেন দেহরক্ষী নিয়ে। |
এ বার ইরিনার সঙ্গে গাড়িতে। |
|
এখানেই রোনাল্ডো-বিতর্কের শেষ নয়। গত শনিবার রিয়াল-ওসাসুনা ম্যাচের দিনই পর্তুগালে উড়ে গিয়ে গোটা রাত লিসবনের ‘লাস্ট নাইট ক্লাব’-এ কাটান রোনাল্ডো। যে পার্টিতে রবিবার ভোর সাতটা পর্যন্ত তিনি ছিলেন দুই ফুটবলার বন্ধু ড্যানিয়েল ক্যারিকো এবং ম্যানুয়েল ফার্নান্ডেজকে নিয়ে। যা চোখ এড়ায়নি পাপারাৎজিদের ক্যামেরায়।
এরই সঙ্গে ধরা পড়েছে মোরিনহো-রোনাল্ডো দূরত্ব বাড়ার আরও কিছু ঘটনা। যেমন রিয়ালের শেষ হোম ম্যাচে ফাঁকা টানেলের মধ্যে দুই প্রান্তে দাঁড়িয়েছিলেন দু’জন। সিসিটিভি-তে দেখা গিয়েছে কেউ কারও সঙ্গে কথা বলা তো দূর অস্ত, চোখাচোখি পর্যন্ত হয়নি। ঘ |
|
|
অতঃপর নাইটক্লাবে যা যা হয়... |
|
টনাটি আরও গুরুত্ব পেয়েছে রিয়াল ডিফেন্ডার আলভারো আর্বেলোয়ার মন্তব্যে। কারও নাম না করেই তিনি বলেছেন, মোরিনহোর সঙ্গে বেশ কয়েক জন ফুটবলার বিশ্বাসঘাতকতা করেছে। সঙ্গে সংযোজন, “এদের আচরণে মাঝমধ্যে পরিণতিবোধের অভাব ফুটে ওঠে। যা দুর্ভাগ্যজনক।”
যাঁকে নিয়ে এত আলোচনা সেই রোনাল্ডো কিন্তু মুখে কুলুপ এটেছেন। এ ব্যাপারে কোনও মন্তব্যই পাওয়া যায়নি তাঁর কাছ থেকে। বরং ক্লাব প্রেসিডেন্ট পেরেজ সব জল্পনা ফুৎকারে উড়িয়ে দিয়ে বলেছেন, “কেরিয়ারের শেষ দিন পর্যন্ত রিয়ালেই খেলবে রোনাল্ডো।” সিআর সেভেন অবশ্য ব্যস্ত প্রাক-বিশ্বকাপে রাশিয়ার বিরুদ্ধে পর্তুগালের ম্যাচ নিয়ে। শুক্রবার সেই ম্যাচে জয় পাওয়াটাই আপাতত পাখির চোখ রোনাল্ডোর কাছে।
|