হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়া রোগীকে খুঁজে বের করার দাবিতে বৃহস্পতিবার ফাঁড়িতে বিক্ষোভ দেখালেন আত্মীয়-পরিজনেরা। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেয়। কিন্তু বিক্ষোভকারীরা দাবিতে অনড় থাকায় পুলিশ তাঁদের হটিয়ে দেয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের নিউটন-জেসি বসু রোড বস্তির বাসিন্দা শঙ্কর রজক সোমবার গলায় গভীর ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হন। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে বঁটি দিয়ে নিজের গলার নলিতে কোপ মেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। তাঁকে ইস্পাত হাসপাতালে ভর্তি করানো হয়। প্রায় ছ’ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পরে তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে হঠাৎ শঙ্করবাবু আইসিইউ থেকে বেরিয়ে পড়েন। এক নার্স আটকাতে গেলে স্যালাইন রাখার স্ট্যান্ড দিয়ে তাঁকে আঘাত করে শঙ্করবাবু দৌড়ে পালান বলে অভিযোগ। নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে বুধবার হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়-পরিজনেরা। থানায় অভিযোগও করেন তাঁরা। হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। বৃহস্পতিবার বিকেলে বি-জোন ফাঁড়িতে গিয়ে দ্রুত ওই রোগীকে খুঁজে বের করার দাবি জানাতে থাকেন কিছু লোকজন। পুলিশ তদন্তের আশ্বাস দেয়। কিন্তু বিক্ষোভকারীদের চিৎকার-চেঁচামেচিতে বিশৃঙ্খলা তৈরি হয়। শেষে পুলিশ জোর করে তাঁদের হটিয়ে দেয়। গণ্ডগোলের আশঙ্কায় হাসপাতালে অতিরিক্ত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে।
|