|
|
|
|
বাগানে টোলগের ইনিংস শেষ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টোলগে ওজবের সঙ্গে ‘গোল্ডেন হ্যান্ডশেক’ করেই তাঁকে ছেঁটে ফেলল মোহনবাগান। ফলে সবুজ-মেরুনে শেষ অস্ট্রেলীয় স্ট্রাইকারের ইনিংস।
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতার নামী আবাসনে দলের ফিজিও জোনাথনের বাড়িতে বসে টোলগের সঙ্গে কথা বলে সব কিছু চূড়ান্ত করে ফেলেন বাগান কর্তারা। আলোচনার সময় ক্লাবের ফুটবল বিভাগের লোকজন ছাড়াও উপস্থিত ছিলেন এফপিএ-র এক সদস্য।
বাগানের সঙ্গে দু’বছরের চুক্তি ছিল টোলগের। এক বছর বাকি থাকতে সেই চুক্তি ভেঙে ক্লাব তাঁকে তাড়াতে চায় জেনে টোলগে যোগাযোগ করেন অস্ট্রেলীয় প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে। সেখান থেকে তাঁকে পরামর্শ দেওয়া হয়, এফপিএ-র কোনও প্রতিনিধিকে সঙ্গে নিয়ে ক্লাবের সঙ্গে কথা বলতে। আলোচনা করে সন্তুষ্ট টোলগে এর পর কাগজপত্রে সই করে দেন। টোলগেকে টোকেনও ফিরিয়ে দেন বাগান কর্তারা। সচিব অঞ্জন মিত্রও রাতে বলেন, “টোলগেকে নিয়ে আর সমস্যা নেই।”
বিশ্বস্ত সূত্রের খবর, ক্ষতিপূরণের টাকা এখনও হাতে পাননি টোলগে। শুক্রবার টোলগের হাতে প্রাপ্য টাকা দেওয়ার চেষ্টা চালাচ্ছে মোহনবাগান। টাকা হাতে পেলেই বান্ধবী সেরাপকে নিয়ে দেশে ফিরে যাবেন টোলগে। আর কি তিনি ভারতে ফিরবেন? পুণে এফসি তাঁর সঙ্গে প্রাথমিক কথা বললেও এখনও চূড়ান্ত কিছু হয়নি।
বাগানের চুক্তি ভাঙা নিয়ে এ দিন কোনও কথা বলতে চাননি টোলগে। শুধু বলেন, “সময় এলে সব বলব।” টোলগেকে দেখে বাইরে থেকে অবশ্য বোঝা যায়নি এ দিনই মোহনবাগান তাঁকে ‘গুডবাই’ জানিয়েছে। এমনকী বাগান কর্তাদের হাসিমুখে বিদায় জানান তিনি। টোলগে কিছু না বললেও তাঁর বান্ধবী সেরাপ বলছিলেন টোলগের মানসিক যন্ত্রণার কথা। “ও মানসিক ভাবে খুব ভেঙে পড়েছে। ভাবেইনি মোহনবাগানে এসে এ রকম হবে। ভীষণ মন খারাপ ওর।” |
|
বিদায় কলকাতা। মাঝখানে আর হয়তো দু’একদিন। —নিজস্ব চিত্র |
ইস্টবেঙ্গলে দুর্দান্ত খেলে মোহনবাগানে এসে চূড়ান্ত ব্যর্থ টোলগে। কোনও ট্রফি দিতে পারেননি। তাঁদের আনা টোলগে দেশ ছাড়ছেন শুনে ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার বললেন, “ইস্টবেঙ্গল ছেড়ে যাওয়ার পর টোলগে আমাদের কাছে বহু বার আফসোস করেছে। আমাকেই তো বলেছে, ও ভুল করেছিল। এখন তাই হা-হুতাশ করছে।”
যাঁর সঙ্গী হয়ে বাগান জার্সিতে আগুন ঝরাবেন বলে আশায় ছিলেন টোলগে, সেই ওডাফা অবশ্য এ দিনও ছিলেন সতীর্থের প্রতি ‘সমব্যথী’! গত মরসুমে মাঠে এবং মাঠের বাইরে ওডাফা-টোলগে বিরোধ অনেক বার প্রকাশ্যে এসেছে। আবার মিটেও গেছে। কিন্তু টোলগে-বিদায়ের কথা শুনে ওডাফা বললেন, “চোট-আঘাত ওর পারফরম্যান্সে একটা প্রভাব ফেলেছিল ঠিকই। তবে ওকে মোহনবাগান কেন রাখছে না জানি না। বলতেও পারব না। ভাল ফুটবলার ছিল। ওকে মিস করব।”
টোলগে অবশ্য ওডাফা নিয়ে পালটা কোনও মন্তব্য করেননি। মোহনবাগান এ ভাবে তাঁকে তাড়িয়ে দেওয়ায় ‘ক্ষোভ’ আছে কি না জানতে চাইলে শুধু বললেন, “নো কমেন্টস।”
এখন দেখার, ক্ষতিপূরণের টাকা (প্রায় ৩১ লাখ) হাতে পাওয়ার পর টোলগের বিস্ফোরণ ঘটে কি না? নাকি নিঃশব্দেই ফিরে যাবেন অস্ট্রেলিয়ায়? যেখানে আগেই ফিরে গিয়েছেন তাঁকে ভারতে আনা ট্রেভর জেমস মর্গ্যান-ও।
|
পুরনো খবর: টোলগেকে ক্ষতিপূরণ দিতে হবে তিরিশ লাখ |
|
|
|
|
|