মারধরে অভিযুক্ত সিপিএমও
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে গত দু’দিন ধরে একতরফা ভাবে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ করছিল সিপিএম। শুক্রবার পিংলাতে তার পাল্টা অভিযোগ করল তৃণমূল। অভিযোগ, এ দিন মনোনয়ন দিয়ে ফেরার সময় তৃণমূলের তিন জনকে ব্যাপক মারধর করে সিপিএম। ভেঙে দেওয়া হয় মোটরবাইকও। তৃণমূলের পিংলা ব্লকের সভাপতি গৌতম জানার অভিযোগ, “মনোনয়ন দেওয়ার পর বাড়ি ফেরার পথে অতর্কিতে আক্রমণ করে সিপিএম। তাতে চার জন গুরুতর আহতও হন। তাঁদের পিংলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়।” অভিযোগ উড়িয়ে দিয়ে সিপিএমের পিংলা জোনাল কমিটির সম্পাদক নয়ন দত্ত বলেন, “পরিকল্পিত অভিযোগ। নিজেরাই সন্ত্রাস করে চার দিক দাপিয়ে বেড়াচ্ছে। পুলিশকে জানিয়েও ফল মিলছে না।” |
|
মেদিনীপুরে সদর ব্লকে মনোনয়নপত্র জমা। |
গত দু’দিনই বৃষ্টি হয়েছে জেলায়। বৃষ্টিকে উপেক্ষা করেই অবশ্য মনোনয়ন জমা পড়ার ঘটনাও ঘটেছিল। শুক্রবার সকাল থেকেই আকাশ ছিল পরিষ্কার। ফলে এ দিন মনোনয়ন জমা দেওয়ার ভিড়ও ছিল চোখে পড়ার মতো। এ দিন সকালেই বেশ কয়েকজন বামপন্থী সমর্থক নির্দল হিসাবে মনোনয়ন জমা দেওয়ার জন্য মেদিনীপুর সদর ব্লকে হাজির হন। কিন্তু বিডিও অফিস থেকেই তৃণমূলের লোকেরা তাঁদের মারধর করে বের করে দেয় বলে অভিযোগ। ফলে মনোনয়ন জমা না দিয়েই ফিরে যেতে হয় তাঁদের। আবার চন্দ্রকোনা ১ ব্লকেও সিপিএম সমর্থকেরা মনোনয়ন জমা দিতে গেলে তাঁদের জোর করে বের করে দেওয়ার চেষ্টা করে তৃণমূল। সিপিএম নেতা সুনীল চক্রবর্তীর অভিযোগ, “যাতে আমাদের প্রার্থীরা কেউ মনোনয়ন জমা না দিতে পারে সে জন্য বিডিও অফিসে জমায়েত করছে তৃণমূল।”
তৃণমূল নেতা গৌতম ভট্টাচার্যের পাল্টা দাবি, “আমাদের দলের কেউ বাধা দেয়নি। প্রার্থী খুঁজে না পেয়ে সিপিএম কুৎসা রটাচ্ছে।” এ দিন মাদপুরেও সিপিএম কর্মীরা মনোনয়ন জমা দিয়ে বাড়ি ফেরার সময় মারধর করা হয় বলে অভিযোগ করেন সিপিএমের মাদপুর জোনাল কমিটির সম্পাদক কামের আলি। বেলদাতেও মনোনয়নকে কেন্দ্র করে সিপিএমৃ-তৃণমূলের বচসা হয়। অন্য দিকে কেশপুরে বিজেপিকে মনোনয়ন জমা দিতে না দেওয়ায় বিজেপি-র পক্ষ থেকে শুক্রবার অতিরিক্ত
পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
কেন তৃণমূলের বিরুদ্ধে সর্বত্রই সন্ত্রাস সৃষ্টির অভিযোগ উঠছে? তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “সিপিএম মিথ্যে কথা বলছে। পিংলার ঘটনাই প্রমাণ করে সিপিএম রয়েছে সিপিএমেই। ওরাই সন্ত্রাস সৃষ্টির পরিকল্পনা করেছে। যদি আমরা বাধা দিতাম তা হলে ওরা মনোনয়ন জমা দিচ্ছে কী করে।”
|
পুরনো খবর: বিরোধী প্রার্থীদের বাধা, নির্বিঘ্ন হল না প্রথম দিন |
|