কলেজে তালা ঝুলিয়ে বিক্ষোভ
ছাত্র বিক্ষোভে শুক্রবার মালদহ কলেজের পঠনপাঠন ভেস্তে গেল। ছাত্রছাত্রীদের অভিযোগ, দ্বিতীয় বর্ষের সম্পূর্ণ ফলাফলই প্রকাশিত হয়নি কিন্তু তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের দিন ঘোষণা করে দিয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ১১ থেকে ১৬ মে’র মধ্যে ওই ফর্ম পূরণ করতে হবে। তাঁরা জানিয়েছেন, তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে তার চার দিনের মাথায় ২০ মে থেকে। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার মালদহ কলেজের শতাধিক ছাত্রছাত্রী সকাল ১০টা নাগাদ প্রধান ফটকে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের ডাক দেন। টিচার ইনচার্জ থেকে শুরু করে শিক্ষক ও শিক্ষাকর্মীদের কেউই এ দিন কলেজে ঢুকতে পারেনি। তাঁরা দীর্ঘক্ষণ গাছতলায় অপেক্ষা করে বিকেলে বাড়িতে ফিরে যান।

মালদহ কলেজে তালা। ছবি: মনোজ মুখোপাধ্যায়
অফিসের কোনও কাজ এ দিন হয়নি। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ামক সনাতন দাস বলেন, “যাঁদের ফল অসম্পূর্ণ রয়েছে, তাঁরা বুধবারের মধ্যেই সম্পূর্ণ ফল হাতে পেয়ে যাবেন। তাই তৃতীয় বর্ষের ফর্মপূরণের জন্য তাঁরা আরও একটা দিন হাতে পাচ্ছেন। পরীক্ষার জন্য হাতে থাকছে আরও পাঁচ দিন।” তাঁর কথায়, “এই নিয়ে এত হইচই করার কোনও দরকার ছিল না।” সনাতনবাবু জানিয়েছেন, দ্বিতীয়বর্ষের ফল অসম্পূর্ণ রয়েছে বলে মালদহ কলেজের ২৫ জন ছাত্রছাত্রী সহ বিভিন্ন কলেজের মোট দেড়শোজন অভিযোগ করেছেন। পাশাপাশি পিএনসি (পার্ট ওয়ান নট কমপ্লিট) নিয়ে ৯০০ ছাত্রছাত্রী অভিযোগ করেছে।
অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের মালদহ কলেজ শাখা সভাপতি কৌশিক ঘোষ এ দিন কলেজ বন্ধের আন্দোলনে নেতৃত্ব দেন। যদিও কৌশিকবাবু বলেন, “আমাদের সংগঠন থেকে আন্দোলন হচ্ছে না। অন্য সংগঠন ওই আন্দোলনের নেতৃত্বে নেই। যাদের ফলাফল অসম্পূর্ণ এসেছে তাঁরা কলেজে তালা ঝুলিয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.