টুকরো খবর
কোর্টে ফিরেই সাইনার তিন টুর্নামেন্ট
পায়ের বুড়ো আঙুলের চোট সারিয়ে কোর্টে ফিরেই কড়া চ্যালেঞ্জের মুখে সাইনা নেহওয়াল। মেয়েদের ব্যাডমিন্টনে বিশ্বের দু’নম্বর তারকার সামনে চলতি জুন মাসে তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টে র‌্যাঙ্কিং ধরে রাখার লড়াই। যার মধ্যে আবার দু’টিতে তাঁকে লড়তে হবে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে থাকা দুই চিনা খেলোয়াড়ের বিরুদ্ধে। এ দিন সাইনা বলেছেন, “চোট লাগা আঙুল এখন অনেকটাই ভাল আছে। সামান্য ব্যথা অবশ্য এখনও টের পাচ্ছি, তবে সেটা সহ্য করতে সমস্যা হচ্ছে না। রবিবারই বিদেশে সার্কিটে রওনা হচ্ছি। পরপর তিনটে টুর্নামেন্ট খেলব।” ৪-৯ জুন তাইল্যান্ড গ্রাঁ প্রি-তে হায়দরাবাদের মেয়ে শীর্ষ বাছাই। সেরা চিনা খেলোয়াড়রা না থাকায় সাইনার সামনে এই টুর্নামেন্টে ফাইনালে ওঠার ভাল সুযোগ রয়েছে। সেখানে সাইনার প্রধান চ্যালেঞ্জার হতে পারেন বিশ্বের পাঁচ নম্বর তাইল্যান্ডের রাতচানক ইন্থানন। এর পর দু’টো সুপার সিরিজ টুর্নামেন্ট ইন্দোনেশিয়ান ওপেন (১০-১৬ জুন) আর সিঙ্গাপুর ওপেনে (১৮-২৩ জুন) খেলবেন সাইনা। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বর লি জুয়েরুই এবং চার নম্বর ইহান ওয়াংয়ের চলতি মরসুমে খারাপ ফমের্র সুবিধা পাচ্ছেন সাইনা। যে জন্য ইন্ডিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যাওয়া এবং চোট পেয়ে সুদিরমান কাপে ভারতীয় দল থেকে নাম তুলে নেওয়ার পরও চলতি বছরের ১৪ মার্চ থেকে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দু’নম্বর জায়গা ধরে রাখতে সমস্যা হয়নি সাইনার। কিন্তু ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরের সুপার সিরিজে ‘চিনের প্রাচীরের ফাটল’-এর সুবিধা সাইনা কতটা তুলতে পারেন সেটাই আগামী এক মাস দেখার।

আই লিগ হতে পারে ১৬ দলের
নতুন মরসুমে আই লিগ কি ১৬ দলের? ফেডারেশনের নিজের দল অ্যারোজের স্পনসর পৈলান তাদের বকেয়া সমস্ত টাকা শনিবার মিটিয়ে দেওয়ায় সেই সম্ভবনা হঠাৎ-ই তৈরি হল। গত সপ্তাহে ফেডারেশনের জরুরি সভায় ঠিক হয়েছিল এ বারের আই লিগ হবে ১৪ দলের। সেখানে বাদ রাখা হয়েছিল অ্যারোজকে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে শেষ পর্যন্ত কি অ্যারোজকে নেওয়া হবে লিগে? ফেডারেশন সচিব কুশল দাস অবশ্য খোলসা করলেন না এ দিনও। বললেন, “ওরা ফেডারেশনের পাওনা টাকার চেক দিয়েছে। তবে পৈলান অ্যারোজ আই লিগ খেলবে কি না, সিদ্ধান্ত হবে কর্মসমিতির বৈঠকে।” যা শুনে পৈলানের প্রধান কর্তা অপূর্ব সাহা অখুশি। পাল্টা বললেন, “আমাদের কিন্তু আই লিগে খেলানোর প্রতিশ্রুতি দিয়েছেন কুশলবাবু। আইনি নথিপত্রও রয়েছে।” জানা গিয়েছে, অ্যারোজের কোচিং করানোর জন্য সঞ্জয় সেনের নাম প্রস্তাব করা হয়েছে স্পনসরদের পক্ষ থেকে। দিল্লির খবর, সঞ্জয়ের সঙ্গে কথা বলতে পারে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি। জট ছাড়িয়ে অ্যারোজ শেষ পর্যন্ত আই লিগে সুযোগ পেলে ১৬ দলের লিগ করতে হবে। সে ক্ষেত্রে তৃতীয় ফ্রাঞ্চাইজি হিসাবে কেরলের ঈগল এফসি খেলার ছাড়পত্র পেয়ে যেতে পারে। কেরলের দলটির কিছু নথি জমা না পড়ায় তাদের এখনও খেলার সবুজ-সঙ্কেত দেয়নি ফেডারেশন। ফেডারেশন বললেন, “অ্যারোজ খেললে কেরলের ফ্রাঞ্চাইজি দলকেও আই লিগ খেলার ছাড়পত্র দেওয়া হবে। তখন ১৬ দলের লিগ হবে।”

ইংল্যান্ডে অরুচি নেইমারের
২০১৪ বিশ্বকাপ উঠবে না ইংল্যান্ড অধিনায়কের হাতে। ব্রাজিল-ইংল্যান্ড আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে ভবিষ্যদ্বাণী নেইমারের। পরের বছর ব্রাজিলের মাঠে বিশ্বকাপ জেতার দৌড়ে ইংল্যান্ডকে ফেভারিটের তকমা দিতে নারাজ ব্রাজিলীয় ফরোয়ার্ড বলছেন, “আমার মতে ইংল্যান্ডের ফুটবলাররা ক্লাবের ফর্ম দেশের হয়ে দেখাতে পারে না।” আসন্ন ইউরোপীয় মরসুমে বার্সেলোনা-মুখী স্যান্টোস তারকা নেইমার আরও যোগ করেন, “আমার মতে বিশ্বকাপে স্পেন ও জার্মানি সবচেয়ে বড় বাঁধা হবে ব্রাজিলের জন্য।” ইংল্যান্ড-ব্রাজিল ম্যাচ দিয়েই নতুন সাজে সজ্জিত রিওর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের পুনরুদ্বোধন ঘটতে চলেছে। যেখানে ১ লাখ ৮০ হাজার আসন কমে দাঁড়িয়েছে ৭৯ হাজারে।

মাদ্রিদে মোমের রোনাল্ডো

দেখে যেন মনে হবে ফ্রি কিক অনুশীলনে মগ্ন তিনি। মাদাম তুসোর মিউজিয়ামের পর এ বার মাদ্রিদ শহরে বসতে চলেছে রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মূর্তি। সিআর সেভেনের জনপ্রিয় ফ্রি-কিক স্টাইলের আদলে বানানো হচ্ছে তাঁর মোমের মূর্তি। শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে স্থাপত্য শিল্পীদের কাজ। “আমাকে মাঠে যে রকম ভাবে সমর্থকরা দেখে, সে ধরনেরই মূর্তি বানাতে বলেছিলাম উদ্যোক্তাদের,” বলেছেন রোনাল্ডো।

মোনাকোর চমক ফালকাও
ইউরোপিয়ান দলবদলের বাজারে আপাতত সবচেয়ে বড় চমক দিল মোনাকো। অ্যাটলেটিকো মাদ্রিদের তারকা স্ট্রাইকার রাদামেল ফালকাও-কে রিয়াল মাদ্রিদ আর চেলসির মতো হেভিওয়েট টিমের সঙ্গে লড়ে নিজেদের দলে চুক্তিবদ্ধ করল ফরাসি ক্লাব মোনাকো। কলম্বিয়ান গোলমেশিন ফালকাও তাদের ক্লাবে সই করছেন, শুক্রবার মোনাকোর সরকারি ওয়েবসাইটে এই খবর জানিয়ে বলা হয়েছে, “আমরা খুব খুশি ঘোষণা করতে পেরে যে, পরের মরসুমে ফালকাও মোনাকোর হয়ে খেলবে।” মোনাকোয় ৫১ মিলিয়ন ইউরোয় পাঁচ বছরের জন্য চুক্তি করছেন ফালকাও। নিজের টুইটে বলেছেন, “আমি জানাতে চাই যে, পরের মরসুমে মোনাকোয় খেলছি।”

গেইল-সাইক্লোনের অপেক্ষা
আইপিএল সিক্সে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকের এ বার ‘মিশন’ চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও ওয়েস্ট ইন্ডিজের গত ১১ এক দিনের ম্যাচে একটা হাফ সেঞ্চুরিও নেই গেইলের। তাই মনে করা হচ্ছে, আইপিএলের ‘বিপজ্জনক ব্যাটসম্যান’-এর এ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিস্ফোরণ ঘটানোর পালা। ৩০ গজের বৃত্তের বাইরে ইনিংসের কোনও সময়েই চার জনের বেশি ফিল্ডার থাকতে পারবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যা জেনে গেইল বলছেন, ‘‘এক দিনের ম্যাচকে আরও জনপ্রিয় করতেই টি-টোয়েন্টির উত্তেজনা আনার চেষ্টা চলছে। তবে তার জন্য কিছুটা সময় লাগবে মানিয়ে নিতে। গত কয়েকটা ম্যাচে আমি ভাল খেলতে পারিনি। হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিই আমার জন্য টার্নিং পয়েন্ট হবে।” চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ‘গেইল সাইক্লোন’ দেখা যাচ্ছে? গেইল বলছেন, “আইপিএলে ১৭৫-এর পরেও দর্শকরা ২০০ চাইছিল। সীমিত ওভারের ক্রিকেটে আকাশছোঁয়া চাহিদা। কিন্তু বেশি জরুরি, দলের চাহিদা অনুযায়ী খেলাটা।”

ব্রাজিলে নিষিদ্ধ ভুভুজেলা

ভুভুজেলার তীক্ষ্ণ আওয়াজ আর শোনা যাবে না আসন্ন কনফেডারেশন কাপ এবং ২০১৪ বিশ্বকাপে। নিরাপত্তার খাতিরে ব্রাজিল সরকার নিষিদ্ধ করে দিল দু’ধরনের ভেঁপুকে। দক্ষিণ আফ্রিকায় ২০১০ বিশ্বকাপে ভুভুজেলার কান ফাটানো তীক্ষ্ণ আওয়াজ ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল। যার প্রসার এতটাই ছিল যে, দক্ষিণ আফ্রিকার ভুভুজেলার মতো ব্রাজিল বার করে ‘ক্যাকসিরোলা’। সরকারি কর্তৃপক্ষের দাবি, “সমর্থকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ধরনের ভেঁপু নিয়ে স্টেডিয়ামে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে।” মারাকানায় রবিবার ব্রাজিল-ইংল্যান্ড আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ থেকেই ব্রাজিলে ভুভুজেলার নিষেধাজ্ঞা জারি হচ্ছে।

বেকহ্যাম হয়তো ক্লাব মালিক
ফুটবল মাঠে তাঁর রামধনু ফ্রি-কিক আর হয়তো দেখা যাবে না তিনি অবসর নিয়ে ফেলায়। কিন্তু মাঠের বাইরে ফুটবলের সঙ্গে যোগসূত্র বজায় রাখছেন ডেভিড বেকহ্যাম। এবং সেটা অভিনব ভাবে! মায়ামিতে মেজর লিগ সকারের সম্ভবত নতুন দলের জন্ম হতে চলেছে ডেভিড বেকহ্যামের হাতে। এমএলএস-এ লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি-র হয়ে খেলার সময় বেকহ্যামের চুক্তিতে একটি ধারা ছিল যে, তিনি ২৫ মিলিয়ন পাউন্ড দিয়ে লিগে নতুন কোনও ফ্র্যাঞ্চাইজি শুরু করতে পারবেন। মায়ামিতে ক্লাব কিনলে বেকহ্যামের মালিকানাধীন টিমের ঘরের মাঠ হবে শহরের ডলফিন’স্ স্টেডিয়াম। যদিও জল্পনা তুঙ্গে যে, আস্ত একটা নতুন স্টেডিয়ামই বানাবেন বেকহ্যাম।

সপ্তশৃঙ্গ জয় ভারতীয় বধূর
সাত মহাদেশের সাত শৃঙ্গ জয় করে ফিরলেন প্রেমলতা অগ্রবাল। বয়স ৫০। দুই সন্তানের মা। স্বপ্নেও ভাবেননি এমন অত্যাশ্চর্য কৃতিত্বের মালকিন কোনও দিন হতে পারবেন জামশেদপুরের এই গৃহবধু। “এই নেশাটা আমি ধরাতে চাই ভারতের সব মহিলাকেই। সব মেয়ে যেন বোঝে, ৪০ বছরের পর জীবনটা শেষ হয়ে যায় না,” বললেন প্রেমলতা। জামশেদপুরেই পরিচয় বাচেন্দ্রী পালের সঙ্গে। নিজের দুই মেয়েকে নিয়ে গিয়েছিলেন এভারেস্ট বিজয়িনীর কাছে, পাহাড়ে চড়ার শিক্ষা দেওয়াতে। বাচেন্দ্রী বলেছিলেন “শুধু দুই মেয়েকেই কেন ভর্তি করছেন? আপনি নিজেও তো ভর্তি হতে পারেন আমাদের ইনস্টিটিউটে।” তার পর থেকে আর পিছন ফিরে তাকাননি প্রেমলতা। “মাথায় ঘুরেছে শুধু এভারেস্ট জয়ই নয়, আমাকে বিশ্বের সব মহাদেশের শৃঙ্গে ভারতের পতাকা উড়িয়ে এ দেশের প্রথম মহিলা হওয়ার সম্মানটা পেতে হবে।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.