টুকরো খবর |
বাড়ি ফিরল মেয়ে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আরজিকর হাসপাতাল থেকে ফিরল আগরপাড়ার মহাজাতি নগর হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত নেপাল দাসের মেয়ে রূপা (১৪)। বেলঘরিয়ায় মামার বাড়িতে ফিরে রূপার অভিযোগ, তার বাবার খোঁজ নেই। পুলিশও কিছু জানাচ্ছে না। ১৭ এপ্রিল রাতে জুডোর পোশাক পরে তলোয়ার নিয়ে স্ত্রী সোমা, বৌদি রত্না, ভাইপো শুভঙ্কর, ছেলে সোমনাথ এবং মেয়ে রূপাকে মারার চেষ্টা করে নেপাল দাস। পরদিন সোমা, রত্না ও শুভঙ্করের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ১৯ এপ্রিল আরজিকরে মারা যায় সোমনাথ। ওই দিনই গ্রেফতারের পরে নেপালকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করে পুলিশ। ছাড়া পেলে তাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। রূপা এ দিন বলে, “আমার বাবা অন্যায় করেছে। ঠাকুর্দা-ঠাকুমা তাঁকে মানসিক অত্যাচার করত। বাড়ি থেকে বার করে দেবে বলত। বাধ্য হয়ে বাবা এই কাজ করেছে।”
|
প্রার্থী বাছতে কমিটি তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
আসন্ন পঞ্চায়েত ভোটে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে উত্তর ২৪ পরগনায় দলীয় বিধায়কদের নেতৃত্বে কমিটি গড়ে আসরে নামছে তৃণমূল। শনিবার মধ্যমগ্রামে দলের জেলা কার্যালয়ের একটি বৈঠকে ওই সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেতৃত্ব। দলের জেলা পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের জন্য প্রতিটি ব্লকে এক জন করে দলীয় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। ব্লক স্তরে বিধায়ককে চেয়ারম্যান করে ১১ জনের একটি কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির সদস্যেরাই গ্রামে গিয়ে মানুষের সঙ্গে আলোচনা করে প্রার্থী বাছাই করবেন। তবে, জেলা পরিষদের প্রার্থী বাছাই করবেন রাজ্য নেতৃত্ব। ৪ জুনের মধ্যে প্রার্থী-তালিকা চূড়ান্ত হয়ে যাবে। তাঁর দাবি, “জেলায় কোনও স্পর্শকারত বুথ নেই।” বৈঠকে জ্যোতিপ্রিয়বাবু ছাড়াও উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, সাংসদ সৌগত রায়, দীনেশ ত্রিবেদী প্রমুখ।
|
প্রেমিকার বাড়ি থেকে উদ্ধার যুবকের দেহ
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
‘প্রেমিকা’র বাড়ি থেকে এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে গাইঘাটার সোনাটিকারি কলোনি এলাকার ঘটনা। নিহতের নাম ভজন সাহা (৩৫)। বাড়ি স্থানীয় ঢাকুরিয়ার উদয়ন পল্লিতে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে নিহতের ভাই বিশ্বজিৎ সাহা জানিয়েছেন, ঘটনায় ভজনের প্রেমিকা শীলা মণ্ডল জড়িত। তাঁর সঙ্গে দাদার কোনও বিষয়ে গণ্ডগোল হয়েছিল। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। শীলাকে আটক করা হয়েছে।
|
ধৃতকে ছাড়ানোর দাবিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
মদ বিক্রির অভিযোগে ধৃত ব্যক্তিকে ছাড়ার দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। রবিবার দুপুরে বসিরহাট থানায় পুলিশ ও জনতার মধ্যে এই ঘটনায় বচসা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের দাবি, ধৃত সুভাষ ওরফে পাঁচকড়ি দাসকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাঁচকড়িকে গ্রেফতার করা হয়েছে।
|
ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
বছর তেরোর এক বালিকাকে ধর্ষণের অভিযোগে শনিবার বিকেলে কাকদ্বীপের মাইতির চর গ্রামের বাসিন্দা বাচ্চু দাস নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ মে সন্ধ্যায় ওই বালিকা যখন বাড়ি ফিরছিল তখন বাচ্চু তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। বালিকার বাবা ১৭ মে থানায় অভিযোগ দায়ের করেন। বালিকাটিকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত বাচ্চুর দুই সঙ্গীও। পুলিশ জানায়, তাদের খোঁজ চলছে। বালিকাটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে কাকদ্বীপ হাসপাতালে।
|
শিক্ষাকর্মী খুনে ধৃত
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বনগাঁর নরহরিপুর সারদাচরণ বিদ্যাপীঠের কর্মী বাসুদেব সাহাকে খুনের ঘটনায় জড়িত অভিযোগে শনিবার রাতে বারাসতের একটি হোটেল থেকে তাঁর শ্যালক লক্ষ্মণ বিশ্বাসকে গ্রেফতার করল পুলিশ। গত ২ মে স্কুল থেকে বাড়ি ফেরার পথে যশোহর রোডে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বাসুদেববাবু। তাঁর স্ত্রী শঙ্করীদেবী নিজের দুই দাদা-সহ ছ’জনের বিরুদ্ধে সম্পত্তির জন্য ওই খুন বলে অভিযোগ দায়ের করেন। এ পর্যন্ত ওই ঘটনায় তিন জন গ্রেফতার হল।
|
সোনার দোকানে চুরি
নিজস্ব সংবাদদাতা • হাসনাবাদ |
গ্রিলের তালা ভেঙে সোনার দোকানে ঢুকে লক্ষাধিক টাকার অলঙ্কার এবং কয়েক হাজার টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হাসনাবাদের রুপমারি বাজারে। শুক্রবার সকালে দোকানের মালিক শিবপদ মণ্ডল দোকান খুলতে গিয়ে দেখেন জিনিসপত্র লন্ডভন্ড। তার কাছ থেকে খবর পেয়ে তদন্তে নামে পুলিশ।
|
মন্দিরে চুরি
নিজস্ব সংবাদদাতা • কাঁকিনাড়া |
তালা ভেঙে চুরি হল কাঁকিনাড়ার অন্যতম প্রাচীন কল্পতরু মন্দিরে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে কাঁকিনাড়ার কাঁটাডাঙায় ওই মন্দিরের সদর দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে লক্ষাধিক টাকার গয়না ও নগদ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা।
|
পথ দুর্ঘটনায় মৃত ২ |
ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু হল দুই মোটরবাইক আরোহীর। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে কাকদ্বীপের নতুন রাস্তা মোড়ের কাছে। পুলিশ জানায়, মৃতদের নাম নুর মহম্মদ মোল্লা (৩১) ও গোপাল আড়ি (২৬)। প্রথম জনের বাড়ি স্থানীয় মধুসূদনপুর গ্রামে, দ্বিতীয় জন রামতনুনগর গ্রামের বাসিন্দা ছিলেন। ম্যাটাডরটি আটক এবং চালককে গ্রেফতার করা হয়েছে।
|
গাঁজা উদ্ধার |
যৌথ তল্লাশি চালিয়ে শনিবার ভোরে পেট্রাপোল সীমান্তের কাছের একটি ঝোপ থেকে প্রায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ ও বিএসএফ। পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় দু’লক্ষ টাকা। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। |
|