উচ্ছেদের প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করে শহরের যানজট সমস্যার সমাধানের দাবি তুলল উত্তর দিনাজপুর জেলা স্ট্রিট হকার্স ইউনিয়ন। শুক্রবার রায়গঞ্জ কর্ণজোড়ায় জেলাশাসককে চার দফা দাবিতে স্মারকলিপি জমা দেয় তারা। শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন যানজট হচ্ছে। একাংশ ব্যবসায়ী, ক্লাব ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ফুটপাত দখল করে থাকলেও প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। অথচ বিভিন্ন মহল থেকে যানজটের জন্য গরিব হকারদের দায়ী করে উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে। রায়গঞ্জের শিলিগুড়িমোড় থেকে কর্ণজোড়া পর্যন্ত পাঁচ কিমি রাজ্য সড়ক সম্প্রসারণ করছে পূর্ত দফতর। এতে বহু হকার উচ্ছেদ হন।
|
তদন্ত দাবি
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
সিউড়িতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া স্মরজিৎ বসুর মৃত্যুর ঘটনার তদন্তের দাবিতে আন্দোলনে নামলেন কোচবিহারের পাটাকুড়ার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, স্মরজিৎকে খুন করা হয়েছে। সিউড়ি সদরে অভিযোগ করা হলেও তদন্ত এগোচ্ছে না। এ দিন ছাত্র পরিষদ সকাল ১০টা থেকে সঠিক তদন্তের দাবিতে স্টেশন মোড় ও গুঞ্জবাড়ি চৌপতি অবরোধ করে।
|
বই বিলি করার দাবি
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
উত্তর দিনাজপুর জেলার ৯ ব্লকের প্রাথমিক স্কুলের উর্দু মাধ্যম ও শিশু পড়ুয়াদের মধ্যে সরকারি পুস্তক বিলি-সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। শুক্রবার সংগঠনের সদস্যরা রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে প্রায় একঘন্টা বিক্ষোভ দেখান।
|
মেলা দ্বিতীয় দিনে
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
জাতীয় আইন মেলার দ্বিতীয় দিনে মেলায় নিখরচায় আইনি পরিষেবায় সচেতন করলেন রাজ্যের বিভিন্ন আদালতের বিচারক এবং আইনজীবীদের একাংশ। শুক্রবার করণদিঘির রসাখোয়া হাইস্কুল মাঠে মেলায় সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে বাসিন্দাদের আইনি পরিষেবা পাওয়ার খুঁটিনাটি নিয়ে সচেতন করেন তাঁরা।
|
আত্মজীবনী প্রকাশ
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
প্রাক্তন সাংসদ এবং বাম বিধায়ক অমর রায়প্রধানের আত্মজীবনী ‘জীবন নদীর বাঁকে বাঁকে’ প্রকাশিত হল। শুক্রবার বার্ধক্যজনিত কারণে অসুস্থ অমরবাবু হুইল চেয়ারে উদ্বোধন মঞ্চে যান। উদ্বোধনের পরই তাঁকে বাড়িতে ফোরানো হয়।
|
জাল-নোট সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
৭০ হাজার টাকার জাল নোট-সহ এক বাংলাদেশিকে পুলিশ গ্রেফতার করে। শুক্রবার কালিয়াচক থানার গোলাপগঞ্জে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। ধৃতের নাম নুরুল ইসলাম।
|
বইয়ে ঘাটতি, দাবি
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
উত্তর দিনাজপুরে স্কুলগুলিতে সরকারি পাঠ্যবই ঘাটতির অভিযোগ তুলল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। বৃহস্পতিবার একথা জানান সংগঠন জেলা সম্পাদক। |