প্যারিসের তাপমাত্রা দিনকয়েক আগেই সাত ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছিল। সপ্তাহান্তে বেড়ে-টেড়ে শনিবার এগারো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। এবং পাল্লা দিয়ে যেন বেড়েছে রোলাঁ গারোর অবিসংবাদী মহানায়ক রাফায়েল নাদালের মেজাজের তাপমাত্রাও। শনিবার শহর প্যারিসের আকাশের যেমন দিনভর ভারী মুখ, তেমনই ফরাসি ওপেন সম্রাট নাদালের মুখও ভার। স্থানীয় ফরাসি বাছাই ফাবিও ফজনিনিকে স্ট্রেট সেটে ৭-৬ (৭-৫), ৬-৪, ৬-৪ হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেও পরপর দু’দিন খেলতে হওয়ার রাগ নাদালের যেন কিছুতেই যাচ্ছে না!
এ দিনই ফরাসি ওপেন কর্তৃপক্ষের ক্রীড়াসূচি নিয়ে রোলাঁ গারোয় শেষ আট বারের মধ্যে সাত বারের চ্যাম্পিয়ন নাদালের তীব্র সমালোচনার পাশে দাঁড়িয়েছেন আনা ইভানোভিচ। তাতে আরও তেড়েফুঁড়ে নাদাল বলছেন, “যে লোকগুলো এখানে রোজ দিনের ক্রীড়াসূচি তৈরি করছে, তারা নিশ্চয়ই সেটা আগের দিন সকাল এগারোটাতেই বানাচ্ছে না। বরং সন্ধে সাতটার পর তৈরি করছে। তাতে নিশ্চয়ই পরের দিনের আবহাওয়া কেমন যাবে তার পূর্বাভাস আরও নিশ্চিত ভাবে ওদের জানা থাকার কথা। তা হলে কোন বিচারে আমাকে শুক্রবার ক্লে কোর্টে তিন ঘণ্টা খেলার পর আবার পরের দিনই খেলতে হবে? আর আমার প্রতিদ্বন্দ্বী মাঝে এক দিন বাড়তি বিশ্রাম পাবে? গত কাল আমি যখন খেলছি, ফাবিও তখন লকাররুমে দিব্যি বসে আমার ম্যাচ টিভিতে দেখেছে।” তাতেই হয়তো সেই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এ দিন আরও তেতে উঠে বিন্দুমাত্র করুণা না দেখিয়ে হারান নাদাল। |
আবার শেষ ষোলোয় নাদালের সামনে যিনি, সেই ১৩ নম্বর বাছাই জাপানি তরুণ নিশিকোরি রোলাঁ গারোয় টেনিস-পণ্ডিতদের কাছে আলাদা সমীহ পাচ্ছেন। এশিয়ার এক নম্বর টেনিস তারকা নিশিকোরি এ দিন তৃতীয় রাউন্ডে বেনোই পারি-কে ৬-৩, ৬-৭ (৩-৭), ৬-৪, ৬-১ হারানোর পর বলা হচ্ছে, জাপান তথা এশীয় টেনিসের ‘বেঞ্চমার্ক’-ই উন্নত হল।
মেয়েদের অনেক ক’টা প্রি-কোয়ার্টার লাইন আপ এ দিন চূড়ান্ত হয়ে গিয়েছে। বয়ফ্রেন্ড দিমিত্রভ বিশ্বের এক নম্বর জকোভিচের চ্যালেঞ্জের সামনে পড়ার আগেই ‘ ‘প্রেমিকা’ শারাপোভা তৃতীয় রাউন্ডে চিনের জি ঝেং-কে হারান ৬-১, ৭-৫। গত বারের চ্যাম্পিয়ন শারাপোভার সামনে এ বার আমেরিকায় যাঁকে সেরেনার উত্তরসূরি ভাবা হচ্ছে সেই স্লোয়ানে স্টিফেন্স। ফ্লোরিডার কৃষ্ণাঙ্গী টিনএজার এ দিন তৃতীয় রাউন্ডে অখ্যাত নিউজিল্যান্ডার এরাকোভিচকে হারাতে অবশ্য তিন সেট নিলেন। ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-৩। আর প্রি-কোয়ার্টারে আসল সেরেনার সামনে পড়েছেন ইতালির রবার্তা ভিঞ্চি। সতীর্থ ইতালীয় সারা এরানির সঙ্গে যাঁর জুড়ি মেয়েদের ডাবলসে বিশ্বসেরা। সারা এরানি-ও শেষ ষোলোয় উঠে নাভারো-র সামনে পড়েছেন। অন্য একটি প্রি-কোয়ার্টারে মুখোমুখি প্রাক্তন বিশ্বসেরা আজারেঙ্কা এবং প্রাক্তন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন শিয়াভোনে। আজারেঙ্কা এ দিন রোলাঁ গারোর দর্শকাসনে তাঁর প্রেমিক রেড ফু-র হাজিরার মধ্যেই অখ্যাত কর্নেট-কে হারাতে একটি সেট খোয়ালেন। ৪-৬, ৬-৩, ৬-১। শিয়াভোনে অবশ্য স্থানীয় ফরাসি তারকা বার্তোলিকে ৬-২, ৬-১ উড়িয়ে দিয়েছেন। আর এক প্রাক্তন বিশ্বসেরা ইভানোভিচ মুখোমুখি রাডওয়ানস্কা-র। আর সানিয়া মির্জার মার্কিন ডাবলস পার্টনার বেথানি মাটেক-এর সিঙ্গলসে চমক রোলাঁ গারোয় চলছেই। আর্জেন্তিনার অর্মায়েচিয়া-কে ৪-৬, ৬-১, ৬-৩ হারিয়ে মাটেক পৌঁছে গিয়েছেন গ্র্যান্ড স্ল্যামের শেষ ষোলোয়।
যে গ্র্যান্ড স্ল্যামের আঙিনায় এ দিন লিয়েন্ডার পেজ-য়ুরগেন মেলজার জুটির দ্বিতীয় রাউন্ডে হারের ফলে ভারতীয়দের চ্যালেঞ্জ পুরুষ ডাবলসে শেষ হয়ে গেল। পেজরা লাতিন আমেরিকান জুটি (উরুগুয়ে-আর্জেন্তিনা) কুয়েভেস-জেবালোসের কাছে হারলেন ৫-৭, ৬-৪, ৭-৬ (৮-৬)। ভূপতি আর বোপান্নার তো এ বারের ফরাসি ওপেন দৌড়ই শেষ। দুই বেঙ্গালুরুয়ানের জুটির ডাবলসে হারের পর আজ ভূপতি এবং বোপান্না তাঁদের সঙ্গীদের নিয়ে মিক্সড ডাবলসেও প্রথম রাউন্ডেই হারলেন। দু’টো ভিন্ন কোর্টে প্রায় একই সময়ে! |