সেরা একাদশে নেতা ইমরান, একমাত্র ভারতীয় গাওস্কর
সচিনকে ‘আউট’ করে দিলেন বার্ড
ডিকি বার্ড আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা আম্পায়ার তাঁর ৮০ বছর জন্মদিনের প্রাক্কালে যে সেরা টেস্ট একাদশ বেছেছেন, সেই দল নিয়ে ক্রিকেট মহলে যথেষ্ট বিতর্কের অবকাশ থাকছে।
১৯৭৩-’৯৬, চব্বিশ বছরে ৬৬ টেস্ট আর ৬৯ ওয়ান ডে ম্যাচ আম্পায়ারিং করা ইংরেজ আম্পায়ার বার্ড তাঁর দেখা টেস্ট ক্রিকেটারদের মধ্য থেকে সেরা ১১ জন বেছেছেন। যে কারণে বার্ডের সেরা টেস্ট একাদশে স্যর ডন ব্র্যাডম্যান নেই। সেটা হয়তো স্বাভাবিক। কিন্তু বার্ডের দলে জায়গা পাননি সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং, ব্রায়ান লারা, জিওফ্রে বয়কটের মতো ব্যাটসম্যান। ম্যালকম মার্শাল, গ্লেন ম্যাকগ্রার মতো বোলার। অ্যাডাম গিলক্রিস্টের মতো উইকেটকিপারও। যাঁদের প্রত্যেকের সফল আন্তর্জাতিক ক্রিকেট জীবন বার্ডের আম্পায়ারিং করার অধ্যায়ের মধ্যেই কিন্তু বিরাজ করেছে। সেরা টেস্ট একাদশে নেই ক্লাইভ লয়েডের সেই ভয়ঙ্কর পেস ব্যাটারির একজনও।
বার্ডের নির্বাচিত দল (ব্যাটিং অর্ডার ক্রমে) এ রকম: সুনীল গাওস্কর, ব্যারি রিচার্ডস, ভিভ রিচার্ডস, গ্রেগ চ্যাপেল, গ্রেম পোলক, গ্যারি সোবার্স, অ্যালান নট (উইকেটকিপার), ইমরান খান (অধিনায়ক), ডেনিস লিলি, শেন ওয়ার্ন ও ল্যান্স গিবস।
শুক্রবার, ১৯ এপ্রিল ডিকি বার্ডের আশিতম জন্মদিন। তার আগের দিন ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য টেলিগ্রাফ’-এ বিশেষ সাক্ষাৎকারে বার্ড তাঁর সেরা টেস্ট একাদশের প্রত্যেক ক্রিকেটারকে নির্বাচিত করার ব্যাখ্যা দিয়েছেন।
উপেক্ষিত যাঁরা
তেন্ডুলকর ১৯৮ টেস্টে ১৫৮৩৭ রান। গড় ৫৩.৮
পন্টিং ১৬৮ টেস্টে ১৩৩৭৮ রান। গড় ৫১.৮৫
লারা ১৩১ টেস্টে ১১৯৫৩ রান। গড় ৫২.৮৮
বয়কট ১০৮ টেস্টে ৮১১৪ রান। গড় ৪৭.৭২
ম্যাকগ্রা ১২৪ টেস্টে ৫৬৩ উইকেট। গড় ২১.৬৪
মার্শাল ৮১ টেস্টে ৩৭৬ উইকেট। গড় ২০.৯৪
গিলক্রিস্ট ৯৬ টেস্টে ৫৫৭০ রান গড় ৪৭.৬০। মোট শিকার ৪১৬
গাওস্কর: আমার দেখা সেরা দুই ওপেনারের এক জন।
ব্যারি রিচার্ডস: দক্ষিণ আফ্রিকা বর্ণবিদ্বেষী বিতর্কে জড়িয়ে না পড়লে টেস্ট ব্যাটিংয়ের সব রেকর্ড হয়তো ভেঙে দিত।
ভিভ রিচার্ডস: দুর্দান্ত চরিত্র। খেলাধুলোয় এ রকম খুব কমই আছে।
গ্রেগ চ্যাপেল: অনুপ্রেরণামূলক। যার খেলা দেখে আনন্দ পাওয়া যায়।
গ্রেম পোলক: অসাধারণ ব্যাটসম্যান। কিন্তু দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী বিতর্কের আর এক শিকার।
গ্যারি সোবার্স: ক্রিকেট মাঠে আমার দেখা সর্বসেরা অলরাউন্ডার।
অ্যালান নট: আমার দলের একমাত্র ইংরেজ ক্রিকেটার। দুর্ধর্ষ উইকেটকিপার-ব্যাটসম্যান।
ইমরান খান: আমার টিমের ক্যাপ্টেন। ওর ক্রিকেট-পাণ্ডিত্য অতুলনীয়।
শেন ওয়ার্ন: গ্রেট লেগ স্পিনার।
ডেনিস লিলি: সর্বকালের নিঁখুত ফাস্ট বোলার।
ল্যান্স গিবস: ওর সমসাময়িক অনেক ভাল স্পিনার থাকলেও ও নিজে একজন সত্যিকারের দুর্দান্ত স্পিনার।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.