ফেডেরার প্রথম দু’রাউন্ডে সোমদেব দেববর্মন-সহ র্যাঙ্কিংয়ে দেড়শোর উপরে থাকা দুই কোয়ালিফায়ারের বিরুদ্ধে মাত্র ১১ গেম নষ্ট করার পর তৃতীয় রাউন্ডে প্রথম সত্যিকারের লড়াই পেলেন। ফরাসি প্রতিপক্ষ বেনেতেউ এ বছরই ফেডেরারকে হারিয়েছেন। বছর কয়েক আগে উইম্বলডনে পর্যন্ত ফেডেরারকে ছিটকে দেওয়া থেকে মাত্র দু’পয়েন্টের ভেতর পৌঁছে ছিলেন। কিন্তু শুক্রবার রোলাঁ গারোয় ৩০তম বাছাইকে স্ট্রেট সেটে হারালেন ফেডেরার। ৬-৩, ৬-৪, ৭-৫।
নাদাল শেষ আট বারের ফরাসি ওপেনে সাত বারের চ্যাম্পিয়ন ফের প্রথম সেট খুইয়ে তৃতীয় রাউন্ডে উঠলেন। অখ্যাত স্লোভাকিয়ান ক্লিজানকে হারান ৪-৬, ৬-৩, ৬-৩, ৬-৩। কিন্তু ক্লে কোর্ট সম্রাটের গ্র্যান্ড স্ল্যামের প্রথম দু’রাউন্ডেই সেট খোয়ানোর ঘটনা এই প্রথম! |
সেরেনা এবং শারাপোভা মেয়েদের খেতাবের দুই সেরা বাজির মধ্যে সেরেনা তৃতীয় রাউন্ডও জিতলেন জামা এতটুকু ঘামে না ভিজিয়ে। রোমানিয়ার ক্রিস্টিয়া শীর্ষ বাছাইয়ের সামনে উড়ে গেলেন ০-৬, ২-৬। দ্বিতীয় বাছাই শারাপোভা দ্বিতীয় রাউন্ডে জিতলেন অনুরূপ আধিপত্য দেখিয়ে বৌচার্ডের বিরুদ্ধে ৬-২, ৬-৪।
এবং জকোভিচ। বিশ্বের পয়লা নম্বর পুরুষ টেনিস তারকার খেলা এ দিন না থাকলেও তিনিও সমান হারে শিরোনামে। শনিবার শীর্ষ বাছাই সার্বিয়ানের শেষ বত্রিশে প্রতিদ্বন্দ্বীর নাম গ্রিগর দিমিত্রভ। যাঁর খেলার স্টাইল, কোর্টে শরীরী ভাষা দেখে টেনিস মহল ‘ফেডেরার টু’ নাম দিয়েছে। যাঁর ইউএসপি-র আরও বাড়বাড়ন্ত টেনিসের গ্ল্যামার গার্ল শারাপোভার বয়ফ্রেন্ড হিসাবে। ফেডেরার-শারাপোভা দুই মহাউজ্জ্বল নাম গায়ে জড়ানো থাকলেও দিমিত্রভ জকোভিচের কাছে তাঁর বধকারী হিসাবেই সবিশেষ পরিচিত। মাদ্রিদে কয়েক সপ্তাহ আগেই ক্লে কোর্ট মাস্টার্সে জকোভিচ হেরেছেন দিমিত্রভের হাতে। যে কারণে প্রতিদ্বন্দ্বীকে আগাম পাল্টা চাপে রাখতে জকোভিচ বলছেন, “কোনও কিছু নিয়ে বাড়াবাড়ি ভাল নয়। দিমিত্রভ অবশ্যই প্রতিভাবান, কিন্তু ওকে এখনও অনেক পথ পেরোতে হবে। একটা-দু’টো বড় প্লেয়ারকে হারালেই বিরাট পরিবর্তন ঘটে না।”
তারকাদের ভিড়ে জিতেছেন বার্তোলি, গাস্কে, ফেরার, হাস, টিপসারেভিচ, ওয়ারিঙ্কা, ইসনার। শেষ জন হারান সতীর্থ টিনএজার মার্কিন হ্যারিসন-কে। আর এর মধ্যেই মিক্সড ডাবলসে শীর্ষ বাছাই সানিয়া-লিন্ডসটেড জুটির প্রথম রাউন্ডেই বিদায় ঘটে গেল। |