সব ব্লকে পর্যবেক্ষকই পৌঁছলেন না এখনও
নোনয়ন-পর্ব শুরু হয়েছে। অথচ, পশ্চিম মেদিনীপুর জেলার ২৯টি ব্লকের মধ্যে ৪টি ব্লকে এখনও পর্যবেক্ষকই এসে পৌঁছননি। এই পরিস্থিতিতে কী ভাবে ওই সব ব্লকে সুষ্ঠু ভাবে মনোনয়ন-পর্ব শেষ হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ব্লক পর্যবেক্ষকদের নিয়ে শুক্রবার মেদিনীপুর সার্কিট হাউসে এক বৈঠক হয়। জেলার পর্যবেক্ষক দীপক ঘোষের পাশাপাশি ছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, দুই পুলিশ সুপার সুনীল চৌধুরী এবং ভারতী ঘোষ প্রমুখ। সেখানেও এই বিষয়টি ওঠে।
জেলা প্রশাসন সূত্রে খবর, ২৯টি ব্লকের মধ্যে গড়বেতা-১, খড়্গপুর-২, মেদিনীপুর সদর এবং ঝাড়গ্রামএই ৪টি ব্লকে এখনও পর্যবেক্ষক এসে পৌঁছননি। এর মধ্যে গড়বেতা-১ এ যাঁকে পর্যবেক্ষক করা হয়েছিল, তিনি ছুটিতে রয়েছেন। তাঁর জায়গায় অন্য এক অফিসারকে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। শীঘ্রই এসে পৌঁছবেন। জেলার পর্যবেক্ষক দীপকবাবু বলেন, “বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছি। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে।”
জেলার সব ব্লকের পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক। —নিজস্ব চিত্র।
শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্কিট হাউসে বৈঠক শুরু হয়। এলাকার ঠিক কী পরিস্থিতি, কী কী অভিযোগ আসছে, ব্লক পর্যবেক্ষকদের কাছে তা জানতে চান জেলার পর্যবেক্ষক। ব্লক পর্যবেক্ষকরা তাঁদের মতামত জানান। বৈঠকে জেলাশাসক এবং দুই পুলিশ সুপারের কাছ থেকেও জেলার পরিস্থিতির কথা জানতে চান পর্যবেক্ষক। জানা গিয়েছে, ব্লক এবং জেলায় সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন দীপকবাবু। তাঁর পরামর্শ, সমন্বয় রেখে কাজ করলে সে ভাবে সমস্যা হবে না। কাজ এগোতেও সুবিধে হবে। জঙ্গলমহলে কেন্দ্রীয় বাহিনীকেও নির্বাচনের কাজে লাগানো হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি কাটাতে বাহিনী এলাকায় ঘুরবে। টহলদারি চলবে। তল্লাশির কাজ যেমন চালাচ্ছে, তেমনই চালাবে বাহিনী। প্রত্যন্ত গ্রামগুলোয় নজরদারি আরও বাড়ানো হবে।
বৈঠক শেষে এক প্রশ্নের উত্তরে জেলার পর্যবেক্ষক দীপকবাবু বলেন, “জঙ্গলমহলে কিছু সমস্যা থাকেই। সেই সব সমস্যাগুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। স্পর্শকাতর বুথগুলোর দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। জঙ্গলমহলে যৌথ বাহিনী এরিয়া ডোমিনেশনের কাজ করবে। তারপর নির্দেশ আসবে মতোই পদক্ষেপ করা হবে।”
ছত্তীসগঢ়ের ঘটনার পর কী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে? জেলার পর্যবেক্ষকের জবাব, “ওই ঘটনার পর সতর্ক থাকতেই হবে। পুরো পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পুলিশ সুপাররা তাঁদের মতামত জানিয়েছেন। আগের থেকে জঙ্গলমহলের পরিস্থিতি এখন ভাল। তা-ও যা যা পদক্ষেপ করার আমরা করব। যেগুলো রাজ্য নির্বাচন কমিশনকে জানানোর জানাব।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.