মাওবাদ সন্ত্রাস, বোধোদয় শিন্দের
মাওবাদী হামলায় কংগ্রেসের এত জন নেতা-কর্মীদের মৃত্যুর পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে উপলব্ধি করলেন, মাওবাদী আন্দোলন আসলে সন্ত্রাসবাদ। তাঁর উপলব্ধি: “এত দিন মনে হয়েছিল, মাওবাদ একটা আন্দোলন। কিন্তু এখন যা চলছে তাকে সন্ত্রাসবাদ ছাড়া আর কিছুই বলা যায় না। এই সন্ত্রাসবাদ ঠেকাতে কেন্দ্র ও রাজ্য, আরও জোরদার যৌথ অভিযান চলবে।” আজ রায়পুরে তিনি এ কথা জানিয়েছেন।
গত ২৫ মে দরভায় কংগ্রেসের পরিবর্তন যাত্রায় হামলা চালিয়ে মাওবাদীরা ২৪ জনকে খুন ও ৩৩ জনকে জখম করার পরে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী কিংবা রাহুল গাঁধী এলেও শিন্দে আজই নয়াদিল্লি থেকে বিশেষ বিমানে রায়পুরে এসে পৌঁছন। রায়গড়ের নন্দেলি-তে ছত্তীসগঢ় রাজ্য কংগ্রেস সভাপতি নন্দকুমার পটেলের বাড়িতেও যান তিনি। ওই দিনের হামলায় নন্দকুমারের সঙ্গে তাঁর ছেলে দীনেশকেও নৃশংস ভাবে হত্যা করে মাওবাদীরা। নন্দেলি থেকে ফিরে রায়পুরের আহতদের দেখতে হাসপাতালে যান শিন্দে।
পরে রাজভবনে মুখ্যমন্ত্রী রমন সিংহ, রাজ্যপাল শেখর দত্ত-সহ নিরাপত্তা বাহিনী ও পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিংহ, কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এনআইএ) ডিজি শরদচন্দ্র সিংহ, রাজ্য পুলিশের ডিজি রাম নিবাস, সিআরপিএফের ডিজি প্রণয় সহায় এবং আইজি (অপারেশন) জুলফিকার হাসান-সহ অন্যরা।
বৈঠকের পরে রাজভবনেই মুখ্যমন্ত্রী রমনকে সঙ্গে নিয়ে শিন্দে বলেন, “আমরা স্থির করেছি, মাওবাদী দমনে এ বার যৌথ অভিযান চালানো হবে। রাজ্য যা সাহায্য চাইবে, দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন, আমরা একসঙ্গে লড়ব। মাওবাদী দমনে প্রতিটি রাজ্যেরই নিজস্ব বাহিনী রয়েছে। এ বার যৌথ অভিযান চলবে।” এটা কি গোয়েন্দা ব্যর্থতা নয়? শিন্দের মন্তব্য: “প্রাথমিক ভাবে মনে হয়, কিছুটা গাফিলতি আছে, তবে এখন তদন্ত চলছে। কী হয়েছে তা দেখতে হবে। এখন কিছু বলা ঠিক নয়।”
এরই পাশাপাশি তাঁর মন্তব্য, “যা দেখছি, কী ২০১০-এর (টারমেটলায় ৭৬ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু) ঘটনা, কী গত ২৫ মে-র ঘটনা, একে সন্ত্রাসবাদ ছাড়া আর কিছু বলা যাবে না। আমাদের নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে। তদন্ত চলছে। মুখ্যমন্ত্রীও বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।”
গোটা ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে যে রাজনৈতিক বিরোধের সৃষ্টি হয়েছে তা ঠিক নয় বলে মন্তব্য করেন শিন্দে। একই সঙ্গে এই ঘটনায় অজিত জোগী বা কোন্টার কংগ্রেস বিধায়ক কাওয়াসি লখমার নাম জড়ানোর প্রশ্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের বলেন, “গোটা বিষয়টাই তদন্তাধীন। তদন্ত শেষ হলে যা কিছু আছে সব সামনে আসবে।”
চালকহীন বিমানের (আনম্যানড এরিয়াল ভেহিকল্স অথবা ইউএভি) পাঠানো ছবিকে কি যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি? তদন্ত চলছে বলে শিন্দে আজ এই প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি। যেমন, এই ঘটনায় সামরিক বাহিনীকে নামানো হবে কি না জানতে চাইলে তার জবাবও এড়িয়ে যান তিনি। শিন্দের পাশে থাকলেও মুখ্যমন্ত্রী রমন এ দিন সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.