দোমহানি হাট সংস্কারের দাবি |
দোমহানি হাটের সংস্কারের দাবিতে বুধবার বিক্ষোভ দেখালেন ক্রেতা ও বিক্রেতারা। এ দিন তাঁরা অভিযোগ করেন, প্রতি বুধবার এবং রবিবারে বারাবনি থানার এই এলাকায় হাট বসে থাকে। কর বাবদ প্রচুর টাকা ভূমি ও ভূমি রাজস্ব দফতরে জমাও পড়ে। কিন্তু তা সত্ত্বেও হাটটি সংস্কার করা হচ্ছে না বলে তাঁদের অভিযোগ। তাঁরা জানান, হাটের অকাধিক জায়গা আবর্জনায় ঢেকে গিয়েছে, ভেঙে গিয়েছে টিনের চালও। এমনকী যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে বলেও তাঁদের আশঙ্কা। বিক্ষোভ চলাকালীনই এ দিন ঘটনাস্থলে আসেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের রেভিনিউ অফিসার গদাধর পাল। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বিক্ষোভ থামে।
|
বিয়ের দিনই শ্রীঘরে গেল পাত্র। মঙ্গলবার সন্ধ্যায় রানিগঞ্জের শালডাঙা মুচিপাড়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই পাড়ারই বাসিন্দা মুকেশ গুপ্তর বিয়ের দিন ছিল বুধবার। কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় পাড়ারই এক যুবতী মুকেশের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করে। তার ভিত্তিতে মঙ্গলবার রাতেই মুকেশকে ধরে পুলিশ। বুধবার সকালে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হাজতে পাঠান। এদিকে মুকেশ গ্রেফতার হওয়ার পরে ওই পাড়াতেই অভিযোগকারী যুবতীর এক বান্ধবীর বাড়িতে চড়াও হন একদল বাসিন্দা। তাঁদের দাবি, মুকেশকে ফাঁসানো হয়েছে।
|
পানীয় জলের সমস্যা মেটানোর আর্জি জানিয়ে জেলাশাসকের কাছে চিঠি পাঠালেন মানকরের বাসিন্দা সুকুমার পাল। তিনি জানান, বুদবুদের মানকর স্টেশন লাগোয়া এলাকায় পানীয় জলের সঙ্কট বেশ কয়েক বছর ধরেই চলছে। আগে এলাকার তিনটি কলে জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে জল আসত। কিন্তু কয়েকবছর ধরেই তা বন্ধ। ফলে মানকর স্টেশনের একটিমাত্র নলকূপেই ভরসা বাসিন্দাদের। কিন্তু তাতে প্রয়োজন না মেটায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। এমনকী এই নলকূপটিও মাঝেমধ্যেই খারাপ হয়ে যায় বলে তাঁর অভিযোগ।
|
বধূ নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জয় বাউড়ি। বুধবার কেশবগঞ্জ এলাকায় বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়। সঞ্জয় বাউড়ির স্ত্রী দেবশ্রীদেবীর অভিযোগ, আট বছর আগে সঞ্জয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু মাসকয়েক আগে মারধর করে তাঁকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরেই থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
|
বিদ্যুতের সরঞ্জাম চুরির অভিযোগে এক ব্যক্তিকে ধরল কুলটি থানার পুলিশ। বুধবার রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির কুলটি শাখার তরফে অভিযোগ পেয়ে শিয়ালডাঙা থেকে দেবনাথ রবিদাস নামে ওই ব্যক্তিকে ধরা হয়।
|