মালয়েশিয়া যাচ্ছেন গুরপ্রীত |
ইস্টবেঙ্গলের কথা ভাবতে নারাজ করিম |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সুভাষ ভৌমিকের চার্চিল ব্রাদার্সকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ করিম বেঞ্চারিফা। তবে ইস্টবেঙ্গলকে খেতাব যুদ্ধে এগিয়ে দেওয়ার জন্য নয়, মোহনবাগান খেলবে নিজের তাগিদেই।
বৃহস্পতিবার অনুশীলনের পর করিম বলেও দিলেন, “আমি ইস্টবেঙ্গল নিয়ে ভাবতে ইচ্ছুক নই। মোহনবাগানকে এই ম্যাচ জিততে হবে অবনমন বাঁচানোর জন্য। সেই দিকেই আমি মনোযোগ দিতে চাই।” রবিবার কল্যাণী স্টেডিয়ামে জিতলেই আই লিগ জেতার ব্যাপারে অনেকটাই নিশ্চিত হয়ে যাবেন হেনরি-সুনীল ছেত্রীরা। শেষ হয়ে যাবে ট্রেভর মর্গ্যানের টিমের সব আশা। সে জন্যই চার্চিলকে মোহনবাগান হারাক, সেই প্রার্থনা চলছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলে। সম্ভবত মরসুমে প্রথমবার টোলগে-ওডাফারা তিন পয়েন্ট পাক চাইছেন চিডি-মেহতাবরা।
মোহনবাগানের মরক্কান কোচের ভাবনা অবশ্য অন্য। “আমরা যদি চার্চিলের কাছে হারি ও এয়ার ইন্ডিয়া পুণের সঙ্গে জিতলে আবার অবনমনের অন্ধকারে চলে যাব। তাই চার্চিল ম্যাচে তিন পয়েন্ট জেতার লক্ষ্যেই মাঠে নামব।” গত ১১ টি আই লিগ ম্যাচে অপরাজিত চার্চিল। তাই তাদের হারানো খুবই কঠিন, সরাসরি বলছেন করিম। “চার্চিল খুবই ভাল দল। রক্ষণ থেকে আক্রমণ, সব জায়গাতেই চার্চিলের ভাল ফুটবলার আছে। গত কয়েক ম্যাচ জিতেছে চার্চিল। ওদের হারাতে আমাদের নিজেদের সেরাটা দিতে হবে।” |
দলে কোনও চোটের সমস্যা না থাকলে কার্ড সমস্যায় ইচের না থাকাটা চিন্তায় ফেলেছে মোহন-কোচকে। মেহরাজ, খেলেম্বারা থাকলেও করিমের ভাবনায় রয়েছে নির্মল ছেত্রী-আইবর জুটিকে স্টপারে খেলানো। সে ক্ষেত্রে রাইট ব্যাকে খেলবেন রহিম নবি। লেফট ব্যাকে বিশ্বজিৎ সাহা। শুক্রবার কল্যাণীতে এসে পৌছচ্ছে সুভাষ ভৌমিকের দল।
মোহনবাগান-চার্চিল ম্যাচ যখন হবে তখন চিডি-মেহতাব-উগা-সহ পুরো ইস্টবেঙ্গল টিম মালয়েশিয়ায়। সেলেঙ্গার এফ সি-র সঙ্গে ম্যাচ খেলতে। আজ শুক্রবারই এক পয়েন্টের খোঁজে উড়ে যাচ্ছে লাল-হলুদ ব্রিগেড। কারণ এক পয়েন্ট পেলেই এ এফ সি কাপের শেষ ষোলোয় চলে যাবে।
এ দিন সকালে দলও ঘোষণা হয়ে গেল। তাতে সবথেকে বড় চমক গুরপ্রীত সিংহের দলে ফেরা। কল্যাণীতে আই লিগের একটি ম্যাচে ক্ষুব্ধ সমর্থকদের দিকে বিশ্রী অঙ্গভঙ্গী করায় তাকে কার্যত ‘সাসপেন্ড’ করে রাখা হয়েছিল। ক্লাব তাকে শো-কজ করে। তার জবাব পাওয়ার পর সন্তুষ্ট কর্তারা। মর্গ্যান তাকে দলে নেন ক্লাবের সবুজ-সঙ্কেত পেয়ে। বরিসিচ-সহ চার বিদেশিই যাচ্ছেন দলের সঙ্গে। দলে নেওয়া হল ইসফাক আমেদকেও। |