সরিয়ে দেওয়া হল ডেভিড বুথকে |
মর্গ্যানের ই-মেল, আশা লাল-হলুদে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ট্রেভর মর্গ্যান কি পরিবারের সঙ্গে আলোচনার পর কিছুটা নরম হয়েছেন? বৃহস্পতিবার সাহেব কোচের করা একটি নিরীহ ই-মেল নিয়ে হঠাৎই গুঞ্জন শুরু হয়েছে। আশা দেখতে শুরু করেছে ইস্টবেঙ্গল শিবির।
অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে মর্গ্যান অবশ্য জোর গলায় বলে গিয়েছিলেন, পরিবারের সঙ্গে ছুটি কাটাতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন। ইস্টবেঙ্গল নিয়ে ভাবতে নয়। কিন্তু সেটা জানার পরও কোচের মনোভাব জানতে ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য মেল করেন মর্গ্যানকে। জানতে চান, ইস্টবেঙ্গল নিয়ে তাঁর ভাবনা-চিন্তা কি? উত্তরে ব্রিটিশ কোচ লিখে দেন, ‘‘আমি ভাল আছি। আপনারা এবং ফুটবলাররা কেমন আছেন? বাকি সব কথা মালয়েশিয়াতে গিয়ে হবে।” মেহতাবদের বর্তমান কোচের ‘কথা হবে’ বার্তাতেই আলোড়ন পড়ে গেছে ইস্টবেঙ্গলে। মেল পেয়ে খুশি সন্তোষবাবু। বলে দিলেন, “আমি মর্গ্যানের ই-মেল পাওয়ার পর আশাবাদী হয়ে উঠেছি। মালয়েশিয়াতে মর্গ্যানের বিষয়টা চূড়ান্ত হয়ে যাবে বলে মনে হচ্ছে।” উল্লেখ্য, এএফসি কাপের ম্যাচ খেলতে আজ শুক্রবারই উড়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। অন্য কর্তাদের সঙ্গে ফুটবল সচিবও যাচ্ছেন। ওখানেই মর্গ্যানের সঙ্গে আলোচনা করবেন সন্তোষ। |
এ দিকে করিম বেঞ্চারিফার পরামর্শ মেনে সালগাওকরের গোলকিপার করণজিৎ সিংহের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন সবুজ-মেরুন কর্তারা। ময়দানের খবর, ইস্টবেঙ্গলও নাকি করণজিতের সঙ্গে প্রাথমিক কথা বলেছে। সালগাওকরের পঞ্জাবি গোলকিপার নিজেও স্বীকার করে নিচ্ছেন, “আমার সঙ্গে ইস্টবেঙ্গল-মোহনবাগান দুই ক্লাবই কথা বলেছে। তবে আমি পেশাদার। যেখানে টাকা বেশি পাব সেখানে খেলব। সে কলকাতা হোক বা গোয়া।” সালগাওকর কর্তারা এ দিকে দাবি করছেন, করনজিৎ দল ছাড়বে না।
করণজিৎ ছাড়া মোহনবাগান চার্চিল ব্রাদার্সের বিনীশ বালান, লেনি রডরিগেস, ডেঞ্জিল ফ্রাঙ্কো এবং পুণে এফসি’র আনাসের সঙ্গে কথা বলছে। তবে লেনি ও ডেঞ্জিলের সঙ্গে চার্চিলের পরের মরসুমের চুক্তি রয়েছে। তাই এই দুই ফুটবলারকে নিয়ে জট রয়েছে। বিনিশ বালান অবশ্য ‘ফ্রি প্লেয়ার’। লেনি নিজে গোয়া থেকে ফোনে বললেন, “আমাদের চুক্তিতে ক্লাব ছাড়ার বিষয়ে কিছু শর্ত রয়েছে। আমি নিজে কলকাতায় খেলার বিষয়ে আগ্রহী। মোহনবাগান আমার সঙ্গে কথা বলেছে ঠিক। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।”
এরই মধ্যে সালগাওকর তাদের কোচ ডেভিড বুথকে ছেড়ে দিল। আই লিগের দু’ম্যাচ বাকি থাকতেই। ফলে কোচ ছাড়াই কাল পৈলান অ্যারোজের সঙ্গে খেলবে গোয়ার ক্লাবটি।
|
শুক্রবারে
আই লিগ ফুটবল: প্রয়াগ ইউনাইটেড: শিলং লাজং (কল্যাণী ৩-৩০)। |