অস্বাভাবিক মৃত্যু হল এক দম্পতির। রবিবার, সোনারপুর থানার কামালগাজিতে। মৃত দম্পতির নাম প্রশান্ত মণ্ডল (৪২) ও কৃষ্ণা মণ্ডল (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন পনেরো আগে পেশায় দিনমজুর প্রশান্ত ওই এলাকার একটি বাড়িতে ভাড়া আসেন। তাঁর স্ত্রী পরিচারিকার কাজ করতেন। এ দিন ভোর পাঁচটা নাগাদ কুলতলির শ্বশুরবাড়িতে ফোন করে প্রশান্ত জানান, স্ত্রীকে গলা কেটে খুন করেছেন তিনি। এবং তিনিও মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছেন। কৃষ্ণার আত্মীয়েরা ফোনে সোনারপুর থানার সঙ্গে যোগাযোগ করেন। সোনারপুর থানার অফিসার প্রশান্তর বাড়িতে গিয়ে দেখেন, কৃষ্ণার রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। মায়ের মৃতদের পাশে কাঁদছে ছেলে পলাশ ও মেয়ে পূজা।
তার পরেই প্রশান্তর মোবাইলের টাওয়ার লোকেশন দেখে পুলিশ জানতে পারে তিনি সোনারপুর স্টেশন এলাকায় রয়েছেন। ভোর সাড়ে ছ’টা নাগাদ তদন্তকারীরা সোনারপুর স্টেশনে পৌঁছে দেখেন ডাউন লাইনে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। কৃষ্ণার পরিজনেরাই প্রথমে সেটি প্রশান্তর বলে শনাক্ত করেন।
প্রশান্তের প্রতিবেশী ভাড়াটে কৃষ্ণা গুহ বলেন, “ভোর সাড়ে পাঁচটা নাগাদ পলাশ ও পূজার কান্নায় আমাদের ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখি কৃষ্ণার গলাকাটা দেহ পড়ে রয়েছে।” তিনি আরও বলেন, “এই কয়েক দিনে কোনও ঝগড়াঝাঁটির বিষয়ে আমরা কিছুই জানতে পারিনি।”
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, প্রশান্তের আদি বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানা এলাকায়। কৃষ্ণার বাড়ি কুলতলির সোনাটিকারি গ্রামে। প্রায় ১২ বছর আগে বিয়ের পর থেকে পাটুলি থানা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ওই দম্পতি। তদন্তে পুলিশ জেনেছে, পাটুলি এলাকার এক মহিলার সঙ্গে সম্প্রতি প্রশান্ত সর্ম্পকে জড়িয়ে পড়েন। তা নিয়ে স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই ঝগড়াঝাঁটি হচ্ছিল। সেই কারণেই কৃষ্ণার চাপে পাটুলির বাড়ি ছেড়ে কামালগাজিতে বাড়ি ভাড়া নেন প্রশান্ত।
পুলিশ সূত্রে খবর, পূজা ও পলাশকে তাদের মামারবাড়ির আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। তাঁদের দাবি, জিজ্ঞাসাবাদে দুই ভাইবোন জানিয়েছে, বাবার চিৎকারেই তাদের ঘুম ভাঙে। তার পরেই মাকে গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে তারা। ওই ঘর থেকে একটি বঁটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি ওই বঁটি দিয়েই কৃষ্ণার মাথায় ও গলায় একাধিক বার কোপ মারা হয়েছে। একটি খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। |