নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
কাঠগোলার দুই কর্মীকে খুনে কয়লা মাফিয়া শেখ আমিন ও শেখ শাজাহানের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দুর্গাপুর আদালত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালের ১৪ ডিসেম্বর ফরিদপুর (লাউদোহা) থানার মাধাইগঞ্জ মোড়ের কাছে কয়লা মাফিয়া শেখ সেলিমের এক ভাইয়ের কাঠগোলায় দুই কর্মীকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মারা যান এক জন। হাসপাতালে মৃত্যু হয় অন্য জনের। ঘটনায় মূল অভিযুক্ত ছিল আমিন ও শাজাহান। এলাকায় বেআইনি কয়লা কারবারে প্রতিদ্বন্দ্বী শেখ সেলিমের উপরে চাপ বাড়াতেই তারা এমন ঘটিয়েছিল বলে পুলিশের একাংশের মত। অভিযুক্তরা এলাকায় আরও নানা অপরাধের ঘটনায় অভিযুক্ত। শুধু ফরিদপুর (লাউদোহা) নয়, বীরভূমের ইলামবাজার থানাতেও শেখ আমিনের নামে অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ জানায়, দুই অভিযুক্তই দীর্ঘ দিন পলাতক ছিল। ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে লাউদোহার আমদহি গ্রামে তৃণমূল কর্মী শেখ খোকন ও শেখ কামালকে তুলে নিয়ে গিয়ে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। শেখ আমিন, শেখ শাজাহান-সহ কুড়ি জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। বিধানসভা ভোটের আগে এই ঘটনা নিয়ে আন্দোলনে নামে তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্রের মতো দলের শীর্ষ নেতারা এলাকায় এসে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান পুলিশের কাছে। ঘটনার ছ’দিন পরে আমদহি থেকেই একটি নাইন এমএম পিস্তল ও ছয় রাউন্ড গুলি-সহ গ্রেফতার করা হয় আমিন ও শাজাহানকে। মঙ্গলবার দুর্গাপুর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক দীপঙ্কর পাল দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। বুধবার সাজা ঘোষণা হয়। সরকারি আইনজীবি বশিষ্ঠ নারায়ণ ঠাকুর জানান, যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও দোষীদের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
|