বায়ার্ন মিউনিখ আর ইতিহাসের মাঝখানে মাত্র একটা ম্যাচ! একাধিক ইউরোপীয় টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেও অনেক বার ট্রফির স্বাদ বায়ার্নের কাছে অধরা রয়ে গিয়েছে। কিন্তু শনিবার সেই দলের কাছেই এক অনন্য নজির গড়ার সুযোগ। সুযোগ প্রথম জার্মান দল হওয়ার, যারা এক মরসুমে ত্রিমুকুট জেতার অভুতপূূর্ব রেকর্ড তৈরি করবে বুন্দেশলিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপ।
জার্মান কাপ (ডিএফবি পোকাল) ফাইনালে স্টুটগার্টের বিরুদ্ধে জিতলে এই মরসুমে জুপ হেইনকেসের দলের ক্যাবিনেটে বাদ থাকবে না কোনও ট্রফিই। তিনে তিন। একশো শতাংশ সাফল্য। তা সত্ত্বেও পরের মরসুমে বায়ার্ন ছেড়ে হেইনকেসের রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা শোনা যাচ্ছে নিরানব্বই শতাংশ। বায়ার্ন ফুটবলারদের মধ্যেই অনেকের এই মত। যে জন্য সোয়াইনস্টাইগাররা চাইছেন, শনিবার ত্রিমুকুট জিতে কোচ হেইনকেসকে বিরল উপহার দিতে। “জুপকে আমরা বিশেষ বিদায় সংবর্ধনা দিতে চাই,” বলেছেন সোয়াইনস্টাইগার।
স্টুটগার্টের বিরুদ্ধে অতীতের পরিসংখ্যান ঘাঁটলেও মনে হবে, সোয়াইনস্টাইগারদের স্বপ্নকে সত্যি করে তুলতে বায়ার্নকে হয়তো খুব বেশি ঘাম ঝরাতে হবে না। স্টুটগার্ট এ মরসুমে বুন্দেশলিগায় দু’বারই বায়ার্নের কাছে সহজেই বশ মেনেছে। দ্বিতীয় লেগে হোমে ০-২। তার আগে তো আলিয়াঞ্জ এরিনায় বায়ার্নের ঘরের মাঠে হাফ ডজন গোল হজম করেছিল। সব মিলিয়ে আট গোলের মধ্যে টমাস মুলারের তিন গোল। মান্ডজুকিচের দুই। এ ছাড়াও ক্রুজ, গুস্তাভো, সোয়াইনস্টাইগার কোন না বায়ার্ন প্লেয়ার বল ঢোকাননি এ মরসুমে স্টুটগার্ট জালে! তার উপর মাত্র সাত দিন আগেই চ্যাম্পিয়ন্স লিগ জেতায় মিউনিখের দলটি আরও বেশি তেতে থাকবে, সন্দেহ নেই। |
তবু স্টুটগার্ট কোচ ব্রুনো লাব্বাডিয়া মাঠে নামার আগেই হাল ছাড়তে নারাজ। তাঁর মতে, ফুটবলে যে কেউ যে কোনও দিন জেতার ক্ষমতা রাখে। “কোনও ভাল দিনে শক্তিশালী দলকেও হারানো যায়। আশা করব আমার দল প্রমাণ করবে তারা যোগ্য ফাইনালিস্ট,” বলেছেন স্টুটগার্ট কোচ। বায়ার্নও যে একেবারে সমস্যামুক্ত তা-ও নয়। তাদের বড় ধাক্কা সেন্ট্রাল ব্যাকে ব্রাজিলীয় দাতে-কে শনিবারের ফাইনালে না পাওয়াটা। চোটের জন্য অনেক আগেই ছিটকে গিয়েছেন বায়ার্নের এক নম্বর ডিপ ডিফেন্ডার বাডস্টুবার। এখন দাতে-ও না থাকায় সম্ভবত বিউটেন এবং বোয়াতেং জুটিই হবেন বায়ার্নের দুই সেন্ট্রাল ব্যাক। ফুটবল বিশেষজ্ঞদের মতে, যেটা জার্মান কাপে বায়ার্নের একমাত্র দুর্বল জায়গা হয়ে উঠতে পারে।
মাঝমাঠে টনি ক্রুজ-ও না থাকায় রবেন এবং রিবেরি-সহ মান্ডজুকিচকে নিয়েই অ্যাটাকিং ফোর্স গড়ার সম্ভাবনা হেইনকেসের। একমাত্র স্ট্রাইকার মুলার। ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়ানো বায়ার্ন ফুটবলারদের ক্লাবের প্রাক্তন অধিনায়ক রুমেনিগের বার্তা, “এমনিতেই বায়ার্ন ইতিহাসে ঢুকে গিয়েছে। কিন্তু এই দলটাকে সর্বকালের সেরা বায়ার্ন টিম হতে গেলে শনিবার জিতে দেখাতে হবে।” হেইনকেস নিজের রিয়ালমুখী হওয়ার কথা অস্বীকার করলেও সঙ্গে যোগ করেছেন, শনিবারের পর তিনি যা ভাবার ভাববেন।
ফুটবলারদের আত্মতুষ্টি আর কোচের পরের মরসুম নিয়ে দ্বিধা জোড়া কাঁটা বায়ার্নকে না বিঁধলে মনে হয়, শনিবার রাতে হেইনকেসকে সোয়াইনস্টাইগারদের শ্যাম্পেন-স্নান করানো নিয়ে কোনও সন্দেহ নেই!
|
কাপ-কড়চা |
• শনিবার স্টুটগার্টকে হারালে জার্মান কাপ ইতিহাসে ১৬তম খেতাব জিতবে বায়ার্ন মিউনিখ।
• শেষ বার জার্মান কাপ ফাইনালে বায়ার্নের প্রতিবেশী ন্যুরেমবার্গের কাছেই ২-৩ হেরেছিল স্টুটগার্ট।
• স্টুটগার্ট কোচ ব্রুনো লাব্বাডিয়া বায়ার্ন মিউনিখে তিন বছর খেলেছিলেন। বায়ার্ন স্ট্রাইকার মারিও গোমেজ কেরিয়ারের শুরুতে স্টুটগার্টের জার্সি গায়ে চাপিয়েছিলেন।
• গত বছর এই টুর্নামেন্টের ফাইনালে উঠে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ২-৫ হারে বায়ার্ন মিউনিখ। |
|