ডর্টমুন্ড যুদ্ধের দোরগোড়ায় রিয়াল ছাড়ার কথা মোরিনহোর মুখে
মাত্র ছ’দিন দূরে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল। অথচ এ রকম গুরুত্বপূর্ণ সময়ে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মোরিনহো পরের মরসুমে ক্লাব ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত কার্যত ঘোষণা করে দিলেন। ইউরোপিয়ান ফুটবল মহল যাকে মনে করছে, ‘দ্য স্পেশ্যাল ওয়ান’-এর আর এক নাটুকে স্ট্র্যাটেজি! সম্ভবত মোরিনহো রিয়াল ছাড়ার আগে বিদায়ী উপহার হিসাবে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য রোনাল্ডো-পেপে-ইগুয়াইনদের আরও তাতিতে তোলার ছক নিয়েছেন। তাই বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচের মাত্র কয়েক দিন আগে ক্লাব ছাড়ার কথা বলে রিয়ালকে জিততে আরও মরিয়া করে তুলতে চাইছেন।
মোরিনহোর ছেলে হোসে জুনিয়র রিয়ালের ‘বি ক্লাব’ হিসাবে পরিচিত কানিয়াস-এর যুব দলে খেলেন। মাদ্রিদ শহরতলির সেই ক্লাবের বার্ষিক ফুটবল সেমিনারে বক্তব্য রাখার সময় মোরিনহো গত রাতে মন্তব্য করেন, “পরের বছর এই মাস্টার ক্লাস আমি আর নিতে পারব কি? কারণ, আমি হয়তো আর মাদ্রিদে থাকব না।” রিয়ালের সঙ্গে মোরিনহোর চুক্তি ২০১৬ পর্যন্ত। কিন্তু তিনি বরাবর বলে আসছেন, এ মরসুমের শেষে ক্লাব প্রেসিডেন্ট পেরেজের সঙ্গে তিনি আলোচনায় বসবেন। তবে পেরেজের ঘনিষ্ঠ কানিয়াস ক্লাব প্রেসিডেন্ট আলভারেজ বলেছেন, “মোরিনহোর গত রাতের কথাটা অর্ধেক ইয়ার্কি, অর্ধেক সিরিয়াস ভঙ্গিতে বলা। উনি পরের মরসুমে কোথায় যাবেন আমাদের বলেননি। আমরাও ওকে জিজ্ঞেস করিনি।”
মোরিনহো। তাঁর সঙ্গে কাসিয়াসকে (বাঁ দিকে) জড়িয়েই বিতর্ক।
যদিও এ দিনেরই স্প্যানিশ ক্রীড়া দৈনিকের খবর অনুযায়ী, মোরিনহো পরের মরসুমে খুব সম্ভবত তাঁর পুরনো ক্লাব চেলসির কোচের ফের দায়িত্ব নেবেন। চেলসি অবশ্য পাশাপাশি মালাগা কোচ পেলিগ্রিনির এজেন্টের সঙ্গেও কথাবার্তা বলেছে।
ফুটবল মহলের বিশ্লেষণ, গোলকিপার ইকার কাসিয়াসকে ঘিরে মোরিনহো-রিয়াল সম্পর্ক চিড় ধরছে। রিয়াল তথা স্পেন অধিনায়ক কাসিয়াস শুধু ইউরোপের অন্যতম তারকা গোলকিপার নন, তাঁর সাফল্যের মুকুটে একটা বিশ্বকাপ, দু’টো ইউরো কাপ। কাসিয়াসের বাঁ হাতের হাড় ভাঙার পর রিয়াল গোলের নীচে এ মরসুমে অনেক ম্যাচ দাপটের সঙ্গে খেলেছেন দিয়েগো লোপেজ। তাঁর পারফরম্যান্সে মোরিনহো এতটাই প্রভাবিত যে, কাসিয়াস এখন পুরো ম্যাচ ফিট হওয়া সত্ত্বেও বিশ্বের অন্যতম সেরা গোলকিপারকে রিজার্ভ বেঞ্চে ইদানীং সব টুর্নামেন্ট মিলিয়ে পরের পর ম্যাচে বসিয়ে রাখছেন। লোপেজ-ই খেলে চলেছেন। এ দিন রিয়ালের চিরশত্রু বার্সেলোনার মিডফিল্ডার জাভি স্পেন দলে তাঁর ক্যাপ্টেনকে নিয়ে মুখ খুলেছেন। কাসিয়াসের পাশে দাঁড়িয়ে জাভি বলেছেন, “ওকে নিয়ে রিয়ালে যেটা হচ্ছে মোটেই ঠিক হচ্ছে না। তবে কাসিয়াস অন্ধ রিয়াল ভক্ত। ওদের ঘরের ছেলে। ও কোনও দিনই বার্সায় সই করবে না। বরং রিয়াল ছেড়ে অন্যদের চলে যেতে হতে পারে।” জাভির স্পষ্ট ইঙ্গিত মোরিনহোর দিকে। যা রিয়াল বসের ক্লাব ছাড়ার খবর আরও উস্কে দিচ্ছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.