ধনেখালির প্রভাব পঞ্চায়েতে পড়বে না, দাবি তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • ধনেখালি |
আদালত ধনেখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিলেও পঞ্চায়েত ভোটে ওই ঘটনার প্রভাব পড়বে না বলে দাবি করলেন তৃণমূল নেতৃত্ব। সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রবিবার বিকেলে ধনেখালি বাসস্ট্যান্ডে জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ মুকুল রায় বলেন, “খুবই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই সভা হচ্ছে। ধনেখালিতে যে অপপ্রচার চলছে, পঞ্চায়েত ভোটে তার কোনও প্রভাব পড়বে না।”
ধনেখালিতে পুলিশের হেফাজতে তৃণমূল কর্মী কাজি নাসিরুদ্দিনের মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের। কিন্তু এ দিন ধনেখালিতে তৃণমূল নেতৃত্ব অসীমাদেবীর উপস্থিতিতে তাঁর পক্ষেই সওয়াল করেছেন। মুকুলবাবুর দাবি, নাসিরুদ্দিনের মৃত্যুর ঘটনায় অসীমাদেবীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা সিপিএম এবং কংগ্রেসের ‘অপপ্রচার’। কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না বলেন, “কী ঘটনা ঘটেছে, তা জানার জন্য অসীমাদেবী ওসি-কে ফোন করে থাকলে তা অপরাধ নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তো বলেছেন, ওই ঘটনায় কেউ দোষ করে থাকলে তার শাস্তি হবে।” অসীমাদেবীর কথায়, “সিপিএম এবং কংগ্রেস ধনেখালির ব্যাপারে যতই অপপ্রচার করুক, এখানকার মানুষ জানেন এর কোনও মানে নেই। অনেক কাগজ লিখছে, টিভিতে দেখাচ্ছে, ধনেখালিতে তৃণমূলের গেরো আলগা হয়ে গিয়েছে। কিন্তু এই জনসভাই প্রমাণ, আমাদের গেরো আরও মজবুত হয়েছে।”
গত ১৮ জানুয়ারি নাসিরুদ্দিনকে গ্রেফতার করে ধনেখালি থানার পুলিশ। ওই রাতে পুলিশি হেফাজতেই তাঁর মৃত্যু হয়। নাসিরুদ্দিনের স্ত্রী মানুজা বিবির অভিযোগ, অসীমাদেবীর মদতে তাঁর স্বামীকে খুন করা হয়েছে। ওই ঘটনার সিআইডি তদন্তে অসন্তুষ্ট হয়ে কলকাতা হাইকোর্ট গত সপ্তাহে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। প্রত্যাশিত ভাবেই পঞ্চায়েত ভোটের আবহে গোটা বিষয়টি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে নেমেছে কংগ্রেস এবং সিপিএম।
কংগ্রেস নেতা আব্দুল মান্নান আগাগোড়াই ধনেখালি কাণ্ডের বিচার চেয়ে সক্রিয় রয়েছেন। যে কারণে এ দিন বেচারামবাবু মান্নানের নাম না করে তাঁকে কটাক্ষ করেন। তিনি বলেন, “যে কোনও মৃত্যুই বেদনাদায়ক। কিন্তু কংগ্রেস এটা নিয়ে রাজনীতি করছে। ওদের এক জন নেতা নিজেকে জাহির করার জন্য কাগজে বিবৃতি দেন। সিঙ্গুরের এক জন মানুষও তাঁর সঙ্গে ছিলেন না। ধনেখালিরও কেউ ওঁর সঙ্গে নেই।”
|