বৃহস্পতিবার আর্সেনিক দূষণমুক্ত একটি পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের মন্ত্রী সুব্রত সাহা। লালবাগের মতিঝিল এলাকার ওই প্রকল্পটিতে খরচ হয়েছে ১১৭ কোটি ২১ লক্ষ ৯৮ হাজার টাকা। ওই প্রকল্প থেকে জল সরবরাহ করা হবে মুর্শিদাবাদ পুরসভার পুরো এলাকায়। এ ছাড়াও বহরমপুর পঞ্চায়েত সমিতি, মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ও জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার আংশিক এলাকায় ওই প্রকল্প থেকে জল সরবরাহ করা হবে। ৪ লক্ষ ৮২ হাজার ৯৪৯ জন ওই পানীয় জল প্রকল্প থেকে উপকৃত হবেন বলে জনস্বাস্থ্য কারিগরি দফতরের দাবি। কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুদানে গড়ে ওঠা ওই প্রকল্পটি বছর আটেক আগে বহরমপুরের এফইউসি মাঠের এক অনুষ্ঠান থেকে শিলান্যাস করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
|
কোন ওয়ার্ডে কত শয্যা খালি রয়েছে, তা থেকে শুরু করে কোন ওষুধ মজুত রয়েছে কোনটা নেই, সবই এ বার থেকে জানা যাবে ওয়েবসাইটের মাধ্যমে। শুক্রবার বাঙুর হাসপাতালের নিজস্ব এই ওয়েবসাইটের উদ্বোধন করেন মন্ত্রী তথা ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অরূপ বিশ্বাস। হাসপাতাল সূত্রের খবর, এ বার বাড়িতে বসে কোনও রোগী ওয়েবসাইটের মাধ্যমে আল্ট্রাসোনোগ্রাফি বা ওই জাতীয় পরীক্ষার বুকিংও করতে পারবেন। সুপার সোমনাথ মুখোপাধ্যায় বলেন, “সোমবার থেকে এই ওয়েবসাইট পুরোদমে কাজ শুরু করবে। যাতে প্রতি দিন তথ্য আপডেট করা হয়, আমরা সে ব্যাপারে যত্নবান থাকব।”
|
মানবাজারের বিসরি গ্রামে বৃহস্পতিবার পুলিশের উদ্যোগে স্বাস্থ্য শিবির হল। পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অবধেশ পাঠক বলেন, “শিবিরে বহু মানুষ চিকিৎসার সঙ্গে বিনামূল্যে ওষুধ পেয়েছেন।” |