পেন ওরজির ব্যাপারে ধীরে ধীরে মোহভঙ্গ ঘটছে ইস্টবেঙ্গলের। তার জের এতটাই যে, তলায় তলায় পেনের বিকল্প খুঁজতেও শুরু করে দিয়েছে লাল-হলুদ।
শুক্রবার ক্লাবের কর্মসমিতির জরুরি বৈঠকে এই নাইজিরীয় মিডফিল্ডার নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে হাজির ছিলেন ক্লাব সভাপতি প্রণব দাশগুপ্ত-ও। চলতি সপ্তাহেই পেন এবং ওপারার সঙ্গে আলোচনায় বসেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। কর্তাদের প্রস্তাবে শেষ পর্যন্ত ওপারা রাজি হয়ে গেলেও পেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় চেয়ে নেন। ইস্টবেঙ্গলের দাবি, তার পর চার দিন কেটে গেলেও ক্লাবের সঙ্গে কোনও যোগাযোগ করেনি পেন। তাঁর এই ধীরে চলো নীতিতে কার্যত ক্ষুব্ধ কর্তারা। সচিব কল্যাণ মজুমদার বললেন, “পেন এখনও ওর সিদ্ধান্ত জানায়নি। তবে ক্লাবও ওর জন্য বেশি দিন অপেক্ষা করবে না। আমরা বিকল্প খোঁজা শুরু করে দিয়েছি।”
যা শুনে পেন পালটা আনন্দবাজারকে বললেন, “আমাকে ক্লাব একটা প্রস্তাব দিয়েছে। কিন্তু তার পরে আলোচনার জন্য এখনও পর্যন্ত ডাকেনি। যদি ক্লাব ডাকে, তা হলে আলোচনায় বসার জন্য আমি প্রস্তুত।” তবে লাল-হলুদ শিবিরের ভিতরের খবর, কর্তারা পেনের তরফ থেকেই প্রস্তাবে সাড়া দেওয়ার উদ্যোগ দেখতে চান। না হলে বিকল্প ফুটবলার খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে রিক্রুটারদের।
পাশাপাশি, ট্রেভর মর্গ্যানের পরবর্তী কোচের ব্যাপারেও সিদ্ধান্ত খুব তাড়াতাড়িই নিতে চাইছে ইস্টবেঙ্গল। লাল-হলুদের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার এ দিন বললেন, “সামনের তিন-চার দিনের মধ্যেই নতুন কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।” কোচের দৌড়ে ব্রাজিলীয় ফালোপা ছাড়াও আর্জেন্তিনা এবং ফিনল্যান্ডের দুই কোচও রয়েছেন কর্তাদের নজরে।
এ দিকে, পঞ্চায়েত ভোটের জন্য পুলিশ না পাওয়ার কারণে ইস্টবেঙ্গলের প্রাক-শতবার্ষিকী অনুষ্ঠান পিছিয়ে যাচ্ছে আগামী বছরের জানুয়ারিতে। ক্রীড়ামন্ত্রীর অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। ৯ জুন যুবভারতীতে ওই অনুষ্ঠানে হাজির থাকার কথা ছিল অক্ষয় কুমার, শান-সহ বলিউড তারকাদের। দেবব্রতবাবু বললেন, “সেপ্টেম্বর পর্যন্ত অক্ষয় কুমারের থেকে সময় পাওয়া যাবে না। তার পরে পুজো, ক্রিসমাস। তাই সামনের জানুয়ারিতে ওই অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ক্লাব সূত্রের খবর, আর্থিক টানাটানির মধ্যেই অক্ষয় কুমার শো-র ব্যবস্থাপনায় ইতিমধ্যেই প্রায় দু’কোটি টাকা খরচ হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। তাই প্রাক-শতবার্ষিকী অনুষ্ঠানে বিনোদন কর মকুবের জন্য মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে ক্লাবের তরফে।তবে সংস্কারের পর নতুন সাজে সজ্জিত লাল-হলুদ তাঁবু, জিমন্যাসিয়াম এবং গ্যালারির উদ্বোধন আগামী ১ অগস্ট ইস্টবেঙ্গল দিবসেই হয়ে যাবে।
|