অফিস টাইমে ফের ভোগাল মেট্রো। তবে এ বার গোলমাল সাধারণ রেকে। সোমবার সকাল ১০টা ১০ নাগাদ কবি সুভাষগামী একটি ট্রেনে যান্ত্রিক গোলযোগের জেরে বন্ধ থাকে দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ এবং ডাউনের ট্রেন চলাচল। চূড়ান্ত হয়রান হন যাত্রীরা।
মেট্রো সূত্রের খবর, দমদম ছেড়ে বেলগাছিয়ায় ঢোকার পরেই বিকট শব্দ হয় ট্রেনটিতে। তড়িঘড়ি ট্রেন থামান চালক। বুঝতে পারেন, গিয়ারের সমস্যা থেকেই এই আওয়াজ। তবে প্রবল আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।
যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ট্রেন খালি করার সিদ্ধান্ত নেন মেট্রো কর্তৃপক্ষ। ট্রেনটিকে পাঠানো হয় কবি সুভাষ কারশেডে। |
ব্যস্ত সময়ে বিগড়ে গিয়ে আবার ভোগাল মেট্রো।—নিজস্ব চিত্র। |
এ দিকে, ব্যস্ত সময়ে এই বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। অভিযোগ, অফিস যাওয়ার সময়ে প্রায় প্রতিদিনই মেট্রোর জন্য দুর্ভোগ হয়। এ দিকে সাময়িক মেট্রো-বিভ্রাটের জেরে দমদম থেকে ধর্মতলা এবং ডালহৌসিগামী বাসগুলিতে ভিড়ে ঠাসাঠাসি অবস্থা হয়। যদিও ২০ মিনিটেই পরিষেবা স্বাভাবিক হয় বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন।
তবে বাতানুকূল রেকে নয়, এ দিন গোলমাল হয়েছে সাধারণ রেকে। যার অধিকাংশই পুরনো। এদের গড় আয়ু শেষ হয়েছে। কয়েকটি ঠিক করা হলেও বাকিগুলি বাতিলের তালিকায় রয়েছে। মেট্রো কর্তাদের বক্তব্য, সেই রেকে যান্ত্রিক ত্রুটি হওয়াই স্বাভাবিক। রেকগুলি না বদলানো পর্যন্ত এই গোলমাল চলবে বলেই মনে করেন তাঁরা। |