|
|
|
|
১৫ সালওয়া জুড়ুম কর্মীকে খুনের হুমকি মাওবাদীদের
তাপস সিংহ • রায়পুর |
মহেন্দ্র কর্মার পরে আরও ১৫ জন প্রাক্তন সালওয়া জুড়ুম কর্মীকে খুন করার হুমকি দিল মাওবাদীরা। আজ সুকমার জেলাশাসকের দফতরে চিঠি পাঠিয়ে এই হুমকি দেয় সিপিআই (মাওবাদী)-র দারভা কমিটি।
মাওবাদীদের হুমকি, প্রাক্তন সালওয়া জুড়ুম কর্মীদের তারা খুন করবেই। গোটা নিরাপত্তাবাহিনী পাহারা দিলেও তাদের রক্ষা করতে পারবে না। মাওবাদী-বিরোধী এই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন মহেন্দ্র।
অন্য দিকে, কংগ্রেসের নেতা-কর্মীদের উপরে মাওবাদীদের প্রাণঘাতী হামলার পরে ছত্তীসগঢ়ের বিজেপি সরকার বস্তারের উন্নয়নে আরও জোর দিতে চায়। আজ নয়া রায়পুরের মন্ত্রালয়ে সর্বদল বৈঠকের পরে মুখ্যমন্ত্রী রমন সিংহ বলেন, “নকশালপন্থীদের উপদ্রব কমাতে বস্তারে উন্নয়ন প্রক্রিয়া আরও জোরদার করতে হবে। রাজনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়াও চলবে।” তবে এই সর্বদল বৈঠক বয়কট করে কংগ্রেস। তাদের এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। ‘পরিবর্তন যাত্রা’র কনভয়ে মাওবাদী হামলার পরিপ্রেক্ষিতে ‘চক্রান্তে’র যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে রমন বলেন, “ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে কাউকেই ছাড়া হবে না। মাওবাদীদেরও ধরা হবে এবং সাজা দেওয়া হবে।” আসন্ন বিধানসভা নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও নিরুপদ্রব হয়, তার জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আজকের বৈঠকে বিজেপি ছাড়াও সামিল হয় সিপিএম, সিপিআই, এনসিপি, বিএসপি-র মতো দলগুলি। তাৎপর্যপূর্ণ ভাবে রমন আজ বলেছেন, “বিজেপি-র ‘বিকাশ যাত্রা’ ও কংগ্রেসের ‘পরিবর্তন যাত্রা’য় ভাল সাড়া মিলেছে। দু’টি যাত্রাই রাজ্যের শেষ গ্রাম পর্যন্ত পৌঁছয়। এ জন্যই মাওবাদীরা ক্ষিপ্ত হয়েছে। তারা ভেবেছে, গণতান্ত্রিক প্রক্রিয়া যখন পৌঁছেই গিয়েছে, তখন তাদের কথা আর কে শুনবে? এই রাগ থেকেই তারা এমন কাপুরুষোচিত কাজ করেছে।”
|
পুরনো খবর:
• মহেন্দ্র-নন্দ-শুক্লরা শত্রু, দায় স্বীকার মাওবাদীদের
• ছত্তীসগঢ়ে খতম সালওয়া জুড়ুমের হোতা, জখম বিদ্যাচরণ |
|
|
|
|
|