টুকরো খবর
মন্ত্রী পরাজিত
দক্ষিণ দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে সরে যেতে হল রাজ্যের সমবায় মন্ত্রী শঙ্কর চক্রবর্তীকে। টানা দশ বছর ধরে তিনি এই বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ওই বার অ্যাসোসিয়েশনের আগের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে এই দিন সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়। কংগ্রেসের জেলা সভাপতি তথা আইনজীবী নীলাঞ্জন রায় বলেন, “এই দিনের সভায় সভাপতি পদে শঙ্করবাবু এবং সম্পাদক পদে বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী সুভাষ চাকির নাম প্রস্তাব করেন কয়েকজন আইনজীবী। কিন্তু ধ্বনিভোটে সর্বসম্মতিক্রমে সভাপতি হয়েছেন প্রদীপ্তকিরণ সরকার এবং সম্পাদক হয়েছেন সুশোভন চট্টোপাধ্যায়।” শঙ্করবাবু এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। সুভাষবাবু অবশ্য বলেছেন, “স্বাভাবিক নিয়মে কমিটিতে নতুন মুখ এসেছেন।”

উচ্ছেদের প্রতিবাদ
হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করে শহরের যানজট সমস্যার সমাধানের দাবি তুলল উত্তর দিনাজপুর জেলা স্ট্রিট হকার্স ইউনিয়ন। শুক্রবার রায়গঞ্জ কর্ণজোড়ায় জেলাশাসককে চার দফা দাবিতে স্মারকলিপি জমা দেয় তারা। শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন যানজট হচ্ছে। একাংশ ব্যবসায়ী, ক্লাব ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ফুটপাত দখল করে থাকলেও প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। অথচ বিভিন্ন মহল থেকে যানজটের জন্য গরিব হকারদের দায়ী করে উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে। রায়গঞ্জের শিলিগুড়িমোড় থেকে কর্ণজোড়া পর্যন্ত পাঁচ কিমি রাজ্য সড়ক সম্প্রসারণ করছে পূর্ত দফতর। এতে বহু হকার উচ্ছেদ হন।

তদন্ত দাবি
সিউড়িতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া স্মরজিৎ বসুর মৃত্যুর ঘটনার তদন্তের দাবিতে আন্দোলনে নামলেন কোচবিহারের পাটাকুড়ার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, স্মরজিৎকে খুন করা হয়েছে। সিউড়ি সদরে অভিযোগ করা হলেও তদন্ত এগোচ্ছে না। এ দিন ছাত্র পরিষদ সকাল ১০টা থেকে সঠিক তদন্তের দাবিতে স্টেশন মোড় ও গুঞ্জবাড়ি চৌপতি অবরোধ করে।

বই বিলি করার দাবি
উত্তর দিনাজপুর জেলার ৯ ব্লকের প্রাথমিক স্কুলের উর্দু মাধ্যম ও শিশু পড়ুয়াদের মধ্যে সরকারি পুস্তক বিলি-সহ একাধিক দাবিতে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। শুক্রবার সংগঠনের সদস্যরা রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে প্রায় একঘন্টা বিক্ষোভ দেখান।

মেলা দ্বিতীয় দিনে
জাতীয় আইন মেলার দ্বিতীয় দিনে মেলায় নিখরচায় আইনি পরিষেবায় সচেতন করলেন রাজ্যের বিভিন্ন আদালতের বিচারক এবং আইনজীবীদের একাংশ। শুক্রবার করণদিঘির রসাখোয়া হাইস্কুল মাঠে মেলায় সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে বাসিন্দাদের আইনি পরিষেবা পাওয়ার খুঁটিনাটি নিয়ে সচেতন করেন তাঁরা।

আত্মজীবনী প্রকাশ
প্রাক্তন সাংসদ এবং বাম বিধায়ক অমর রায়প্রধানের আত্মজীবনী ‘জীবন নদীর বাঁকে বাঁকে’ প্রকাশিত হল। শুক্রবার বার্ধক্যজনিত কারণে অসুস্থ অমরবাবু হুইল চেয়ারে উদ্বোধন মঞ্চে যান। উদ্বোধনের পরই তাঁকে বাড়িতে ফোরানো হয়।

জাল-নোট সহ ধৃত
৭০ হাজার টাকার জাল নোট-সহ এক বাংলাদেশিকে পুলিশ গ্রেফতার করে। শুক্রবার কালিয়াচক থানার গোলাপগঞ্জে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। ধৃতের নাম নুরুল ইসলাম।

বইয়ে ঘাটতি, দাবি
উত্তর দিনাজপুরে স্কুলগুলিতে সরকারি পাঠ্যবই ঘাটতির অভিযোগ তুলল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। বৃহস্পতিবার একথা জানান সংগঠন জেলা সম্পাদক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.