|
|
|
|
টেস্ট বাঁচাতে কুম্বলের কমিটির নয়া দাওয়াই
নিজস্ব প্রতিবেদন |
অন্য জনপ্রিয় ফর্ম্যাটকে গুরুত্ব দিতে গিয়ে টেস্ট ক্রিকেটকে শিকেয় তুলে দেওয়া যে মোটেই পছন্দ নয় আইসিসি-র, তা সাফ জানিয়ে দিল অনিল কুম্বলের ক্রিকেট কমিটি। এ বার ফতোয়া জারি হতে চলেছে, কোনও দেশ চার বছরে আইসিসি-র নির্ধারিত সংখ্যার চেয়ে কম টেস্ট খেললে তাদের টেস্ট খেলার অধিকার কেড়ে নেওয়া হবে।
ক্লাইভ লয়েডের হাত থেকে আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈঠকে বসেছিলেন ভারতের সফলতম স্পিনার কুম্বলে। আইসিসি-র একটি সূত্র জানাচ্ছেন, প্রতি দেশের জন্য টেস্ট ম্যাচ খেলার ন্যূনতম সংখ্যা বছরে চার অর্থাৎ চার বছরে ১৬ হওয়ার সম্ভাবনাই বেশি।
গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ বোর্ড নিজেদের মধ্যে ঠিক করে নেয়, দু’টি টেস্ট, তিনটি ওয়ান ডে ও দুটি টি-টোয়েন্টির বদলে তারা ভারতকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। জুলাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের দু’টি টেস্ট খেলার কথা। তার বদলে তারা পাঁচটি ওয়ান ডে ও দু’টি টি-টোয়েন্টি খেলবে বলে ঠিক করেছে। ফলে দেশের মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে দু’টি ম্যাচ ছাড়া সারা বছরে আর কোনও টেস্ট নেই ক্যারিবিয়ানদের। দক্ষিণ আফ্রিকারও শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলার কথা এ’বছর। কিন্তু জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজ থাকায় শ্রীলঙ্কার টেস্ট সিরিজে আগ্রহ নেই। তাই দক্ষিণ আফ্রিকানরা ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলেই দেশে ফিরে যাবে। এ ভাবে টেস্ট ক্রিকেটের সর্বনাশ রোখার জন্যই এই ফতোয়া। এই ফতোয়া জারি করে এ বার থেকে সিরিজের ফর্ম্যাটের যথেচ্ছ বদল রুখতে চায় আইসিসি।
আইপিএল ফাইনালের পরই লর্ডসে দু’দিনের ক্রিকেট কমিটির বৈঠকে যোগ দিতে লন্ডন পাড়ি দেন চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর কুম্বলে। |
|
|
|
|
|