রাজ্যপালের প্রশংসা
দুর্নীতি নিয়ে কটাক্ষ সূর্যের, পাল্টা পার্থের
রাজ্যপালের প্রশংসা। বিরোধীদের তীব্র আক্রমণ।
সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে দুই-ই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাস্তব থেকে অনেক দূরে দাঁড়িয়ে মমতার সরকার নিজেদের সাফল্যের ঢাক পেটাচ্ছে বলে আগেই সরব হয়েছিল বিরোধীরা। আরও এক ধাপ এগিয়ে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র সোমবার কটাক্ষ করেছেন, যে মনমোহন সিংহের সরকারের বিরুদ্ধে ইদানীং তৃণমূল নেত্রী খুব সরব, সেই ইউপিএ-র সঙ্গেই দুর্নীতি ও কেলেঙ্কারিতে প্রতিযোগিতা চলছে রাজ্য সরকারের! অভিযুক্তদের ‘ক্লিন চিট’ দিতে মুখ্যমন্ত্রী ব্যস্ত! তৃণমূল অবশ্য এই বিষয়ে বিরোধীদের কথা বলার নৈতিক অধিকার নিয়েই প্রশ্ন তুলেছে!
তবে মুখ্যমন্ত্রীকে স্বস্তি দিয়েছেন রাজ্যপাল এম কে নারায়ণন। রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’ ও ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ দিন রাজ্যের সাংবিধানিক প্রধানের মুখে শোনা গিয়েছে মমতা-সরকারের ভূয়সী প্রশংসা। প্রেক্ষাগৃহে প্রবেশের আগে এ দিন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁকে প্রশ্ন করেন, রাজ্য সরকার গত দু’বছরে কেমন কাজ করেছে বলে তাঁর মনে হয়? রাজ্যপালের জবাব, “সরকার ভালই কাজ করছে। কোনও সরকারের কাজের জন্য দু’বছর সময় যথেষ্ট নয়।” দু’বছর সময় যে যথেষ্ট নয়, রবিবার ফেসবুক-বার্তায় সেই কথা বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীও।
তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে
অন্য নেতাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: দেশকল্যাণ চৌধুরী
বিরোধী দলনেতা সূর্যবাবুও মনে করছেন, দু’বছর সময় যথেষ্ট নয়। মুখ্যমন্ত্রীকে আরও তিন বছর সরকার চালাতে হবে। কিন্তু ‘মর্নিং শোজ দ্য ডে’, এই আপ্তবাক্য মানলে গত দু’বছর মোটেও আশাপ্রদ নয়। আলিমুদ্দিনে এ দিন সূর্যবাবু বলেছেন, “কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী ও আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী সরাতে চাইছিলেন না শোনা গিয়েছে। বলা হচ্ছে, কংগ্রেস সরিয়েছে। এখানেও মুখ্যমন্ত্রীও দুর্নীতিতে অভিযুক্তদের ক্লিন চিট দিচ্ছেন। দল, প্রশাসন সব তো এখানে একই! ত্রিফলা কেলেঙ্কারি থেকে রাজ্যের ইতিহাসে বৃহত্তম কেলেঙ্কারি সারদা প্রতিটাতেই উনি প্রতিদিন সাফাই গাইছেন!” সারদা গোষ্ঠীর সঙ্গে সরকারের গড়াপেটার কথা তাঁরা গোড়া থেকেই বলে আসছেন। সেই সূত্রেই এ দিন সূর্যবাবুর আরও অভিযোগ, “হাজার হাজার কোটি টাকা লুঠ করেছে সারদা। এর পিছনে শাসক দলেরও ভূমিকা আছে।”
এই আক্রমণের জবাবে তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পাল্টা বলেছেন, “যদি স্বাস্থ্য দফতরই ধরি, প্রশান্ত শূর থেকে সূর্যবাবুর স্ত্রীর স্বেচ্ছাসেবী সংস্থা কোনটা বাদ দেব? ৩৫ বছরে নিজেদের ধুতি শতচ্ছিন্ন, তাঁরা আবার দুর্নীতির প্রতিযোগিতা দেখছেন! মানুষ যাঁদের প্রত্যাখ্যান করেছেন, তাঁরাই আবার ভেসে ওঠার জন্য নানা রকম বলে যাচ্ছেন। বাইরে বেরিয়ে দেখুন, মানুষ তো আপনাদের কথা শুনতে আসছেন না!” পার্থবাবুর দাবি, বেহালায় তিন দিন আগে ডিওয়াইএফআইয়ের কলকাতা জেলা সম্মেলন উপলক্ষে সূর্যবাবুর সভায় যত লোক হয়েছিল, এ দিন সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে তৃণমূলের মিছিলে ভিড় হয়েছিল তার চেয়ে বেশি। বেহালার রায়নগরের যে মাঠে সূর্যবাবুর সমাবেশ হয়েছিল, সেখানেই শুক্রবার পাল্টা সভাও করবেন পার্থবাবুরা।
কংগ্রেসের পাশে দাঁড়ানোর জন্য সিপিএম এখন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে বলে পার্থবাবু অভিযোগ করেছেন। কংগ্রেসও আক্রমণ অব্যাহত রেখেছে। রেল প্রতিমন্ত্রী তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী এ দিনই হুগলির পুড়শুড়ায় এক জনসভায় দাবি করেছেন, ভয় পেয়েই মুখ্যমন্ত্রী সারদা এবং ধনেখালি-কাণ্ডের সিবিআই তদন্তের বিরোধিতা করছেন। আবার সিপিএমের প্রবীণ বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লাও জয়নগরে দলীয় সভায় মমতার সরকার এবং সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে ‘চোরে চোরে মাসতুতো ভাই’ বলে বিঁধেছেন! সভায় ছিলেন সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়।
কৃষি, শিল্প, স্বাস্থ্য, পরিষেবা, উৎপাদন-সহ নানা ক্ষেত্রেই রাজ্য সরকার যে ব্যর্থতা ঢাকতে নিজেদের মতো পরিসংখ্যান দিয়ে প্রচার চালাচ্ছে, সেই অভিযোগও করেছেন সূর্যবাবু। তাঁর মন্তব্য, “বিধানসভায় রাজ্যপালের ভাষণে বলা হয়েছিল, বেসরকারি ক্ষেত্রে গত এক বছরে ৩ লক্ষ কর্মসংস্থান হয়েছে। মুখ্যমন্ত্রী বলতেন, ওটা ৭ লক্ষ। এখন মেলাতে পারছি, সে সব লোককে উনি চিট ফান্ডে ঢুকিয়েছেন!” বিরোধী দলনেতার অভিযোগ, দু’বছর পূর্তিতে রাজ্য সরকারের যাবতীয় প্রচারই অন্তঃসারশূন্য ও ভিত্তিহীন। তা হলে তাঁরা দু’বছরে এই সরকারকে দশে কত নম্বর দেবেন? সূর্যবাবুর জবাব, “আমরা নম্বর দিতে পারব না। নিজে প্রশ্ন করে নিজে উত্তর দিয়ে নিজেই নম্বর দিতে মুখ্যমন্ত্রী পারেন! মানুষ ঠিক বুঝতে পেরে ওঁকে নম্বর দিয়ে দেবেন। ওঁর তখন বুঝতে একটু দেরি হবে, এ-ই যা!”

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.