‘গুড বাই’ রিয়াল। শনিবার বের্নাবৌয়ে। ছবি: এপি |
তা সত্ত্বেও রিয়াল সমর্থকদের ক্ষোভ উগরে পরে মোরিনহোর উপর। গ্যালারিতে ‘গেট আউট’ ব্যানারে ভরিয়ে দেন সমর্থকরা। ডাগআউটে অবশ্য হাল্কা মেজাজেই দেখা যায় চেলসি-মুখী মোরিনহোকে। যদিও পুরো ম্যাচ জুড়ে বিদায়ী কোচ এক বারও ডাগআউট ছেড়ে ওঠেননি। ম্যাচ শেষ হওয়ার পরে রিয়াল ফুটবলাররা জড়িয়ে ধরেন মোরিনহোকে। টানেল থেকে বেরোনোর আগে রোনাল্ডোর সঙ্গে রসিকতা করতেও দেখা যায় কোচকে।
গত বছর রিয়ালকে লা লিগা দিলেও এ মরসুম ট্রফিশূন্য শেষ করার জন্যই মোরিনহোকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়াও টিমে ইকার কাসিয়াস ও বাকি স্প্যানিশ ফুটবলারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ার কারণ শেষ পেরেক পোঁতে মোরিনহোর রিয়াল-ভবিষ্যতে। এ দিন আবার প্রচারমাধ্যমের খবর অনুযায়ী, রবিবারই সাংবাদিক সম্মেলনে চেলসিতে সরকারি ভাবে সই করার কথা ঘোষণা করতে চলেছেন মোরিনহো। আরও শোনা যাচ্ছে, নিজের পুরনো ক্লাবে ফিরে মোরিনহো প্রথম সই করাতে পারেন এফসি পোর্তো-র ডিফেন্ডার মাঙ্গালা-কে। ফেরনান্দো তোরেসকে সম্ভবত চেলসি থেকে ছাঁটাই করে তাঁর জায়গায় মোরিনহো সই করাতে পারেন নাপোলি-র এডিনসন কাভানি-কে। এ ছাড়াও রিয়াল থেকেই লুকা মদরিচ-কে নিজের নতুন টিমে আনতে পারেন মোরিনহো।
|