|
|
|
|
টুকরো খবর |
ভর্তি নিয়ে পরিদর্শকের দ্বারস্থ সিপি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীকে নিজ স্কুলে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ করে দেওয়া, অনান্য স্কুলের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশ করা, সংরক্ষিত আসনগুলোয় সরকারি নিয়ম অনুযায়ী ভর্তির ব্যবস্থা করা-সহ বেশ কিছু দাবিতে শুক্রবার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড়কে স্মারকলিপি দিল ছাত্র পরিষদ। শুক্রবার দুপুরে সংগঠনের এক প্রতিনিধি দল জেলা শিক্ষা ভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে। দাবিগুলো জানায়। দাবি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেন জেলা বিদ্যালয় পরিদর্শক। ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন, “নির্দিষ্ট কিছু দাবি নিয়েই এই কর্মসূচি। আমরা সমস্ত বিভাগে ন্যূনতম দশ শতাংশ আসন বৃদ্ধিরও দাবি জানিয়েছি।”
|
ফব-সিপিআই কাজিয়া তুঙ্গে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর শহর লাগোয়া কঙ্কাবতী পঞ্চায়েতের কালগাং এলাকার একটি আসন নিয়ে সিপিআই এবং ফরওয়ার্ড ব্লকের মধ্যে তীব্র দ্বন্দ্ব শুরু হয়েছে। ফব’র জেলা সভাপতি সুকুমার ভুঁইয়া প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ এনেছেন। তাঁর কথায়, “ফ্রন্টের বৈঠকে যে আসন ছাড়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা ছাড়া হচ্ছে না।” শুক্রবার ফ্রন্টের জেলা আহ্বায়ক তথা সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকারের সঙ্গেও সরাসরি কথা বলেন সুকুমারবাবু। সিপিআই অবশ্য তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছে। দলের জেলা সম্পাদক সন্তোষ রাণা বলেন, “ওই আসন নিয়ে আলোচনা চলছে।” |
|
|
|
|
|