পাশাপাশি শব্দছক ৫১২৯ উপর নীচে
সম্ভাবনার অভাব।
শাপ দেওয়া হয়েছে এমন।
তামাক খাওয়ার বড় হুঁকো।
১০ ব্যাথা পেয়েছে এমন।
১১ পুরাণোক্ত ত্রিকালদর্শী কাক।
১২ আনন্দপূর্ণ সামাজিক অনুষ্ঠান।
১৩ যোগসাধনার প্রক্রিয়াবিশেষ।
১৫ অন্যের অনিষ্টকর লেখা।
১৮ মৃত্যুহীনতা।
২১ মাখন, ননি।
২২ স্বীকৃত বা প্রতিশ্রুত করা।
২৪ কঙ্কণ বা হাতের বালা।
২৫ প্রবল ভাবে আবির্ভূত।
২৭ কালীর স্তুতিতে
রচিত পদসমূহ।
৩১ আঁকাবাঁকা।
৩২ বিখ্যাত।
৩৪ বিপদে ফেলে জব্দ করা।
৩৭ তিক্ত বা কটু রস।
৩৮ অবলীলাক্রমে ও সম্পূর্ণ ভাবে
কেটে ফেলা হয়েছে এমন।
৩৯ যুদ্ধজাহাজে কর্মরত।
৪০ মুসলমান আমলের
রাজস্বসম্বন্ধীয় হিসেব রক্ষক।
প্রসঙ্গক্রমে উত্থাপিত।
বিরাম, ফুসরত।
বিজয়ী আবার নক্ষত্রও।
বিজয়কর্ম করার বয়স
হয়েছে এমন।
যা প্রায় এসে পড়েছে।
বাইরের দরজা।
১১ শিব-পাবর্তীর পুত্র।
১৪ ইনি বিচার করেন।
১৬ এক লক্ষের বেশি।
১৭ প্রতিটি জায়গায়।
১৮ নির্মল, যা দূষিত নয়।
১৯ অনর্থক বিবাদ।
২০ এর মুখ থেকে শুনে-শুনেই
গণেশ মহাভারত লিখেছিলেন।
২৩ মালকোঁচা।
২৬ দুর্ভাবনা করছে এমন।
২৮ অন্যের দ্বারা লেখার কাজ করানো।
২৯ আকাশকে স্পর্শ করে এমন।
৩০ ভাটা।
৩৩ সমস্ত জমিতে ফুল-তোলা
দামি শাল।
৩৫ কূটবুদ্ধির প্রয়োগ।
৩৬ উচ্চবংশীয় বা অভিজাতশ্রেণির।
সমাধান ৫১২৮
 
First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.
9