টুকরো খবর
শুরু করা গেল না বিএডের কাউন্সেলিং
মঙ্গলবার থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিএডের কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বেসরকারি কলেজগুলির ফি বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় কাউন্সেলিং শুরু করা যায়নি। কবে থেকে শুরু করা যাবে তা নিয়েও নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। বুধবার এক প্রেস বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার গণেশ রাণা জানান, বিশেষ কারণে মঙ্গলবার থেকে কাউন্সেলিং শুরু করা যায়নি। ২৯ এপ্রিল বিএডের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানানো হবে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৩টি বিএড কলেজ আছে। এর মধ্যে ৬টি সরকারি ও বাকি ১৭টি বেসরকারি। গত বছর বিএড পাঠক্রমে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র পিছু ৪৩ হাজার টাকা ধার্য করেছিল। চলতি বছরে বেসরকারি কলেজগুলি জানিয়েছে, ছাত্র পিছু ন্যূনতম ৬৫ হাজার টাকা ফি নির্ধারণ করতে হবে ও ১০ শতাংশ ম্যানেজমেন্ট কোটা রাখতে হবে। নাহলে তারা কাউন্সেলিংয়ে যোগ দেবে না। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, তারা ফি বৃদ্ধি করতে রাজি নন। তবে ম্যানেজমেন্ট কোটা দিতে পারেন। কিন্তু সেই কোটা ১০ শতাংশ না তার কম তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। ২৭ মে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক রয়েছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। তারপরই কবে থেকে কাউন্সেলিং হবে, ফি কত ধার্য করা হল, কাউন্সেলিংয়ের নিয়মাবলি সব জানানো হবে। এই তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (bed.vidyasagar.ac.in)-এও পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, জুলাই মাসের ১ তারিখ থেকে বিএডের শিক্ষাবর্ষ শুরু হয়। ফলে ১৫ জুনের মধ্যে কাউন্সেলিং শেষ করতে হবে।

পুরনো খবর:

ব্যাঙ্কে অসন্তোষ

না জানিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে গ্রাহকদের মধ্যে। এই ঘটনা কেশপুর ব্লকের আনন্দপুরে ইউবিআইয়ের একটি শাখার। এই শাখায় গ্রাহক ৫ হাজার ৮২৩ জন। অভিযোগ, না জানিয়ে অ্যাকাউন্ট থেকে ১৭ টাকা করে কাটা হয়েছে। গ্রাহকেরা যখন পাশবই আপডেট করছেন, তখনই বিষয়টি তাঁদের নজরে আসছে। এই অভিযোগ ঘিরে বুধবার দুপুরে ব্যাঙ্কে উত্তেজনাও ছড়ায়। কয়েকজন গ্রাহক ম্যানেজার অশোককুমার কুণ্ডুর সঙ্গে দেখা করেন। কথা কাটাকাটি হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষের বক্তব্য, কেউ অ্যাকাউন্ট খুললে একটি বিমা পলিসি করা হয়। এ জন্য বছরে ১৭ টাকা করে জমা দিতে হয়। কর্তৃপক্ষের বক্তব্য, গ্রাহকদের সুবিধার্থে এই উদ্যোগ। এমন পলিসির ফলে দুর্ঘটনায় যদি কোনও গ্রাহকের মৃত্যু হয়, তাঁর পরিবার এককালীন ১ লক্ষ টাকা পাবেন। জখম হলে মিলবে এককালীন ১ লক্ষ ২৫ হাজার টাকা। কিন্তু না জানিয়ে কেন পলিসি করা হল? ব্যাঙ্ক ম্যানেজারের বক্তব্য, “কেউ না চাইলে আমরা পলিসি করব না। যে টাকা কেটে নেওয়া হয়েছে, তা ফের অ্যাকাউন্টে জমা করে দেওয়া হবে। আমরা চাই না, এ নিয়ে ভুল বোঝাবুঝি হোক।”

শুনানি ২৪ জুলাই

নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডের মামলার শুনানি থাকায় বুধবার পূর্ব মেদিনীপুর জেলা আদালতে হাজির হলেন প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ, প্রাক্তন বিধায়ক অমিয় সাহু-সহ ৫২ জন অভিযুক্ত। ওই মামলার বিচারপর্ব কোন আদালতে হবে তা স্থির করার জন্য জেলা আদালতে শুনানি চলছে। এদিন শুনানির পর ভারপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারক কৌশিক ভট্টাচার্য আগামী ২৪ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.