একটি বাস দুর্ঘটনাকে ঘিরে রবিবার সকাল থেকে প্রায় চার ঘণ্টা ধরে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বাগদা এলাকায়। দুর্ঘটনায় জখম হন ৪২ জন যাত্রী। তার পরে সংশ্লিষ্ট বনগাঁ-বাগদা সড়ক সংস্কারের দাবিতে এক দিকে যেমন তিন ঘণ্টা ধরে অবরোধ চলে, অন্য দিকে, আহতদের বাগদা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে চিকিৎসকের দেখা না মেলায় শুরু হয় বিক্ষোভ। শেষমেশ বিডিও গিয়ে পরিস্থিতি সামলান।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ভোর পৌনে ছ’টা নাগাদ বয়রা-বনগাঁ রুটের বাসটি মামা-ভাগিনা এলাকার কাঁঠালতলার কাছে একটি গর্তে পড়ায় চালক নিয়ন্ত্রণ হারান। গাছে ধাক্কা মেরে পাশের খেতে উল্টে যায় বাসটি। যাত্রীদের কারও হাত-পা ভাঙে, কারও মাথা ফাটে। তাঁদের উদ্ধার করে বাগদা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে গ্রামবাসীরা দেখেন সেখানে সহকারী মেডিক্যাল অফিসার ছাড়া পাঁচজন চিকিৎসকের কেউ নেই। এ জন্য আহতদের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে তাঁরা বিক্ষোভ শুরু করেন। বিএমওএইচ সুজয় সিংহর অবশ্য দাবি, দু’জন চিকিৎসক ছিলেন। কিন্তু তাঁদের কারও দেখা মেলেনি বলে অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। |
দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে ক্রেনের সাহায্যে টেনে তোলা হচ্ছে। ছবি: পার্থসারথি নন্দী। |
বিডিও তথা ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান খোকনচন্দ্র বালা ঘটনাস্থলে গিয়ে সমস্যার কথা মেনে নেন। প্রতিদিন যাতে হাসপাতালে অন্তত দু’জন চিকিৎসক থাকেন, সে ব্যাপারে তাঁর কাছে আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা শান্ত হন। দুই মহিলা-সহ ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বনগাঁ হাসপাতালে পাঠানো হয়। কয়েক জনের ওই হাসপাতালেই চিকিৎসার ব্যবস্থা করানো হয়। কেউ কেউ নার্সিংহোমে চলে যান।
বস্তুত, এই হাসপাতালে চিকিৎসকের দেখা না মেলার অভিযোগ আগেও উঠেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অন্তত দু’জন চিকিৎসক যাতে হাসপাতালে সব সময় থাকেন, সে ব্যাপার মাস খানেক আগেই বনগাঁর মহকুমাশাসক অভিজিৎ ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয়কুমার আচার্য বলেন, “এলাকা ছাড়তে হলে চিকিৎসককে মহকুমা স্বাস্থ্য আধিকারিককে জানিয়ে যেতে হয়। এ ক্ষেত্রে তা করা হয়নি। কেন কোনও চিকিৎসক হাসপাতালে ছিলেন না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
আহত যাত্রীদের মধ্যে কয়েক জন জানিয়েছেন, বাসটি অতি দ্রুত গতিতে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। কয়েক জনের দাবি, চালক মোবাইলে কথা বলছিলেন। সেই কারণে দুর্ঘটনা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। পূর্ত দফতরের পক্ষ থেকে রাস্তা সারানোর আশ্বাস মিলেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। |