টুকরো খবর
মেট্রো চলবে নোয়াপাড়া পর্যন্ত, আশ্বাস
এ বার দমদম ছাড়িয়ে নোয়াপাড়া পর্যন্ত চলবে মেট্রো। আর কয়েক দিনের মধ্যেই দমদম থেকে নোয়াপাড়া পর্যন্ত ২.১ কিলোমিটার পথে মেট্রো চালু হবে। এ জন্য রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চিফ রেলওয়ে সেফটি অফিসার (উত্তর-পূর্ব সীমান্ত জোন) বলবীর সিংহ নতুন যাত্রাপথটি খতিয়ে দেখেছেন। প্রথমে ট্রলি, পরে ফাঁকা মেট্রো রেকে চড়ে তিনি আপ ও ডাউন লাইনে ঘুরে পরীক্ষা করেছেন। আগামী সপ্তাহেই রেলওয়ে সেফটি অফিসার (সিআরএস) রিপোর্ট দিয়ে জানিয়ে দেবেন বলে মেট্রো কর্তারা জানিয়েছেন। মেট্রো সূত্রে খবর, নোয়াপাড়া স্টেশনটি মাটি থেকে ৮ মিটার উঁচুতে তৈরি হয়েছে। স্টেশনটিতে মোট ৬টি চলমান সিঁড়ি, ৪টি পায়ে হাঁটা সিঁড়ি ও ৩টি লিফ্ট লাগানো হয়েছে। নির্মাণ করতে খরচ হয়েছে ১৮২ কোটি টাকা। মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ জানান, এতদিন দমদম-কবি সুভাষের মধ্যে ১৩৫ জোড়া ট্রেন চলত। সিআরএস-এর অনুমতি পাওয়ার পরে তার মধ্যে ২৫ জোড়া মেট্রো নোয়াপাড়া থেকে চলবে। এতে দমদম থেকে যাত্রীদের অসুবিধা হওয়ার কোনও আশঙ্কা নেই। এতদিন দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত ২৫.১৩ কিলোমিটার পথে মেট্রো চলত। এ বার তার সঙ্গে যুক্ত হবে আরও ২.১ কিলোমিটার। মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, নোয়াপাড়া থেকে আপাতত ৫ হাজারের মতো যাত্রীসংখ্যা ধরা হয়েছে।

ফের ভাঙল কাচ
আবার ভাঙল কাচ। সোমবার সকালে, কলকাতা বিমানবন্দরের নয়া টার্মিনালের ৫৯ নম্বর বোর্ডিং গেটের কাছে। ১১ মার্চ বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু হওয়ার পরে এ নিয়ে ২০টি কাচ ভাঙল। গত শুক্রবারেই কাচ ভেঙে আহত হন সিআইএসএফ-এর জওয়ান। তারও দিন তিনেক আগে হুইলচেয়ারে বসা দুই যাত্রীর পায়ের কাছে কাচ ভেঙে পড়ে। এই ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল সাংসদ ও বিমানবন্দরের পরামর্শদাতা কমিটির চেয়ারম্যান সৌগত রায় চিঠি দেন বিমানমন্ত্রী অজিত সিংহকে। তাঁর অভিযোগ, কাচ বসানোর বরাত নিয়ে গোলমাল হয়েছে। তিনি তদন্তের দাবি করেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বেদপ্রকাশ অগ্রবাল জানান, তদন্ত চলছে।

পুরনো খবর:
টিভি-র দাবি
জেলে ব্যক্তিগত ব্যবহারের জন্য টিভি চাইলেন মাওবাদী নেতা ভি বেঙ্কটেশ্বর রেড্ডি ওরফে তেলুগু দীপক। আলিপুর জেলে আছেন তিনি। দীপক সম্প্রতি জেল সুপারকে চিঠি লিখে এই দাবি জানান। কারা দফতর সূত্রের খবর, সাধারণ ভাবে ‘কনডেমড প্রিজনার’ বা ফাঁসির আসামিদের সেলে টিভি রাখার অনুমতি দেওয়া হয়। সেই নিয়মে আলিপুর জেলে আফতাব আনসারির সেলে টিভি রয়েছে। এক জেলকর্তার কথায়, “রাজনৈতিক বন্দি বা ডিভিশন ওয়ান বন্দিদেরও টিভি রাখার অনুমতি দেওয়া হয়। তাই দীপকের সেলে হয়তো টিভি রাখার অনুমতি দেওয়া হবে।”

পুরনো খবর:
ফিরে গেল বিমান
হাওয়ার দাপটে কলকাতায় নামতে না পেরে ভুবনেশ্বরে চলে গেল রাঁচি থেকে আসা এয়ার ইন্ডিয়ার বিমান। সোমবার বিকেলে কলকাতার মাথায় এসেও নামার জন্য অপেক্ষা করে আরও ৭টি বিমান। বিমানবন্দর সূত্রের খবর, সকালে কাঠমাণ্ডুর আবহাওয়া খারাপ থাকায় মালয়েশিয়া থেকে আসা দু’টি বিমান কলকাতায় নামে। পরে আকাশ পরিষ্কার হলে বিমান দু’টি উড়ে যায়।

মহিলার অপমৃত্যু
দমদমের ক্লাইভ হাউস এলাকায় এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, অপর্ণা সেন (৩৩) নামে ওই মহিলাকে তাঁর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল। তিনি জ্যোতিষ চর্চা করতেন। সোমবার তাঁর ঘর থেকে কটু গন্ধ পেয়ে পড়শিরা পুলিশে খবর দেন।

পুকুরে মৃতদেহ ঘিরে উত্তেজনা
এক ব্যক্তির মৃতদেহ ঘিরে সোমবার বিকেলে উত্তেজনা ছড়াল ময়দান থানা এলাকায়। মেয়ো রোড ও আউটরাম রোডের মোড়ে একটি পুকুরে ওই ব্যক্তির দেহ ভাসতে দেখে এলাকার বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ জানায়, মৃতের দেহে আঘাতের চিহ্ন ছিল না। তাঁর পরিচয় জানা যায়নি।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.