|
|
|
|
দুষ্কৃতী দমনে পুলিশি টহল হলদিয়ায়
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
শিল্পশহরে দুষ্কৃতীরাজ দমন করতে উদ্যোগী হল প্রশাসন। সম্প্রতি হলদিয়া জুড়ে বাড়তি নজদারির চালাচ্ছে পুলিশ। বুধবার থেকে সেই অভিযান আরও জোরদার করা হয়েছে। শহরের প্রতিটি রাস্তায় টহল দিতে দেখা যাচ্ছে পুলিশ ভ্যানকে। ব্যাঙ্ক, বহুতল বিপণি, পরিবহণ সংস্থার অফিসের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সন্দেহভাজন ব্যক্তিকে দেখলেই চলছে জিজ্ঞাসাবাদ। কিন্তু হঠাৎ কেন এমন পদক্ষেপ? পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছরখানেক ধরেই খুন-জখম, লুঠপাটের মতো সমাজবিরোধী কার্যকলাপ বেড়েছে শিল্পশহরে। গত ২৪ এপ্রিল দুর্গাচকের লিঙ্ক রোডে পরিবহণ সংস্থার মালিককে গুলি করে কয়েক লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠেছিল। সপ্তাহ কাটতে না কাটতেই ২ মে আবারও সেই দুর্গাচকেরই কলোনি বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে অন্য এক পরিবহণ সংস্থার মালিকের কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা।
১১ মে ফের ভবানীপুর থানার পুরসভার সামনে এক ঠিকাকর্মীর লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে। প্রতিটি ঘটনাতেই দুষ্কৃতীরা মোটরবাইক ব্যবহার করেছে বলেও জানা গিয়েছে। তবে এখনও অধরা দুষ্কৃতীরা। উদ্ধার হয়নি খোওয়া যাওয়া টাকাও। সম্প্রতি রাজ্যপাল হলদিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সব মিলিয়ে অস্বস্তিতে পড়েছে পুলিশ-প্রশাসন। তাই এ বার কড়া পদক্ষেপ বলে প্রশাসনিক সূত্রে খবর। মূলত দুর্গাচক, মঞ্জুশ্রী, সিটিসেন্টার, রাণিচক, মহিষাদলের কাপাসএড়্যায় জোরকদমে চলছে নজরদারির কাজ। থাকছেন আইসি, ওসি, এসআই-রা তো রয়েছেই, কখনও ঠা-ঠা রোদ্দুরে অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও-কেও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অভিযানে ব্যাঙ্কের সামনে উদ্দেশ্যহীন ভাবে ঘোরা যুবকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোটর বাইকের বক্স খুলেও চলছে পরীক্ষা। অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, “কিছু দুষ্কৃতী দলের হদিশ পাওয়া গিয়েছে। অভিযান চলতে থাকলে দুষ্কর্ম ঠেকানো যাবেই।” |
|
|
|
|
|